খড়গপুর, 24 জুলাই : কোরোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রেলের যাত্রী পরিষেবা । যাত্রী পরিষেবা শুরু হলে সংক্রমণ বেশি হতে পারে, এই আশঙ্কায় পরিষেবা বন্ধ রেখেছে রেল । তবে যাত্রীরা সহযোগিতা করলে আগামীদিনে কোরোনা আবহেও রেলযাত্রা নিশ্চিতভাবে সুরক্ষিত করা যাবে বলে জানালেন RPF-এর IG দেবেন্দ্র কাসর । রেলের পাসিংআউট অনুষ্ঠানে যোগ দিতে এসে এ'কথা বলেন তিনি ।
আজ রেলের এক অনুষ্ঠানে এসে যাত্রী পরিষেবা নিয়ে সুখবর দেন RPF-এর IG দেবেন্দ্র কাসর । শুক্রবার সাউথ ইস্টার্ন রেলের সেকেন্ড এবং থার্ড ব্যাচের পাসিংআউট প্যারেড ছিল । সেই পাসিংআউট প্যারেডের অনুষ্ঠানে খড়গপুর আসেন IG কাসর । অনুষ্ঠান শেষে রেল পরিষেবা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, রেল পরিষেবা শুরু হতে পারে কেবলমাত্র রেলযাত্রীদের সহযোগিতায় । তাঁর কথায়, “যদি যাত্রীরা কোরোনার যাবতীয় বিধিনিষেধ মেনে চলেন, মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহারের পাশাপাশি নির্দিষ্ট দূরত্ববিধি বজায় রাখেন, তবে আগামীদিনে কোরোনা আবহের মধ্যেই রেল পরিষেবা শুরু হতে পারে । পরিষেবা দিতে আমরা সব সময় প্রস্তুত ।”
রেলের মতো এক বৃহৎ পরিষেবা বন্ধের ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ । ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ । এই অবস্থায় সাধারণ মানুষের পাশাপাশি সমস্ত দিক বিবেচনা করে রেলে যাত্রী পরিষেবা শুরু করার দিকেই নজর দিতে হবে বলে মনে করছে অভিজ্ঞমহল ।