ETV Bharat / state

Panchayat Elections 2023: ভোটার তালিকায় তিনি মৃত! ভোট দিতে না-পেরে ক্ষোভ শিক্ষক-ভোটকর্মীর

author img

By

Published : Jul 5, 2023, 7:34 PM IST

ভোটার তালিকায় নাম নেই প্রাথমিক শিক্ষক বিশ্বজিৎ জানার ৷ তিনিই আবার ভোটকর্মী ৷ নিজের ভোট দিতে গিয়ে জানতে পারলেন ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে ৷ প্রশাসনিক দফতরে ঘুরে ঘুরেও এর কারণ জানতে পারলেন না শিক্ষক, যিনি নিজেই ভোটের কাজে যাবেন ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন

ভোটার তালিকায় তিনি মৃত!

দাসপুর, 5 জুলাই: তিনি ভোট কর্মী ৷ তাই 8 জুলাইয়ের আগে ভোট প্রক্রিয়া ৷ এই ভোট দিতে গিয়ে হতবাক প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ ভোটার তালিকায় নেই নাম ! তিনি নাকি মৃত ৷ এদিকে এই শিক্ষক আরেক জায়গায় পঞ্চায়েত নির্বাচনের কাজে যাবেন ৷ অথচ নিজের ভোটটি নিজেই দিতে পারবেন না ৷ এই রহস্যের কোনও সমাধান হয়নি ৷ ব্লক প্রশাসনের কাছ থেকে কোনও সুরাহা মেলেনি ৷

ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ জানা ৷ তিনি জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত ৷ মঙ্গলবার দুপুর নাগাদ দাসপুর দুই ব্লকের বিডিও অফিসে ভোট দিতে গিয়ে শিক্ষক জানতে পারেন, ভোটার তালিকায় তাঁর নাম নেই ৷ এই পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারবেন না ৷

আরও পড়ুন: ভোট-হিংসার নিশানা নাবালক! বাবার সামনেই বোমায় নিহত স্কুল পড়ুয়া

এরপর তিনি এলাকার বুথ লেভেল অফিসার বা বুথ স্তরের আধিকারিক থেকে শুরু করে বিডিও অফিসেও গিয়েছেন ৷ জনে জনে জানতে চেয়েছেন, কীভাবে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ গেল ৷ বিশ্বজিৎ জানান, তাঁর স্ত্রী, বাবার নাম তালিকায় রয়েছে ৷ এমনকী ঠাকুমারও নাম রয়েছে ৷ এদিকে বছরখানেক আগে ঠাকুমার মৃত্যু হয়েছে ৷ তবে তাঁর নাম নেই ৷

সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে বিশ্বজিৎ জানা জানতে পারেন, ভোটার তালিকা থেকে তাঁর নাম বাতিল হয়েছে ৷ মানুষ মৃত হলে তবেই তাঁর নাম ভোটার তালিকা বাদ যায় অর্থাৎ বাতিল করা হয় ৷ বিশ্বজিৎ জানা জীবিত এবং প্রাথমিক শিক্ষকের চাকরি করেন ৷

এই অবস্থায় তাঁর কি করে নাম বাতিল হল কী ভাবে ? এ বিষয়ে এলাকার বুথ আধিকারিক নির্মল মাঝি জানিয়েছেন, অনলাইনে যে কেউ ভোটার তালিকা সংশোধনের কাজ করতে পারেন ৷ সেটা করতে গিয়েই কোনওভাবে নাম বাদ পড়েছে ৷ কারও ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছে । এই পঞ্চায়েত ভোটে বিশ্বজিৎ জানার পক্ষে ভোট দেওয়া সম্ভব নয় ৷ তবে পঞ্চায়েত নির্বাচন মিটলে পরে জুলাই মাসের শেষ দিকে ফের ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হবে ৷ তখন বিশ্বজিৎ জানা নতুন করে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন ৷

আরও পড়ুন: বিরোধী জোটের ইস্তেহার ছিঁড়লেন জিটিএ কর্তা, পালটা থাপ্পড় কষাতে পুরস্কার বিজেপি নেতার

এই ঘটনায় হতাশ প্রাথমিক শিক্ষক বিশ্বজিৎ জানা, যিনি নিজেই একজন ভোটকর্মী ৷ অন্য একটি জায়গায় ভোটের কাজ সামলাতে যাবেন ৷ এদিকে নিজের ভোটটাই দিতে পারলেন না ৷ শুধু তাই নয়, কার জন্য ভোটার তালিকা থেকে এভাবে তাঁর নাম বাদ পড়ল সে বিষয়ে কোনও সদুত্তর পেলেন না ৷ তেমন কোনও ব্যক্তিও পেলেন না, যাঁর কাছে এ নিয়ে প্রশ্ন করা যায় ৷ তাই শেষে বিশ্বজিৎ তাঁর ফেসবুক পেজে এই ঘটনাটি জানিয়ে পোস্ট করেন, 'জীবিত মানুষ কীভাবে ভোটার তালিকায় মৃত হয়ে যান ?' উত্তর দেবেন রাজনৈতিক দলের নেতারা ?

ভোটার তালিকায় তিনি মৃত!

দাসপুর, 5 জুলাই: তিনি ভোট কর্মী ৷ তাই 8 জুলাইয়ের আগে ভোট প্রক্রিয়া ৷ এই ভোট দিতে গিয়ে হতবাক প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ ভোটার তালিকায় নেই নাম ! তিনি নাকি মৃত ৷ এদিকে এই শিক্ষক আরেক জায়গায় পঞ্চায়েত নির্বাচনের কাজে যাবেন ৷ অথচ নিজের ভোটটি নিজেই দিতে পারবেন না ৷ এই রহস্যের কোনও সমাধান হয়নি ৷ ব্লক প্রশাসনের কাছ থেকে কোনও সুরাহা মেলেনি ৷

ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ জানা ৷ তিনি জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত ৷ মঙ্গলবার দুপুর নাগাদ দাসপুর দুই ব্লকের বিডিও অফিসে ভোট দিতে গিয়ে শিক্ষক জানতে পারেন, ভোটার তালিকায় তাঁর নাম নেই ৷ এই পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারবেন না ৷

আরও পড়ুন: ভোট-হিংসার নিশানা নাবালক! বাবার সামনেই বোমায় নিহত স্কুল পড়ুয়া

এরপর তিনি এলাকার বুথ লেভেল অফিসার বা বুথ স্তরের আধিকারিক থেকে শুরু করে বিডিও অফিসেও গিয়েছেন ৷ জনে জনে জানতে চেয়েছেন, কীভাবে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ গেল ৷ বিশ্বজিৎ জানান, তাঁর স্ত্রী, বাবার নাম তালিকায় রয়েছে ৷ এমনকী ঠাকুমারও নাম রয়েছে ৷ এদিকে বছরখানেক আগে ঠাকুমার মৃত্যু হয়েছে ৷ তবে তাঁর নাম নেই ৷

সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে বিশ্বজিৎ জানা জানতে পারেন, ভোটার তালিকা থেকে তাঁর নাম বাতিল হয়েছে ৷ মানুষ মৃত হলে তবেই তাঁর নাম ভোটার তালিকা বাদ যায় অর্থাৎ বাতিল করা হয় ৷ বিশ্বজিৎ জানা জীবিত এবং প্রাথমিক শিক্ষকের চাকরি করেন ৷

এই অবস্থায় তাঁর কি করে নাম বাতিল হল কী ভাবে ? এ বিষয়ে এলাকার বুথ আধিকারিক নির্মল মাঝি জানিয়েছেন, অনলাইনে যে কেউ ভোটার তালিকা সংশোধনের কাজ করতে পারেন ৷ সেটা করতে গিয়েই কোনওভাবে নাম বাদ পড়েছে ৷ কারও ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছে । এই পঞ্চায়েত ভোটে বিশ্বজিৎ জানার পক্ষে ভোট দেওয়া সম্ভব নয় ৷ তবে পঞ্চায়েত নির্বাচন মিটলে পরে জুলাই মাসের শেষ দিকে ফের ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হবে ৷ তখন বিশ্বজিৎ জানা নতুন করে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন ৷

আরও পড়ুন: বিরোধী জোটের ইস্তেহার ছিঁড়লেন জিটিএ কর্তা, পালটা থাপ্পড় কষাতে পুরস্কার বিজেপি নেতার

এই ঘটনায় হতাশ প্রাথমিক শিক্ষক বিশ্বজিৎ জানা, যিনি নিজেই একজন ভোটকর্মী ৷ অন্য একটি জায়গায় ভোটের কাজ সামলাতে যাবেন ৷ এদিকে নিজের ভোটটাই দিতে পারলেন না ৷ শুধু তাই নয়, কার জন্য ভোটার তালিকা থেকে এভাবে তাঁর নাম বাদ পড়ল সে বিষয়ে কোনও সদুত্তর পেলেন না ৷ তেমন কোনও ব্যক্তিও পেলেন না, যাঁর কাছে এ নিয়ে প্রশ্ন করা যায় ৷ তাই শেষে বিশ্বজিৎ তাঁর ফেসবুক পেজে এই ঘটনাটি জানিয়ে পোস্ট করেন, 'জীবিত মানুষ কীভাবে ভোটার তালিকায় মৃত হয়ে যান ?' উত্তর দেবেন রাজনৈতিক দলের নেতারা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.