ETV Bharat / state

housewife's hanging body rescue: পণের জন্য চাপ, উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ - housewife's hanging body rescue

বিয়ের সাতমাসের মধ্যেই গৃহবধূর রহস্যজনক মৃত্যু । ঝুলন্ত অবস্থায় উদ্ধার মৃতদেহ (housewife's hanging body rescue) । পণ না পেয়ে খুন । অভিযোগের তির শ্বশুরবাড়ির দিকে ।

Madhuri Dixit expresses grief on Lata Mangeshkar's demise
পণের জন্য চাপ, উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ
author img

By

Published : Feb 7, 2022, 9:50 AM IST

নারায়ণগড়, 7 ফেব্রুয়ারি: গৃহবধূর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য (housewife's hanging body rescue) । শনিবার নারায়ণগড়ের বাসুটিয়া এলাকার ঘটনা । পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল গৃহ বধূকে । পণের দাবি না-মেটায় হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির দিকে (pressure for dowry) । ঘটনার পরে পলাতক শ্বশুরবাড়ির লোকজন ।

জানা গিয়েছে, সাত মাস আগেই নারায়ণগড়ের বাসুটিয়া গ্রামের এক যুবকের সঙ্গে সাত মাস আগে বিয়ে হয়েছিল জবা দাসের (19) । অভিযোগ, বিয়ের পর থেকে ওই গৃহবধূকে পণের জন্য চাপ দিত ও মারধোর করত শ্বশুরবাড়ির লোকজন । অশান্তি এড়াতে ওই গৃহবধূ বাপের বাড়িতে থাকতেন । মৃত্যুর একদিন আগেই ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে আসেন । তারপরেই শনিবার গৃহবধূর বাপের বাড়িতে মৃত্যুর খবর যায় । শ্বশুরবাড়ি থেকে জানানো হয় জবা দাস আত্মহত্যা করেছন । বেলদা থানার পুলিশ এসে ঝুলন্ত দেহটি উদ্ধার করে । ঘটনার পর থেকেই পলাতক শ্বশুরবাড়ির লোকজন ।

আরও পড়ুন: Kulpi Mobile Phone Blast Case : মোবাইল ফোন বিস্ফোরণের জেরে মৃত্যু গৃহবধূর

তবে গৃহবধূর আত্মঘাতীর হওয়ার কথা মানতে চাননি বাপের বাড়ির পরিজনরা । ইতিমধ্যেই শ্বশুর, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার । মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে বেলদা থানার পুলিশ । সেই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

নারায়ণগড়, 7 ফেব্রুয়ারি: গৃহবধূর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য (housewife's hanging body rescue) । শনিবার নারায়ণগড়ের বাসুটিয়া এলাকার ঘটনা । পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল গৃহ বধূকে । পণের দাবি না-মেটায় হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির দিকে (pressure for dowry) । ঘটনার পরে পলাতক শ্বশুরবাড়ির লোকজন ।

জানা গিয়েছে, সাত মাস আগেই নারায়ণগড়ের বাসুটিয়া গ্রামের এক যুবকের সঙ্গে সাত মাস আগে বিয়ে হয়েছিল জবা দাসের (19) । অভিযোগ, বিয়ের পর থেকে ওই গৃহবধূকে পণের জন্য চাপ দিত ও মারধোর করত শ্বশুরবাড়ির লোকজন । অশান্তি এড়াতে ওই গৃহবধূ বাপের বাড়িতে থাকতেন । মৃত্যুর একদিন আগেই ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে আসেন । তারপরেই শনিবার গৃহবধূর বাপের বাড়িতে মৃত্যুর খবর যায় । শ্বশুরবাড়ি থেকে জানানো হয় জবা দাস আত্মহত্যা করেছন । বেলদা থানার পুলিশ এসে ঝুলন্ত দেহটি উদ্ধার করে । ঘটনার পর থেকেই পলাতক শ্বশুরবাড়ির লোকজন ।

আরও পড়ুন: Kulpi Mobile Phone Blast Case : মোবাইল ফোন বিস্ফোরণের জেরে মৃত্যু গৃহবধূর

তবে গৃহবধূর আত্মঘাতীর হওয়ার কথা মানতে চাননি বাপের বাড়ির পরিজনরা । ইতিমধ্যেই শ্বশুর, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার । মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে বেলদা থানার পুলিশ । সেই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.