খড়গপুর, 18 ডিসেম্বর: প্রযুক্তি ক্ষেত্রে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সমাজে এগিয়ে আসুক মহিলারাও ৷ খড়গপুর আইআইটির সমাবর্তনে এসে এই বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তাঁর মতে, প্রযুক্তিতে মহিলারা এগিয়ে এলেই দেশের বিকাশ সাধনে সুবিধা হবে ।
দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খড়্গপুর আইআইটির 69তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তিনি ছাড়াও এই অনুষ্ঠানে রাজ্যের তরফ থেকে মন্ত্রী মানসরঞ্জন ভুইয়াঁ উপস্থিত ছিলেন । এছাড়াও ছিলেন আইআইটি-র অধিকর্তা ভিকে তিওয়ারি ।
এ দিন দুপুর দুটো নাগাদ শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান । আইআইটি-র অধিকর্তা ভিকে তিওয়ারির বক্তব্য পেশের পর বিভিন্ন ক্ষেত্রে পড়ুয়াদের সোনার পদক প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তিনি শুরুতেই এ দিন বলেন, "পদক প্রাপকদের মধ্যে 21 শতাংশই মহিলা, এটা দেখে খুব ভালো লাগল । দেশ খুব দ্রুত বদলাচ্ছে এবং সেই সঙ্গে উন্নতির শিখরে পৌঁছতে হলে মহিলাদের প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে আনতে হবে ।"
এ দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খড়গপুর আইআইটি-র ভূয়সী প্রশংসা করেন । তিনি বলেন, হিজলি ডিটেনশন ক্যাম্প থেকেই পথ চলা শুরু হয়েছিল এই খড়গপুর আইআইটি-র । আজ দেশের মানচিত্রে এক অন্যতম জায়গা দখল করে নিয়েছে এটি ।
ডিজিটাল লেনদেনের উপর গুরুত্ব আরোপ করেন এ দিন রাষ্ট্রপতি বলেন, "অতি দ্রুততার সঙ্গে ডিজিটাল মাধ্যমে প্রবেশ করেছে ভারত । এখন ছোট ছোট দোকানে, গ্রামগঞ্জেও ডিজিটাল লেনদেন হচ্ছে, যা দেখে ভালো লাগছে । দেশের উন্নতির ক্ষেত্রে আইআইটি পড়ুয়া, অধ্যাপক এবং গবেষকদের সহযোগিতা একান্তই দরকার ।"
তিনি ভারতের উন্নতির কথা বলতে গিয়ে এও বলেন যে, আগামী 2047 সালে স্বাধীনতার 100 বছর পূর্তিতে দেশ এক বিকশিত দেশ হিসাবে উন্নতির চরম শিখরে পৌঁছবে, তারই প্রস্তুতি সম্পূর্ণভাবে নেওয়া হচ্ছে ।
উল্লেখ্য, এ বারের সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ থেকে মহামহোপাধ্যায় হিসেবে পদক পান ভদ্রেশ্বর স্বামী, সুন্দর পিচাই, রবীন্দ্রনাথ খান্না এবং অজিত জৈন । এরই সঙ্গে লাইফ টাইম অচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 দেওয়া হয় অধ্যাপক রামচন্দ্র প্রভাকর গোকার্নকে । লাইফ ফেলো অ্যাওয়ার্ড দেওয়া হয় ইনস্টিটিউটের ডক্টর বিজয় কুমার সারস্বত, অধ্যাপক রবি কুমার ভাস্করণ, অধ্যাপক প্রেম ভরত, ডক্টর সমীর ভি কামাত, শ্রী ক্রিস গোপালকৃষ্ণণ, ডক্টর ভি নারায়ণ প্রমুখকে । এ বারে ইনস্টিটিউটের তরফ থেকে মোট 9জন পড়ুয়া সোনার পদক এবং 26 জন রুপোর পদক পেয়েছেন ৷ এছাড়াও বিভিন্ন গুণী ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে । যদিও এ দিনের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত ছিলেন না ।
আরও পড়ুন: