ETV Bharat / state

আইআইটি খড়গপুরের সমাবর্তনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নিরাপত্তা ব্যবস্থায় চরম কড়াকড়ি - রাজ্যপাল সিভি আনন্দ বোস

IIT Kharagpur Convocation: খড়গপুর আইআইটি'র এবারের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে চূড়ান্ত ব্যস্ততা খড়গপুর আইআইটি'তে। সোমবার সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংসদে হামলার ঘটনায় ইতিমধ্যে দেশজুড়ে উত্তাল ৷ তাই সমস্ত দিক থেকে নিরাপত্তার ব্যবস্থার জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 9:51 PM IST

খড়গপুর, 17 ডিসেম্বর: খড়গপুর আইআইটির 69তম সমাবর্তন অনুষ্ঠানে আগামিকাল অর্থাৎ সোমবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সঙ্গেই থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও ৷ এবারে প্রতিষ্ঠানের 9 জন গোল্ড মেডেল এবং 26 জন সিলভার মেডেল পাবেন বলে জানা গিয়েছে। একইসঙ্গে একাধিক গবেষক, পড়ুয়ার হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

স্বভাবতই এবারের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে চূড়ান্ত ব্যস্ততা খড়গপুর আইআইটি'তে। সেখানে রাজ্যপালের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেবেন রাষ্ট্রপতি। আইআইটি সূত্রে জানা গিয়েছে, এবারের সমাবর্তন অনুষ্ঠানে 'মহামহোপাধ্যায়' উপাধি দেওয়া হবে ভদ্রেশ্বর স্বামী, সুন্দর পিচাই, রবীন্দ্রনাথ খান্না এবং অজিত জৈনকে। পাশাপাশি 'জীবনকৃতি সম্মান 2023' পেতে চলেছেন অধ্যাপক রামচন্দ্র প্রভাকর গোকার্ন। 'এইট লাইফ ফেলো অ্যাওয়ার্ড' পাচ্ছেন ইনস্টিটিউটের বিজয় কুমার সারস্বত, প্রফেসর রবি কুমার ভাস্করণ, প্রফেসর প্রেম ভরত, সমীর ভি কামাত, শ্রী ক্রিস গোপালকৃষ্ণন, ভি নারায়ণা প্রমুখ। এবারে ইনস্টিটিউটের ন'জন পড়ুয়া পাচ্ছেন স্বর্ণ পদক এবং 26 জন পাচ্ছেন রৌপ্য পদক। এছাড়াও বিভিন্ন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হবে সোমবারের সমাবর্তন অনুষ্ঠানে। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে বলে জানা গিয়েছে। সমস্ত দিক থেকে নিরাপত্তার ব্যবস্থার জোরদার করা হয়েছে ৷

প্রসঙ্গত, সংসদে হামলার ঘটনায় ইতিমধ্যে রাজ্য দেশজুড়ে উত্তাল ৷ সেই কাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের সহযোগী একাধিক ব্যক্তি ধরা পড়ছে বিভিন্ন জেলা ও শহর থেকে। সেকথা মাথায় রেখে এবার নিরাপত্তা নিয়ে আঁটোসাটো করা হয়েছে আইআইটি কর্তৃপক্ষের তরফে। রাষ্ট্রপতির নিরাপত্তা ইস্যুতে নির্দেশাবলী দেওয়া হয়েছে এবারে কোনও অডিয়ো-ভিজুয়াল সংবাদমাধ্যমকে রাষ্ট্রপতির সামনা সামনি যেতে দেওয়া হবে না। আর এই অনুষ্ঠানের লাইভ কভারেজ করতে পারবে একমাত্র দূরদর্শন। তবে এই অনুষ্ঠানে থাকতে পারবেন কেবলমাত্র প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। বাকিদের ক্ষেত্রে অনলাইনে লিংক দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে আইআইটি কর্তৃপক্ষের তরফ থেকে।

আরও পড়ুন:

  1. 'সংসদে নিরাপত্তায় বড় গলদ ছিল, বাংলার সঙ্গে এর কোনও যোগ নেই !' দিল্লি যাওয়ার আগে দাবি মমতার
  2. বারাণসীতে অ্যাম্বুলেন্সের জন্য নিজের কনভয় থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি
  3. 'সংসদে স্মোক ক্যানিস্টার হামলায় কোনও তর্ক-বির্তক নয়,' মন্তব্য নরেন্দ্র মোদির

খড়গপুর, 17 ডিসেম্বর: খড়গপুর আইআইটির 69তম সমাবর্তন অনুষ্ঠানে আগামিকাল অর্থাৎ সোমবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সঙ্গেই থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও ৷ এবারে প্রতিষ্ঠানের 9 জন গোল্ড মেডেল এবং 26 জন সিলভার মেডেল পাবেন বলে জানা গিয়েছে। একইসঙ্গে একাধিক গবেষক, পড়ুয়ার হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

স্বভাবতই এবারের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে চূড়ান্ত ব্যস্ততা খড়গপুর আইআইটি'তে। সেখানে রাজ্যপালের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেবেন রাষ্ট্রপতি। আইআইটি সূত্রে জানা গিয়েছে, এবারের সমাবর্তন অনুষ্ঠানে 'মহামহোপাধ্যায়' উপাধি দেওয়া হবে ভদ্রেশ্বর স্বামী, সুন্দর পিচাই, রবীন্দ্রনাথ খান্না এবং অজিত জৈনকে। পাশাপাশি 'জীবনকৃতি সম্মান 2023' পেতে চলেছেন অধ্যাপক রামচন্দ্র প্রভাকর গোকার্ন। 'এইট লাইফ ফেলো অ্যাওয়ার্ড' পাচ্ছেন ইনস্টিটিউটের বিজয় কুমার সারস্বত, প্রফেসর রবি কুমার ভাস্করণ, প্রফেসর প্রেম ভরত, সমীর ভি কামাত, শ্রী ক্রিস গোপালকৃষ্ণন, ভি নারায়ণা প্রমুখ। এবারে ইনস্টিটিউটের ন'জন পড়ুয়া পাচ্ছেন স্বর্ণ পদক এবং 26 জন পাচ্ছেন রৌপ্য পদক। এছাড়াও বিভিন্ন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হবে সোমবারের সমাবর্তন অনুষ্ঠানে। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে বলে জানা গিয়েছে। সমস্ত দিক থেকে নিরাপত্তার ব্যবস্থার জোরদার করা হয়েছে ৷

প্রসঙ্গত, সংসদে হামলার ঘটনায় ইতিমধ্যে রাজ্য দেশজুড়ে উত্তাল ৷ সেই কাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের সহযোগী একাধিক ব্যক্তি ধরা পড়ছে বিভিন্ন জেলা ও শহর থেকে। সেকথা মাথায় রেখে এবার নিরাপত্তা নিয়ে আঁটোসাটো করা হয়েছে আইআইটি কর্তৃপক্ষের তরফে। রাষ্ট্রপতির নিরাপত্তা ইস্যুতে নির্দেশাবলী দেওয়া হয়েছে এবারে কোনও অডিয়ো-ভিজুয়াল সংবাদমাধ্যমকে রাষ্ট্রপতির সামনা সামনি যেতে দেওয়া হবে না। আর এই অনুষ্ঠানের লাইভ কভারেজ করতে পারবে একমাত্র দূরদর্শন। তবে এই অনুষ্ঠানে থাকতে পারবেন কেবলমাত্র প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। বাকিদের ক্ষেত্রে অনলাইনে লিংক দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে আইআইটি কর্তৃপক্ষের তরফ থেকে।

আরও পড়ুন:

  1. 'সংসদে নিরাপত্তায় বড় গলদ ছিল, বাংলার সঙ্গে এর কোনও যোগ নেই !' দিল্লি যাওয়ার আগে দাবি মমতার
  2. বারাণসীতে অ্যাম্বুলেন্সের জন্য নিজের কনভয় থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি
  3. 'সংসদে স্মোক ক্যানিস্টার হামলায় কোনও তর্ক-বির্তক নয়,' মন্তব্য নরেন্দ্র মোদির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.