ETV Bharat / state

অ্যাম্বুলেন্সচালকদের জন্য কী ব্যবস্থা নিচ্ছে পশ্চিম মেদিনীপুর ? - পশ্চিম মেদিনীপুর

অ্যাম্বুলেন্সের চালকরা যাতে নিরাপদে থাকে, সে-জন্য প্রতিদিনই চলছে সংক্রমণমুক্ত করার কাজ । চালকদের দেওয়া হয়েছে PPE কিট । মেদিনীপুরে এখন মোট সাতটি অ্যাম্বুলেন্স রয়েছে কোরোনা মোকাবিলার জন্য ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 8, 2020, 4:05 PM IST

Updated : Apr 8, 2020, 4:35 PM IST

মেদিনীপুর, 8 এপ্রিল : কোরোনা মোকাবিলায় লড়ছে গোটা দেশ । লড়ছে জেলার স্বাস্থ্য দপ্তরও । কোরোনার বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাচ্ছে ওরাও । দিন নেই, রাত নেই, ডাক আসতেই ছুটতে হচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে । পশ্চিম মেদিনীপুর জেলায় অ্যাম্বুলেন্স পরিষেবায় কোনও ঘাটতি রাখতে চাইছেন না জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা । সংক্রমিত বা সংক্রমিত সন্দেহে কোনও ব্যক্তিকে স্থানান্তরিত করার জন্য এখনও পর্যন্ত সাতটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে জেলার তরফে ।

অ্যাম্বুলেন্সের চালকরা যাতে নিরাপদে থাকে, সে-জন্য প্রতিদিনই চলছে সংক্রমণমুক্ত করার কাজ । চালকদের দেওয়া হয়েছে PPE কিট । মেদিনীপুরে এখন মোট সাতটি অ্যাম্বুলেন্স রয়েছে কোরোনা মোকাবিলার জন্য ।

বর্তমানে কোরোনা সংক্রমিত বা সংক্রমিত সন্দেহে কোনও ব্যক্তিকে বাড়ি থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে প্রয়োজনে কলকাতা বেলেঘাটা ID-তেও স্থানান্তরিত করা হচ্ছে । এই পরিস্থিতিতে চালকদের নিরাপদ রাখতে তাদেরকে দেওয়া হয়েছে PPE কিট । পাশাপাশি গাড়িতে বার বার জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে সংক্রমণ রুখতে ।

কী বলছেন অ্যাম্বুলেন্সচালকরা ?

কোরোনা মোকাবিলায় প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন । তবে চিন্তা কমছে না অ্যাম্বুলেন্স চালকদের । জেলার এক অ্যাম্বুলেন্স চালক ভোলা চানক জানিয়েছেন, কোরোনা সংক্রমিতদের জন্য অ্যাম্বুলেন্স চালানোর জন্য বাড়ির প্রিয়জনদের সঙ্গে দূরত্ব বেড়েছে । পাড়াতেও কেউ মেলামেশা করে না । তাই কখনও হাসপাতালের দেওয়া জায়গায় বা কখনও অ্যাম্বুলেন্সেই রাত কাটে ভোলার ।

বর্তমানে পশ্চিম মেদিনীপুরে মোট কোরোনা সংক্রমিত রয়েছে 3 জন, আইসোলেশনে আছে 13 জন, হোম কোয়ারান্টাইনে আছে 28908 জন মানুষ । জেলায় বর্তমানে মোট কোয়ারান্টাইন সেন্টার রয়েছে 78 টি । ভিনরাজ্য থেকে আসা এখনও পর্যন্ত 28158 জনকে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য দপ্তর ।

মেদিনীপুর, 8 এপ্রিল : কোরোনা মোকাবিলায় লড়ছে গোটা দেশ । লড়ছে জেলার স্বাস্থ্য দপ্তরও । কোরোনার বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাচ্ছে ওরাও । দিন নেই, রাত নেই, ডাক আসতেই ছুটতে হচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে । পশ্চিম মেদিনীপুর জেলায় অ্যাম্বুলেন্স পরিষেবায় কোনও ঘাটতি রাখতে চাইছেন না জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা । সংক্রমিত বা সংক্রমিত সন্দেহে কোনও ব্যক্তিকে স্থানান্তরিত করার জন্য এখনও পর্যন্ত সাতটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে জেলার তরফে ।

অ্যাম্বুলেন্সের চালকরা যাতে নিরাপদে থাকে, সে-জন্য প্রতিদিনই চলছে সংক্রমণমুক্ত করার কাজ । চালকদের দেওয়া হয়েছে PPE কিট । মেদিনীপুরে এখন মোট সাতটি অ্যাম্বুলেন্স রয়েছে কোরোনা মোকাবিলার জন্য ।

বর্তমানে কোরোনা সংক্রমিত বা সংক্রমিত সন্দেহে কোনও ব্যক্তিকে বাড়ি থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে প্রয়োজনে কলকাতা বেলেঘাটা ID-তেও স্থানান্তরিত করা হচ্ছে । এই পরিস্থিতিতে চালকদের নিরাপদ রাখতে তাদেরকে দেওয়া হয়েছে PPE কিট । পাশাপাশি গাড়িতে বার বার জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে সংক্রমণ রুখতে ।

কী বলছেন অ্যাম্বুলেন্সচালকরা ?

কোরোনা মোকাবিলায় প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন । তবে চিন্তা কমছে না অ্যাম্বুলেন্স চালকদের । জেলার এক অ্যাম্বুলেন্স চালক ভোলা চানক জানিয়েছেন, কোরোনা সংক্রমিতদের জন্য অ্যাম্বুলেন্স চালানোর জন্য বাড়ির প্রিয়জনদের সঙ্গে দূরত্ব বেড়েছে । পাড়াতেও কেউ মেলামেশা করে না । তাই কখনও হাসপাতালের দেওয়া জায়গায় বা কখনও অ্যাম্বুলেন্সেই রাত কাটে ভোলার ।

বর্তমানে পশ্চিম মেদিনীপুরে মোট কোরোনা সংক্রমিত রয়েছে 3 জন, আইসোলেশনে আছে 13 জন, হোম কোয়ারান্টাইনে আছে 28908 জন মানুষ । জেলায় বর্তমানে মোট কোয়ারান্টাইন সেন্টার রয়েছে 78 টি । ভিনরাজ্য থেকে আসা এখনও পর্যন্ত 28158 জনকে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য দপ্তর ।

Last Updated : Apr 8, 2020, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.