ETV Bharat / state

সাংগঠনিক হাল-হকিকত বুঝতে মমতার বৈঠকে হাজির প্রশান্ত

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করে গিয়েছিলেন বৃহস্পতিবারই । আর তার পর দিনই ভোট গুরু প্রশান্ত কিশোর সরাসরি হাজির হলেন তৃণমূলের সাংগঠনিক বৈঠকে । ভোট গুরুকে পাশে বসিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে 'ভোকাল টনিক' দিলেন মমতা । পরবর্তী রণকৌশল স্থির করতে প্রশান্ত কিশোরও নেত্রীর পাশে চুপ করে বসে থেকে উপলব্ধি করতে লাগলেন দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি এবং হাল হকিকত।

author img

By

Published : Jun 29, 2019, 2:50 AM IST

প্রশান্ত কিশোর

কলকাতা, 29 জুন : নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করে গিয়েছিলেন বৃহস্পতিবারই । আর তার পর দিনই ভোট গুরু প্রশান্ত কিশোর সরাসরি হাজির হলেন তৃণমূলের সাংগঠনিক বৈঠকে । ভোট গুরুকে পাশে বসিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে 'ভোকাল টনিক' দিলেন মমতা । পরবর্তী রণকৌশল স্থির করতে প্রশান্ত কিশোরও নেত্রীর পাশে চুপ করে বসে থেকে উপলব্ধি করতে লাগলেন দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি এবং হাল হকিকত।

ঘড়ির কাটায় তখন ঠিক ৩ টে । তৃণমূল ভবনে হাজির পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় শতাধিক সর্বস্তরের নেতা-নেত্রী । বিধানসভা থেকে সরাসরি তৃণমূল ভবনে এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । শুরু হল জঙ্গলমহলের এই জেলার সাংগঠনিক বৈঠক । বৈঠক শুরুর কিছুক্ষণ পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করে আসেন প্রশান্ত কিশোর । বৈঠকের পুরো সময়ই তৃণমূল নেত্রীর পাশে বসে উপলব্ধি করলেন দলের সাংগঠনিক পরিস্থিতির বিষয় । তৃণমূল নেত্রী পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের উপরে নরমে-গরমে ছিলেন । কিন্তু পাশে বসে থাকা প্রশান্ত কিশোর মুখ থেকে কোনও 'রা' কাটেননি । বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই ফিরলেন প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

গত ৬ জুন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন প্রশান্ত কিশোর । তৃণমূলের সঙ্গে তাঁর সংস্থার চুক্তি হয়েছিল ।

কলকাতা, 29 জুন : নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করে গিয়েছিলেন বৃহস্পতিবারই । আর তার পর দিনই ভোট গুরু প্রশান্ত কিশোর সরাসরি হাজির হলেন তৃণমূলের সাংগঠনিক বৈঠকে । ভোট গুরুকে পাশে বসিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে 'ভোকাল টনিক' দিলেন মমতা । পরবর্তী রণকৌশল স্থির করতে প্রশান্ত কিশোরও নেত্রীর পাশে চুপ করে বসে থেকে উপলব্ধি করতে লাগলেন দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি এবং হাল হকিকত।

ঘড়ির কাটায় তখন ঠিক ৩ টে । তৃণমূল ভবনে হাজির পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় শতাধিক সর্বস্তরের নেতা-নেত্রী । বিধানসভা থেকে সরাসরি তৃণমূল ভবনে এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । শুরু হল জঙ্গলমহলের এই জেলার সাংগঠনিক বৈঠক । বৈঠক শুরুর কিছুক্ষণ পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করে আসেন প্রশান্ত কিশোর । বৈঠকের পুরো সময়ই তৃণমূল নেত্রীর পাশে বসে উপলব্ধি করলেন দলের সাংগঠনিক পরিস্থিতির বিষয় । তৃণমূল নেত্রী পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের উপরে নরমে-গরমে ছিলেন । কিন্তু পাশে বসে থাকা প্রশান্ত কিশোর মুখ থেকে কোনও 'রা' কাটেননি । বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই ফিরলেন প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

গত ৬ জুন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন প্রশান্ত কিশোর । তৃণমূলের সঙ্গে তাঁর সংস্থার চুক্তি হয়েছিল ।

Intro: তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি ও হাল-হকিকত বুঝতে মমতার বৈঠকে হাজির ভোট গুরু

কলকাতা, ২৮ জুন : গতকাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করে গিয়েছিলেন ভোট গুরু প্রশান্ত কিশোর ।‌ আজ সরাসরি হাজির হলেন তৃণমূলের একদম সাংগঠনিক বৈঠকে। ভোট গুরুকে পাশে বসিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে ভোকাল টনিক দিলেন মমতা। পরবর্তী রণকৌশল স্থির করতে প্রশান্ত কিশোরও নেত্রীর পাশে চুপ করে বসে থেকে উপলব্ধি করতে লাগলেন দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি এবং হাল হকিকত।

Body:

ঘড়ির কাটায় তখন ঠিক ৩ টে। তৃণমূল ভবনে হাজির হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় শতাধিক সর্বস্তরের নেতা-নেত্রী। বিধানসভা থেকে সরাসরি তৃণমূল ভবনে এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুরু হল জঙ্গলমহলের এই জেলার সাংগঠনিক বৈঠক। বৈঠক শুরুর কিছুক্ষণ পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করে এলেন প্রশান্ত কিশোর। বৈঠকের সম্পূর্ণ সময়ই তৃণমূল নেত্রীর পাশে বসে উপলব্ধি করলেন দলের সাংগঠনিক পরিস্থিতির বিষয়। তৃণমূল নেত্রী পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের ওপরে নরমে-গরমে মনোভাবে ছিলেন। কিন্তু পাশে বসে থাকা প্রশান্ত কিশোর মুখ থেকে কোনও রা কাটেননি। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করে ফিরলেন প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গত ৬ জুন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন প্রশান্ত কিশোর। তৃণমূলের সঙ্গে তাঁর সংস্থার চুক্তি হয়েছিল । মূলত, প্রশান্ত কিশোরের হাত ধরেই তৃণমূল ২০২১ এর বিধানসভা ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা চালাচ্ছে । বর্তমানে কাটমানি ইশুতে তোলপাড় গোটা রাজ্য। শাসক দলের একদম নীচু তলার কর্মী থেকে ওপর তলার নেতা পর্যন্ত কাটমানি কান্ডে জেরবার। এই ইশুতে উত্তাল বিধানসভা অধিবেশনও। এমতাবস্থায় আজ সরাসরি দলের সাংগঠনিক বৈঠকে হাজির হয়েছিলেন প্রশান্ত কিশোর। কিভাবে তৃণমূলকে টেনে তুলবেন, তার রণকৌশল নিতেই কি আজ থেকে ব‍্যাট শুরু করলেন প্রশান্ত কিশোর ? উঠছে প্রশ্নও ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.