ETV Bharat / state

Oscar on Pencil Lead: পেন্সিলের শিসে 1.4 সেমি অস্কার স্মারক ! প্রসেনজিতের শিল্পে মুগ্ধ নেটিজেনরা - Oscar Replica on Pencil Lead

নাতু নাতু'র সাফল্যে উচ্ছ্বসিত জঙ্গলমহলের প্রসেনজিৎ কর । পেন্সিলের শিসেই অস্কার বানিয়ে উদযাপনে শিল্পী (Prasenjit Kar make Oscar Replica on Pencil Lead) ।

Oscar on Pencil Lead
প্রসেনজিতের শিল্পে মুগ্ধ নেটিজেনরা
author img

By

Published : Mar 13, 2023, 9:37 PM IST

Updated : Mar 13, 2023, 11:09 PM IST

পেন্সিলের শিসে 1.4 সেমি অস্কার

কেশপুর, 13 মার্চ: ভারত এখন কাঁপছে নাতু নাতু'তে । তাতে গর্বিত কেশপুরের শিল্পী প্রসেনজিৎ কর । দক্ষিণী সিনেমার কৃতিত্বকে সম্মান জানাতে সূক্ষ্ম পেন্সিলের শিসে অস্কার তুলে ধরলেন জঙ্গলমহলের আনন্দপুর থানার বাসিন্দা প্রসেনজিৎ । যেই অস্কারের দৈর্ঘ্য মাত্র 1.4 সেন্টিমিটার (Prasenjit Kar make Oscar Replica on Pencil Lead) ।

14 বছর পর অসাধ্যাসাধন করেছে দক্ষিণী সিনেমা । 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতিয়েছে 'নাতু নাতু' । বিশ্বের সবচেয়ে সমাদৃত সম্মানের মঞ্চে শ্রেষ্ঠ মৌলিক গানের শিরোপা উঠল তেলগু গানের মাথায় । শর্ট সাবজেক্ট বিভাগে অস্কার জিতেছে 'দ্য এলিফ্য়ান্ট হুইসপারার্স' । দীর্ঘ অপেক্ষার পর সেরার সম্মান মাথায় উঠেছে ভারতের ।

তাতেই উচ্ছ্বসিত সারা দেশ । বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি, ভারতীয় সিনেমার সাফল্যে খুশি দেশের তাবড় তারকারা । বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়েছে ভারতীয় গান । দেশের সাফল্য়ে গর্বিত শিল্পী প্রসেনজিৎ করও । রাতারাতি তার মোবাইলের রিংটোন বদলে গিয়েছে নাতু নাতু'তে । উচ্ছ্বাস প্রকাশ করতে পেন্সিলের শিসে গড়ে তুলেছেন সেই অস্কারকে । খুশির খবর শোনার পর দীর্ঘ দু'ঘণ্টা লেগেছে এই অস্কার তৈরি করতে । সেই ছবিই তিনি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় । তারপরেই নেটিজেনদের অভিনন্দনে ভেসেছেন তিনি ।

Oscar on Pencil Lead
প্রসেনজিতের শিল্পে মুগ্ধ নেটিজেনরা

দীর্ঘ পাঁচ বছর ধরেই এই কাজ করে চলেছেন প্রসেনজিৎ । কেশপুরের আনন্দপুর থানা অঞ্চলে বাবার একটি সাইকেল ও মোটরসাইকেল সারাইয়ের দোকান । যেখানে বসেই এই শিল্প গড়েন তিনি । এর আগেও কয়েক সেন্টিমিটার দৈর্ঘ্যের দুর্গা প্রতিমার ছবি তুলে ধরেছিল পেন্সিলের শিসে । কখনও কখনও পালকের মধ্যেও তিনি কারুকার্য তুলে ধরেন । তাঁর এই কারুকার্যে কখনও ফুটে উঠেছে জাতীয় পতাকা, মাদার টেরেজা, বিরাট কোহলির অবয়ব ।

আরও পড়ুন: তৈরি বিশ্বে সবচেয়ে ছোট প্রতীকী ফিফা ট্রফি, শিল্পী ইকবালের চিঠি মোদিকে

প্রসেনজিৎ বলেন, "ভারতবাসী হিসেবে গর্বিত । এই গর্বের বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই পেনসিলের শিসে অস্কারের স্মারক এঁকেছি । আর সূক্ষ্ম ক্ষুদ্র চিত্র তুলে ধরাই আমার কাজ । তাই পেন্সিলের শিসে বানিয়ে ফেলেছি । এটা জঙ্গলমহল থেকে ভারতবাসীর জন্যই উৎসর্গ করলাম ।"

পেন্সিলের শিসে 1.4 সেমি অস্কার

কেশপুর, 13 মার্চ: ভারত এখন কাঁপছে নাতু নাতু'তে । তাতে গর্বিত কেশপুরের শিল্পী প্রসেনজিৎ কর । দক্ষিণী সিনেমার কৃতিত্বকে সম্মান জানাতে সূক্ষ্ম পেন্সিলের শিসে অস্কার তুলে ধরলেন জঙ্গলমহলের আনন্দপুর থানার বাসিন্দা প্রসেনজিৎ । যেই অস্কারের দৈর্ঘ্য মাত্র 1.4 সেন্টিমিটার (Prasenjit Kar make Oscar Replica on Pencil Lead) ।

14 বছর পর অসাধ্যাসাধন করেছে দক্ষিণী সিনেমা । 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতিয়েছে 'নাতু নাতু' । বিশ্বের সবচেয়ে সমাদৃত সম্মানের মঞ্চে শ্রেষ্ঠ মৌলিক গানের শিরোপা উঠল তেলগু গানের মাথায় । শর্ট সাবজেক্ট বিভাগে অস্কার জিতেছে 'দ্য এলিফ্য়ান্ট হুইসপারার্স' । দীর্ঘ অপেক্ষার পর সেরার সম্মান মাথায় উঠেছে ভারতের ।

তাতেই উচ্ছ্বসিত সারা দেশ । বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি, ভারতীয় সিনেমার সাফল্যে খুশি দেশের তাবড় তারকারা । বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়েছে ভারতীয় গান । দেশের সাফল্য়ে গর্বিত শিল্পী প্রসেনজিৎ করও । রাতারাতি তার মোবাইলের রিংটোন বদলে গিয়েছে নাতু নাতু'তে । উচ্ছ্বাস প্রকাশ করতে পেন্সিলের শিসে গড়ে তুলেছেন সেই অস্কারকে । খুশির খবর শোনার পর দীর্ঘ দু'ঘণ্টা লেগেছে এই অস্কার তৈরি করতে । সেই ছবিই তিনি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় । তারপরেই নেটিজেনদের অভিনন্দনে ভেসেছেন তিনি ।

Oscar on Pencil Lead
প্রসেনজিতের শিল্পে মুগ্ধ নেটিজেনরা

দীর্ঘ পাঁচ বছর ধরেই এই কাজ করে চলেছেন প্রসেনজিৎ । কেশপুরের আনন্দপুর থানা অঞ্চলে বাবার একটি সাইকেল ও মোটরসাইকেল সারাইয়ের দোকান । যেখানে বসেই এই শিল্প গড়েন তিনি । এর আগেও কয়েক সেন্টিমিটার দৈর্ঘ্যের দুর্গা প্রতিমার ছবি তুলে ধরেছিল পেন্সিলের শিসে । কখনও কখনও পালকের মধ্যেও তিনি কারুকার্য তুলে ধরেন । তাঁর এই কারুকার্যে কখনও ফুটে উঠেছে জাতীয় পতাকা, মাদার টেরেজা, বিরাট কোহলির অবয়ব ।

আরও পড়ুন: তৈরি বিশ্বে সবচেয়ে ছোট প্রতীকী ফিফা ট্রফি, শিল্পী ইকবালের চিঠি মোদিকে

প্রসেনজিৎ বলেন, "ভারতবাসী হিসেবে গর্বিত । এই গর্বের বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই পেনসিলের শিসে অস্কারের স্মারক এঁকেছি । আর সূক্ষ্ম ক্ষুদ্র চিত্র তুলে ধরাই আমার কাজ । তাই পেন্সিলের শিসে বানিয়ে ফেলেছি । এটা জঙ্গলমহল থেকে ভারতবাসীর জন্যই উৎসর্গ করলাম ।"

Last Updated : Mar 13, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.