ETV Bharat / state

পটুয়াপাড়ায় করোনা জয়ের গান - পট চিত্রে করোনা

গানের লাইনে লাইনে উল্লেখ রয়েছে, সংক্রমণ থেকে কীভাবে মানুষ বাঁচবেন এবং কীভাবে সংক্রমণ এড়িয়ে তাঁরা করোনাকে জয় করবে । প্রতিদিন দলবেঁধে ঘরে বসে ক্যামেরায় রেকর্ড করে এই গান সোশ্যাল মিডিয়ে ছড়িয়ে দিচ্ছেন তাঁরা

পটপাড়ায় করোনা জয়ের গান
পটপাড়ায় করোনা জয়ের গান
author img

By

Published : May 10, 2021, 7:12 PM IST

পিংলা 10 মে : ঊর্ধ্বমুখী কোরোনা । স্বাস্থ্য কর্মী পুলিশের পাশাপাশি এবার সমাজ সচেতনতায় পিংলার পটুয়ারা । করোনা সংক্রমণের সচেতনায় , গান-কবিতা-ছড়া এবং পটচিত্রকেই মাধ্য়ম হিসাবে বেছে নিয়েছেন তারা ৷

প্রতিদিন করোনায় সংক্রমিত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ । আক্রান্ত হচ্ছেন জঙ্গল মহলের হাজার হাজার মানুষ । এই অবস্থায় ডাক্তার স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এগিয়ে এসেছে পুলিশ প্রশাসন । করোনা সংক্রমণে সচেতনা রুখতে এবার এগিয়ে এসেছেন পিংলার পট শিল্পীরা । দীর্ঘ 14 মাস তারা ঘরে বন্দি । কখনও লকডাউনে, কখনও আংশিক লকডাউন । খোলাবাজারেও কাজ পাচ্ছেন না তাঁরা । এই অবস্থায় করোনা নিয়ে গান কবিতা ও ছড়ার মাধ্যমে মানুষের সচেতনতা করার কাজ শুরু করেছেন তারা । গানের মাধ্যমে যেমন সচেতন করা হচ্ছে, তেমনই দেওয়া হচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদনও ৷

করোনা সচেতনতায় পটশিল্পীদের গান

গানের লাইনে লাইনে উল্লেখ রয়েছে, সংক্রমণ থেকে কীভাবে মানুষ বাঁচবেন এবং কীভাবে সংক্রমণ এড়িয়ে তাঁরা করোনাকে জয় করবে । প্রতিদিন দলবেঁধে ঘরে বসে ক্যামেরায় রেকর্ড করে এই গান সোশ্যাল মিডিয়ে ছড়িয়ে দিচ্ছেন তাঁরা ।

আরও পড়ুন : হাড়ে ক্যানসার, ছেলেকে বাঁচানোর কাতর আবেদন পরিবারের
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল পিংলা এলাকার পট শিল্পীরা, পূর্বপুরুষক্রমে পটের মাধ্যমে বিভিন্নভাবে চিত্র অঙ্কন করে থাকে । সেই পটচিত্র শোভা পায় বিদেশের বিভিন্ন জায়গাতেও । এই চিত্রের জন্য বিখ্যাত প্রায় 100 থেকে 120 পরিবার । এবার শিল্পীরা পটচিত্র আঁকলেন করোনা সংক্রমণের সচেতনতা রুখতে । তাই গান, ছড়া ও কবিতার মাধ্যমে সুর বেঁধেছে করোনা সংক্রমণ দূর করার উদ্দেশ্যে ।

পিংলা 10 মে : ঊর্ধ্বমুখী কোরোনা । স্বাস্থ্য কর্মী পুলিশের পাশাপাশি এবার সমাজ সচেতনতায় পিংলার পটুয়ারা । করোনা সংক্রমণের সচেতনায় , গান-কবিতা-ছড়া এবং পটচিত্রকেই মাধ্য়ম হিসাবে বেছে নিয়েছেন তারা ৷

প্রতিদিন করোনায় সংক্রমিত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ । আক্রান্ত হচ্ছেন জঙ্গল মহলের হাজার হাজার মানুষ । এই অবস্থায় ডাক্তার স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এগিয়ে এসেছে পুলিশ প্রশাসন । করোনা সংক্রমণে সচেতনা রুখতে এবার এগিয়ে এসেছেন পিংলার পট শিল্পীরা । দীর্ঘ 14 মাস তারা ঘরে বন্দি । কখনও লকডাউনে, কখনও আংশিক লকডাউন । খোলাবাজারেও কাজ পাচ্ছেন না তাঁরা । এই অবস্থায় করোনা নিয়ে গান কবিতা ও ছড়ার মাধ্যমে মানুষের সচেতনতা করার কাজ শুরু করেছেন তারা । গানের মাধ্যমে যেমন সচেতন করা হচ্ছে, তেমনই দেওয়া হচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদনও ৷

করোনা সচেতনতায় পটশিল্পীদের গান

গানের লাইনে লাইনে উল্লেখ রয়েছে, সংক্রমণ থেকে কীভাবে মানুষ বাঁচবেন এবং কীভাবে সংক্রমণ এড়িয়ে তাঁরা করোনাকে জয় করবে । প্রতিদিন দলবেঁধে ঘরে বসে ক্যামেরায় রেকর্ড করে এই গান সোশ্যাল মিডিয়ে ছড়িয়ে দিচ্ছেন তাঁরা ।

আরও পড়ুন : হাড়ে ক্যানসার, ছেলেকে বাঁচানোর কাতর আবেদন পরিবারের
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল পিংলা এলাকার পট শিল্পীরা, পূর্বপুরুষক্রমে পটের মাধ্যমে বিভিন্নভাবে চিত্র অঙ্কন করে থাকে । সেই পটচিত্র শোভা পায় বিদেশের বিভিন্ন জায়গাতেও । এই চিত্রের জন্য বিখ্যাত প্রায় 100 থেকে 120 পরিবার । এবার শিল্পীরা পটচিত্র আঁকলেন করোনা সংক্রমণের সচেতনতা রুখতে । তাই গান, ছড়া ও কবিতার মাধ্যমে সুর বেঁধেছে করোনা সংক্রমণ দূর করার উদ্দেশ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.