চন্দ্রকোনা, 30 ডিসেম্বর : একাধিকবার বৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনায় (Bad Weather Condition) সমস্যায় পড়েছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-ঘাটালের বিস্তীর্ণ এলাকার চাষিরা (potato farmers facing problem) ৷ এর আগে একবার ক্ষতি হয়েছে তাঁদের ৷ চলতি বৃষ্টির পরিস্থিতিতেও আবার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা ৷
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুরের কৃষকরা আলু চাষের উপর নির্ভরশীল । এক কথায় এই আলুচাষকে অর্থকারী ফসল হিসেবে বেছে নিয়েছেন তাঁরা ৷ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ চরম বাধা সৃষ্টি করেছে এই চাষে । কৃষকরা জানাচ্ছেন, অন্যান্য বছর এই সময় বাজারে চলে আসে পোখরাজ জাতীয় নতুন আলু ৷ কিন্তু এখনও সেই আলু তাঁরা এবার ফলাতে পারেননি । তার কারণ কয়েকদিন আগেই প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রচুর বৃষ্টি আর তাতেই নষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত আলু ।
আরও পড়ুন : Deaf and Dumb brother sister : মালিয়াড়ায় মূক ও বধির ভাইবোনের দিন কাটে ভিক্ষায়, জোটেনি সরকারি সাহায্য
কিন্তু ঘুরে দাঁড়াতে ঋণ নিয়ে ফের আলু চাষ করেছেন সেখানকার কৃষকরা ৷ কিন্তু ফের বৃষ্টি শুরু হয়েছে ৷ সেই কারণে আবার ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা ৷ তাই চাষিরা চাইছেন, সরকার তাঁদের পাশে দাঁড়াক ৷ তা না হলে আগামী দিনগুলিতে কী হবে, তাঁরা জানেন না । এর ফলে বাজারেও পড়বে প্রভাব ।