ঘাটাল, 26 এপ্রিল : সরকারি উকিলের নাম ও ছবি ব্যবহার করে পোষ্টার ৷ আসামির জামিনের জন্য যোগাযোগ করুন ৷ ঘাটাল মহকুমা আদালতে চোখে পড়ল এমনই পোস্টার ৷ এই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে (Posters provided of public prosecutor) ৷
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা আদালতের সরকারি আইনজীবী নৈমুদ্দিন আহম্মেদের নামে পোষ্টার দেওয়া হয়েছে আদালতের গেটের বাইরে। পোষ্টারে রয়েছে স্বয়ং সরকারি আইনজীবীর ছবি এবং তার নিচে লাল কালিতে লেখা 'আসামির জামিন করাতে চান কি ? তাহলে যোগাযোগ করুন সরকারি উকিল নৈমুদ্দিন আহম্মেদের সঙ্গে।'
আদালতের গেটের সামনের দেওয়ালের একাধিক জায়গায় সরকারি উকিলের নাম নিয়ে এমন পোষ্টারে গুঞ্জন শুরু হয়েছে আদালত চত্বরে। যাকে নিয়ে এই পোষ্টার সেই ঘাটাল মহকুমা আদালতের সরকারি আইনজীবী নৈমুদ্দিন আহম্মেদ অবশ্য এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ এবং এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন : মালদার বোমা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবিতে মামলা হাইকোর্টে
অন্যদিকে ঘাটাল মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রামকুমার দে অবশ্য ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, "আমিও কোর্টে আসার পর বিষয়টি শুনি এবং নিজেও কয়েকটি পোষ্টার দেখেছি। এর আগেও ওনার নামে পোষ্টার পড়েছিল আর আজকেও তাই হয়েছে। কিছু তো একটা ঘটনা রয়েছে। কেনই বা বারবার ওনাকে নিয়েই এমন পোষ্টার পড়ছে। আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা দেখুক ৷" সরকারি আইনজীবীর ছবি ও নাম দিয়ে আদালত চত্বর ও গেটের বাইরে এহেন পোষ্টারকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়।