মেদিনীপুর, 31 জানুয়ারি : দাদা, দিদির পর এবার আনিসুরের পোস্টার । "মীরজাফর সাবধান, দাদা আসছে"। এমনই পোস্টার পড়ল মেদিনীপুরে ।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, বিগত দিনে পূর্ব মেদিনীপুরে কুরবান শাহ হত্যার ঘটনায় অভিযুক্ত পাঁশকুড়ার তৃণমূল নেতা আনিসুর রহমান বিজেপিতে যোগদান করেন ৷ কিন্তু বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁকে বিভিন্ন মামলায় পুলিশ গ্রেপ্তার করে ৷ তবে সেই মামলায় ছাড়া পেয়ে যান তিনি । এরপর শুভেন্দু অধিকারীর সঙ্গে গন্ডগোল হয় তাঁর ৷ গ্রেপ্তার হন আনিসুর ৷ ঘটনার পর থেকেই জেলে ছিলেন । সম্প্রতি রাজনৈতিক মহলে জল্পনা, আবার তৃণমূলে যোগ দিচ্ছেন ৷
গতবছরের মার্চ-এপ্রিল থেকেই তৃণমূলের সঙ্গে সচেতন দূরত্ব বজায় রেখেছিলেন শুভেন্দু অধিকারী । অক্টোবরের শুরু থেকেই বেসুরো হয়েছেন ৷ এই জল্পনার মধ্যেই গতবছরের 13 অক্টোবর, জেলবন্দী বিজেপি নেতা আনিসুর রহমানের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়- "প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ।" পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর সঙ্গে মোটরবাইকে চড়া অবস্থার একটি ছবিও! জল্পনা শুরু হয় তখন থেকেই ।
এরপর, শুভেন্দু পাকাপাকি ভাবে বিজেপিতে যান । মেদিনীপুরে অমিত শাহর সভায় 19 ডিসেম্বর তিনি বিজেপিতে যোগ দেন । আর মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসে নন্দীগ্রামের সভা থেকে বলেন, "ওরা ছেলেটাকে (আনিসুর রহমানকে) জেলে ভরে রেখে দিয়েছে ৷" আর এর মধ্যেই, বিতর্কিত পোস্টার মেদিনীপুর সেন্ট্রাল জেলের অদূরে জেলা শহরজুড়ে ।