ETV Bharat / state

কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে দু’কিমি রাস্তা, একদিন যেতে না-যেতেই উঠে যাচ্ছে পিচের আস্তরণ

Poor Road Condition: রাস্তা তৈরির 24 ঘণ্টার মধ্যে উঠে যাচ্ছে পিচের আস্তরণ ৷ ঘাটাল ব্লকের হরিসিংপুর পার্ক থেকে প্রতাপপুর পর্যন্ত রাস্তার কাজে চরম গাফিলতির অভিযোগ তুলল স্থানীয় বাসিন্দারা ৷ ইতিমধ্যেই রাস্তাটি পরিদর্শন করেছেন মহকুমা শাসক ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 9:31 PM IST

কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তার বেহাল দশা

ঘাটাল, 27ডিসেম্বর: প্রায় কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে বীরসিংহ উন্নয়ন পর্ষদের দুই কিলোমিটার রাস্তা ৷ মঙ্গলবার শেষ হয়েছে রাস্তায় পিচের আস্তরণ দেওয়ার কাজ ৷ 24 ঘণ্টা কাটতে না কাটতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। গাফিলতির অভিযোগ ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ৷ ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের হরিসিংপুর পার্ক থেকে প্রতাপপুর পর্যন্ত রাস্তার এইরকমই পরিস্থিতি ৷

স্থানয়ী সূত্রে খবর, ঘাটাল ব্লকের হরিসিংপুর পার্ক থেকে প্রতাপপুর পর্যন্ত রাস্তাটি এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ বিরসিংহ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে প্রায় 95 লক্ষ ব্যয়ে 2 কিলোমিটার রাস্তাটি তৈরি হয়েছে ৷ আর সেই রাস্তা তৈরির কাজেই চরম গাফিলতির অভিযোগ তুললো এলাকার মানুষজন। এলাকাবাসীর অভিযোগ, 24 ঘণ্টা আগেই করা হয়েছে রাস্তার পিচের আস্তরণ দেওয়া হয়েছে ৷ সেই আস্তরণের মান এতটাই খারাপ যে কয়েকটি গাড়ি চলাচালের পর প্রলেপ উঠে যাচ্ছে । বৃর্ষাকালে কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা ৷

এলাকাবাসীর মতে, কয়েকদিন আগে এই রাস্তা পরিদর্শনে এসেছিলেন মহকুমা শাসক । তিনি নিজে রাস্তা পরিদর্শন করেন, তার পরেও ঠিকাদার সংস্থা নিজের ইচ্ছে মতো করে রাস্তার কাজ করেছে। রাস্তায় হঠাৎ করে এই ধরনের পিচ উঠে যাওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে ৷ যেকোনও সময়ে দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারী থেকে গাড়ি চালক ৷ স্থানীয় বাসিন্দা মনিমোহন সামন্ত, বিভাস পোড়ে বলেন, "কোটি টাকা ব্যয়ে মাত্র 24 ঘণ্টা আগে পিচের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে ৷ এর মধ্যেই এই অবস্থা ৷ তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি ।"

যদিও এপ্রসঙ্গেই ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর বলেন, "রাস্তা তৈরির 24 ঘণ্টার মধ্যে পিচ উঠে যাওয়ার অভিযোগ পেয়েছি ৷ মহকুমাশাসক নিজে গিয়ে বিষয়টি পরিদর্শন করেছেন এলাকাটি। যারা রাস্তাটি করছে ওই দফতরে আমরা বিষয়টি জানিয়েছি। তাই তারা কোনও ব্যবস্থা না নিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে ।"


আরও পড়ুন:

  1. রাস্তার দাবিতে পঞ্চায়েতে তালা গ্রামবাসীদের
  2. আউশগ্রামের আমানিডাঙা গ্রামে রাস্তার দাবিতে ভোট বয়কট
  3. রাস্তার দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও এলাকাবাসীর

কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তার বেহাল দশা

ঘাটাল, 27ডিসেম্বর: প্রায় কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে বীরসিংহ উন্নয়ন পর্ষদের দুই কিলোমিটার রাস্তা ৷ মঙ্গলবার শেষ হয়েছে রাস্তায় পিচের আস্তরণ দেওয়ার কাজ ৷ 24 ঘণ্টা কাটতে না কাটতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। গাফিলতির অভিযোগ ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ৷ ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের হরিসিংপুর পার্ক থেকে প্রতাপপুর পর্যন্ত রাস্তার এইরকমই পরিস্থিতি ৷

স্থানয়ী সূত্রে খবর, ঘাটাল ব্লকের হরিসিংপুর পার্ক থেকে প্রতাপপুর পর্যন্ত রাস্তাটি এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ বিরসিংহ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে প্রায় 95 লক্ষ ব্যয়ে 2 কিলোমিটার রাস্তাটি তৈরি হয়েছে ৷ আর সেই রাস্তা তৈরির কাজেই চরম গাফিলতির অভিযোগ তুললো এলাকার মানুষজন। এলাকাবাসীর অভিযোগ, 24 ঘণ্টা আগেই করা হয়েছে রাস্তার পিচের আস্তরণ দেওয়া হয়েছে ৷ সেই আস্তরণের মান এতটাই খারাপ যে কয়েকটি গাড়ি চলাচালের পর প্রলেপ উঠে যাচ্ছে । বৃর্ষাকালে কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা ৷

এলাকাবাসীর মতে, কয়েকদিন আগে এই রাস্তা পরিদর্শনে এসেছিলেন মহকুমা শাসক । তিনি নিজে রাস্তা পরিদর্শন করেন, তার পরেও ঠিকাদার সংস্থা নিজের ইচ্ছে মতো করে রাস্তার কাজ করেছে। রাস্তায় হঠাৎ করে এই ধরনের পিচ উঠে যাওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে ৷ যেকোনও সময়ে দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারী থেকে গাড়ি চালক ৷ স্থানীয় বাসিন্দা মনিমোহন সামন্ত, বিভাস পোড়ে বলেন, "কোটি টাকা ব্যয়ে মাত্র 24 ঘণ্টা আগে পিচের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে ৷ এর মধ্যেই এই অবস্থা ৷ তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি ।"

যদিও এপ্রসঙ্গেই ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর বলেন, "রাস্তা তৈরির 24 ঘণ্টার মধ্যে পিচ উঠে যাওয়ার অভিযোগ পেয়েছি ৷ মহকুমাশাসক নিজে গিয়ে বিষয়টি পরিদর্শন করেছেন এলাকাটি। যারা রাস্তাটি করছে ওই দফতরে আমরা বিষয়টি জানিয়েছি। তাই তারা কোনও ব্যবস্থা না নিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে ।"


আরও পড়ুন:

  1. রাস্তার দাবিতে পঞ্চায়েতে তালা গ্রামবাসীদের
  2. আউশগ্রামের আমানিডাঙা গ্রামে রাস্তার দাবিতে ভোট বয়কট
  3. রাস্তার দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও এলাকাবাসীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.