ETV Bharat / state

Pond Fill Controversy: পুকুর ভরাট করে প্রমোটারি, অভিযোগ পেয়ে কাজ বন্ধের নির্দেশ পৌরসভার - মেদিনীপুরের খবর

পুকুর বুজিয়ে বহুতল নির্মাণ ৷ নাম না করে নবান্নে চিঠি এলাকাবাসীর ৷ বিষয়টি জানার পরেই, কাজ বন্ধের নির্দেশ মেদিনীপুর পৌরসভার (Medinipur Municipality)৷ যদিও পুকুর মালিকের দাবি প্রমোটিং নয়, পুকুরের পাড় ঢালাইয়ের কাজ চলছিল ৷

Pond Fill Controversy
পুকুর ভরাট করে প্রমোটারি
author img

By

Published : Jan 2, 2023, 10:46 PM IST

পুকুর ভরাট করে প্রমোটারির অভিযোগ

মেদিনীপুর, 2 জানুয়ারি: আবার জলাশয় ভরাটের অভিযোগ এবং নবান্নে চিঠি এলাকাবাসীর । নবান্নের চিঠি পেয়ে তড়িঘড়ি কাজ বন্ধ করার নির্দেশ দিল মেদিনীপুর পৌরসভা (Pond Fill Controversy)। যদিও এই কাজ বন্ধের বিরোধিতা করেছে পুকুর মালিক। পুকুর মালিকের অভিযোগ, পৌরসভা না জেনে কাজ বন্ধ করেছে । দীর্ঘদিন কাজ বন্ধের ফলে প্রবল ক্ষতির মুখে পড়েছে পুকুর মালিক । সমস্ত বিষয়টি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানান পুকুর মালিক । শুধু কাজ বন্ধই নয় ৷ জলাশয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেদিনীপুর পৌরসভা (Medinipur Municipality) ৷

জানা গিয়েছে, মেদিনীপুর পৌরসভার 1 ও 4 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত বেনেপুকুর এলাকা । পুকুরের নাম করণেই এই এলাকার নামকরণ হয়েছে ৷ এই বেনে পুকুরের আয়তন পাড় ও পুকুর মিলিয়ে প্রায় 10 বিঘা । সমগ্র এলাকার মানুষ পুকুরের জলে ব্যবহার করেন । শুধু তারা প্রয়োজনীয় কাজে নয়, কখনও কখনও খাবার জল হিসেবে ব্যবহার করেন এই পুকুরের জল (pond fill controversy in Paschim Medinipur) । এলাকাবাসীদের অভিযোগ রাতের অন্ধকারে বেশ কিছু প্রোমোটার এবং অসাধু ব্যবসায়ী এই পুকুরপাড় ছোট করে ফেলছে । তারা পুকুর ঘিরে ফেলছে এবং প্লটের ব্যবসা এবং বহুতল নির্মাণের চেষ্টা করছে ।

এরপর এলাকার মানুষজন ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি জানান ৷ তিনি কোনও ব্যবস্থা না-নেওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চিঠি পাঠান নবান্নে । মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর জেলাশাসক এবং ফিসারি ডিপার্টমেন্টকে সমস্ত বিষয়টি জানানো। এরপরেই নড়েচড়ে বসে মেদিনীপুর পৌরসভা । তারা তৎক্ষণাৎ নির্দেশ দেয় এই পুকুরে কনস্ট্রাকশন বন্ধ করতে ।

আরও পড়ুন: যত্রতত্র থুতু ফেলার কারণে মেদিনীপুরে রোগ ছড়ানোর আশংকা, নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্যায়ন

পুকুর মালিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা পুকুর ভরাট আদৌ করিনি । এই পুকুর বহু দিনের ৷ এই পুকুরে এলাকার মানুষ স্নান করা, কাপড় কাচা-সহ বহু রকমের কাজকর্ম করেন । এই পুকুরের উপর দিয়ে পৌরসভা অবৈধভাবে রাস্তা করেছে এবং জলের ট্যাপ বসিয়েছে । তাছাড়া এই পুকুরে সম্প্রতি মদ জুয়ার ঠেকের আড্ডা বসেছিল ৷ আমরা সেই সব সরিয়ে পুকুর পাড় পরিষ্কার সঙ্গে নাব্যতা বাড়ানোর জন্য পাড় বাঁধাই করে দিচ্ছি । এখানকার মানুষ গরম কালে জলের কোনওরকম কষ্ট না হয় । কিন্তু মেদিনীপুর পৌরসভার কোনও কারণ ছাড়াই কাজ বন্ধ করে দিয়েছে যার ফলে আমরা আর্থিক ক্ষতির সন্মুখীন ৷"

পুকুর ভরাট করে প্রমোটারির অভিযোগ

মেদিনীপুর, 2 জানুয়ারি: আবার জলাশয় ভরাটের অভিযোগ এবং নবান্নে চিঠি এলাকাবাসীর । নবান্নের চিঠি পেয়ে তড়িঘড়ি কাজ বন্ধ করার নির্দেশ দিল মেদিনীপুর পৌরসভা (Pond Fill Controversy)। যদিও এই কাজ বন্ধের বিরোধিতা করেছে পুকুর মালিক। পুকুর মালিকের অভিযোগ, পৌরসভা না জেনে কাজ বন্ধ করেছে । দীর্ঘদিন কাজ বন্ধের ফলে প্রবল ক্ষতির মুখে পড়েছে পুকুর মালিক । সমস্ত বিষয়টি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানান পুকুর মালিক । শুধু কাজ বন্ধই নয় ৷ জলাশয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেদিনীপুর পৌরসভা (Medinipur Municipality) ৷

জানা গিয়েছে, মেদিনীপুর পৌরসভার 1 ও 4 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত বেনেপুকুর এলাকা । পুকুরের নাম করণেই এই এলাকার নামকরণ হয়েছে ৷ এই বেনে পুকুরের আয়তন পাড় ও পুকুর মিলিয়ে প্রায় 10 বিঘা । সমগ্র এলাকার মানুষ পুকুরের জলে ব্যবহার করেন । শুধু তারা প্রয়োজনীয় কাজে নয়, কখনও কখনও খাবার জল হিসেবে ব্যবহার করেন এই পুকুরের জল (pond fill controversy in Paschim Medinipur) । এলাকাবাসীদের অভিযোগ রাতের অন্ধকারে বেশ কিছু প্রোমোটার এবং অসাধু ব্যবসায়ী এই পুকুরপাড় ছোট করে ফেলছে । তারা পুকুর ঘিরে ফেলছে এবং প্লটের ব্যবসা এবং বহুতল নির্মাণের চেষ্টা করছে ।

এরপর এলাকার মানুষজন ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি জানান ৷ তিনি কোনও ব্যবস্থা না-নেওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চিঠি পাঠান নবান্নে । মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর জেলাশাসক এবং ফিসারি ডিপার্টমেন্টকে সমস্ত বিষয়টি জানানো। এরপরেই নড়েচড়ে বসে মেদিনীপুর পৌরসভা । তারা তৎক্ষণাৎ নির্দেশ দেয় এই পুকুরে কনস্ট্রাকশন বন্ধ করতে ।

আরও পড়ুন: যত্রতত্র থুতু ফেলার কারণে মেদিনীপুরে রোগ ছড়ানোর আশংকা, নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্যায়ন

পুকুর মালিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা পুকুর ভরাট আদৌ করিনি । এই পুকুর বহু দিনের ৷ এই পুকুরে এলাকার মানুষ স্নান করা, কাপড় কাচা-সহ বহু রকমের কাজকর্ম করেন । এই পুকুরের উপর দিয়ে পৌরসভা অবৈধভাবে রাস্তা করেছে এবং জলের ট্যাপ বসিয়েছে । তাছাড়া এই পুকুরে সম্প্রতি মদ জুয়ার ঠেকের আড্ডা বসেছিল ৷ আমরা সেই সব সরিয়ে পুকুর পাড় পরিষ্কার সঙ্গে নাব্যতা বাড়ানোর জন্য পাড় বাঁধাই করে দিচ্ছি । এখানকার মানুষ গরম কালে জলের কোনওরকম কষ্ট না হয় । কিন্তু মেদিনীপুর পৌরসভার কোনও কারণ ছাড়াই কাজ বন্ধ করে দিয়েছে যার ফলে আমরা আর্থিক ক্ষতির সন্মুখীন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.