ETV Bharat / state

Chadrakona Extra Marital Affair: পরকীয়ার শাস্তি ! যুবক ও গৃহবধূকে গণধোলাই গ্রামবাসীদের - চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর

অভিযোগ, এক যুবকের সঙ্গে গৃহবধূর অপ্রীতিকর সম্পর্ক ৷ তাদের দু'জনকে অপ্রীতিকর অবস্থায় দেখা গিয়েছে ৷ তাতে চটে গ্রামবাসীরা গণধোলাই দিলেন দু'জনকে (Chadrakona Extra Marital Affair) ?

Extra Marital Affair in Chandrakona
পরকীয়ার অভিযোগ
author img

By

Published : Jul 2, 2022, 4:44 PM IST

কুলদহ, 2 জুলাই: পরকীয়ায় উত্তপ্ত চন্দ্রকোনা ৷ এক যুবককে এক গৃহবধূর সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলায় রাতভর খুঁটিতে বেঁধে চলল বেধড়ক মারধর । চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামের ঘটনা । যদিও এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন এবং দ্রুত দু'জনকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police rescues a man and a woman for alleged extra marital affair from Chandrakona) ।

বিবাহিত মহিলার সঙ্গে এক যুবকের পরকীয়ার অভিযোগ তুলে রাতভর বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করা হয় বলেও অভিযোগ । দ্রুত গতিতে মোবাইল বন্দি হয়ে সেই ছবি ভাইরাল হয়ে যায় । খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবক আর গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

আরও পড়ুন : স্বামী অন্য মহিলার সঙ্গে, দলবল নিয়ে দুজনকে অর্ধনগ্ন করে গ্রামে ঘোরালো স্ত্রী

ঘটনা ক্রমে জানা গিয়েছে, কুলদহ গ্রামের এক গৃহবধূর সঙ্গে পাশের গ্রাম মনোহরপুরের এক যুবকের বিবাহিত-বহির্ভূত সম্পর্কের জেরে শুক্রবার রাতে গ্রামের লোকজন অপ্রীতিকর অবস্থায় দেখে আটক করে । তারপরে তাদের গ্রামেরই একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে । ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে দু'জনের প্রাথমিক চিকিৎসা করানো হয় । যদিও ঘটনায় জড়িতদের মধ্যে এখনও কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি । এতে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

কুলদহ, 2 জুলাই: পরকীয়ায় উত্তপ্ত চন্দ্রকোনা ৷ এক যুবককে এক গৃহবধূর সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলায় রাতভর খুঁটিতে বেঁধে চলল বেধড়ক মারধর । চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামের ঘটনা । যদিও এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন এবং দ্রুত দু'জনকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police rescues a man and a woman for alleged extra marital affair from Chandrakona) ।

বিবাহিত মহিলার সঙ্গে এক যুবকের পরকীয়ার অভিযোগ তুলে রাতভর বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করা হয় বলেও অভিযোগ । দ্রুত গতিতে মোবাইল বন্দি হয়ে সেই ছবি ভাইরাল হয়ে যায় । খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবক আর গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

আরও পড়ুন : স্বামী অন্য মহিলার সঙ্গে, দলবল নিয়ে দুজনকে অর্ধনগ্ন করে গ্রামে ঘোরালো স্ত্রী

ঘটনা ক্রমে জানা গিয়েছে, কুলদহ গ্রামের এক গৃহবধূর সঙ্গে পাশের গ্রাম মনোহরপুরের এক যুবকের বিবাহিত-বহির্ভূত সম্পর্কের জেরে শুক্রবার রাতে গ্রামের লোকজন অপ্রীতিকর অবস্থায় দেখে আটক করে । তারপরে তাদের গ্রামেরই একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে । ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে দু'জনের প্রাথমিক চিকিৎসা করানো হয় । যদিও ঘটনায় জড়িতদের মধ্যে এখনও কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি । এতে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.