ETV Bharat / state

Police in Dilip Ghosh Bungalow : গভীর রাতে দিলীপের সরকারি বাংলোয় পুলিশ ! বাংলো ছাড়লেন না বিজেপি নেতা

author img

By

Published : Feb 27, 2022, 8:03 AM IST

Updated : Feb 27, 2022, 8:17 AM IST

ভোটের আগে নিশানায় দিলীপ ঘোষ ৷ খড়্গপুরের ভোটার না হওয়ায় বাংলো ছেড়ে চলে যেতে বলে পুলিশ ৷ কিন্তু মানলেন না বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ (Police raid in Dilip Ghosh Bungalow) ৷

Dilip Ghosh in his Kharagpur bunglow
খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোয় পুলিশ

খড়্গপুর, 27 ফেব্রুয়ারি : দিলীপ ঘোষের বাংলোয় পুলিশ ৷ হ্যাঁ, আজ পৌরভোটের আগে শনিবার রাতে খড়্গপুরে সরকারি বাংলোয় যায় জেলা পুলিশ প্রশাসন ৷ ভোটের দিন সেখানে থাকা যাবে না, জানিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে বাংলো ছেড়ে চলে যেতে বলেন ৷ কিন্তু প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ জানান, তিনি মেদিনীপুরের সাংসদ এবং কিছুতেই বাংলো ছাড়বেন না ৷ পুলিশের যা ব্যবস্থা নেওয়ার নিক ৷ এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে খড়্গপুরে (Police raids Dilip Ghosh Government bungalow in Kharagpur Paschim Medinipur) ।

রবিবার জঙ্গলমহলের 6টি পৌরসভার এবং রেল শহর খড়্গপুর পৌরসভায় ভোট । এই নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, তাই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলতে চাইছে জেলা পুলিশ প্রশাসন । ভোটের প্রাক্কালে নিজের সরকারি বাংলাতে ফিরেছেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ ৷ পুলিশের বক্তব্য, নির্বাচন চলাকালীন বিজেপি নেতা খড়্গপুরে থাকতে পারবেন না ।

খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোয়া পুলিশ

আরও পডু়ন : Bengal Civic Polls 2022: নিরাপত্তার ঘেরাটোপে ভোট করাতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন

পুলিশের দাবি, কোনও রাজনৈতিক নেতা এই অঞ্চলের ভোটার না হলে সেখানে থাকতে পারবেন না ৷ মেদিনীপুরের সাংসদ পুলিশকে জানিয়ে দেন, সংবিধানের নিয়ম অনুযায়ী তিনি এখানেই থাকবেন । তিনি বলেন, "আমি আগে মেদিনীপুরের সাংসদ ৷ পরে বিজেপি নেতা । তাছাড়া অতীতে যে ভোট হয়েছে, তখন আমি এখানেই ছিলাম ৷ কোনও সমস্যা হয়নি ।" তিনি পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন, পুলিশের বিভিন্ন জায়গায় যে ভয় দেখানো, গুন্ডাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেগুলো দেখতে পায় না ৷ শুধু বিজেপি নেতাদেরই দেখতে পায় । এখনই গন্ডগোল বাধাতে রীতিমত নাটক তৈরি করেছে ।

এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার বক্তব্য, "পুলিশ পুলিশের কাজ করছে, করবে । কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব যদি মনে করেন আইন ভাঙবেন, তাহলে তাঁর দায়িত্ব এবং আইন দেখার কাজ পুলিশের ।" একদিকে দফায় দফায় বিভিন্ন হোটেলে, লজে বহিরাগত রুখতে অভিযান চালাচ্ছে পুলিশ ৷ অন্যদিকে রাস্তার মোড়ে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে । গত ক'দিন ধরেই নাকা চেকিং চলছে ৷

খড়্গপুর, 27 ফেব্রুয়ারি : দিলীপ ঘোষের বাংলোয় পুলিশ ৷ হ্যাঁ, আজ পৌরভোটের আগে শনিবার রাতে খড়্গপুরে সরকারি বাংলোয় যায় জেলা পুলিশ প্রশাসন ৷ ভোটের দিন সেখানে থাকা যাবে না, জানিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে বাংলো ছেড়ে চলে যেতে বলেন ৷ কিন্তু প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ জানান, তিনি মেদিনীপুরের সাংসদ এবং কিছুতেই বাংলো ছাড়বেন না ৷ পুলিশের যা ব্যবস্থা নেওয়ার নিক ৷ এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে খড়্গপুরে (Police raids Dilip Ghosh Government bungalow in Kharagpur Paschim Medinipur) ।

রবিবার জঙ্গলমহলের 6টি পৌরসভার এবং রেল শহর খড়্গপুর পৌরসভায় ভোট । এই নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, তাই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলতে চাইছে জেলা পুলিশ প্রশাসন । ভোটের প্রাক্কালে নিজের সরকারি বাংলাতে ফিরেছেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ ৷ পুলিশের বক্তব্য, নির্বাচন চলাকালীন বিজেপি নেতা খড়্গপুরে থাকতে পারবেন না ।

খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোয়া পুলিশ

আরও পডু়ন : Bengal Civic Polls 2022: নিরাপত্তার ঘেরাটোপে ভোট করাতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন

পুলিশের দাবি, কোনও রাজনৈতিক নেতা এই অঞ্চলের ভোটার না হলে সেখানে থাকতে পারবেন না ৷ মেদিনীপুরের সাংসদ পুলিশকে জানিয়ে দেন, সংবিধানের নিয়ম অনুযায়ী তিনি এখানেই থাকবেন । তিনি বলেন, "আমি আগে মেদিনীপুরের সাংসদ ৷ পরে বিজেপি নেতা । তাছাড়া অতীতে যে ভোট হয়েছে, তখন আমি এখানেই ছিলাম ৷ কোনও সমস্যা হয়নি ।" তিনি পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন, পুলিশের বিভিন্ন জায়গায় যে ভয় দেখানো, গুন্ডাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেগুলো দেখতে পায় না ৷ শুধু বিজেপি নেতাদেরই দেখতে পায় । এখনই গন্ডগোল বাধাতে রীতিমত নাটক তৈরি করেছে ।

এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার বক্তব্য, "পুলিশ পুলিশের কাজ করছে, করবে । কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব যদি মনে করেন আইন ভাঙবেন, তাহলে তাঁর দায়িত্ব এবং আইন দেখার কাজ পুলিশের ।" একদিকে দফায় দফায় বিভিন্ন হোটেলে, লজে বহিরাগত রুখতে অভিযান চালাচ্ছে পুলিশ ৷ অন্যদিকে রাস্তার মোড়ে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে । গত ক'দিন ধরেই নাকা চেকিং চলছে ৷

Last Updated : Feb 27, 2022, 8:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.