ETV Bharat / state

Police Beaten Teenage Brother and Sister: কুপ্রস্তাবে সাড়া দিতে নারাজ মা, বাড়িতে ঢুকে ছেলে-মেয়েকে পেটাল পুলিশ !

পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) সাদাতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে এক নাবালক ও তার বোনকে মারধরের (Police Beaten Teenage Brother and Sister) অভিযোগ ! ঠিক কী ঘটেছিল ? কী বলছেন প্রহৃতদের মা ?

Police Beaten Teenage Brother and Sister after Mother refuses to make relation with Officer
Police Beaten Teenage Brother and Sister: কুপ্রস্তাবে সাড়া দিতে নারাজ মা, বাড়িতে ঢুকে ছেলে-মেয়েকে পেটাল পুলিশ !
author img

By

Published : Oct 28, 2022, 4:18 PM IST

খড়্গপুর, 28 অক্টোবর: বিধবাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ৷ কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) সাদাতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুকদেব মাইতি ৷ সংশ্লিষ্ট মহিলার দাবি, তিনি 'বড়বাবু'র প্রস্তাবে সাড়া না-দেওয়ায় পুলিশ তাঁর বাড়িতে হামলা চালিয়েছে ! বেধড়ক মারধর করা হয়েছে মহিলার নাবালক ছেলে এবং কিশোরী মেয়েকে (Police Beaten Teenage Brother and Sister) ৷ ঘটনার নিন্দায় সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ ঘটনা খতিয়ে দেখে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আর্জি তৃণমূল জেলা সভাপতির ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণীর বয়স প্রায় 40 বছর ৷ স্বামীর অবর্তমানে তিনিই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ৷ সাদাতপুর ফাঁড়ির পাশেই তাঁর একটি ভাতের হোটেল আছে ৷ সেই সুবাদে ফাঁড়ির পুলিশকর্মীদের সঙ্গে তাঁর আলাপ রয়েছে ৷ মহিলার দাবি, অভিযুক্ত সুকদেব মাইতি সম্প্রতি এই ফাঁড়িতে বদলি হয়ে আসেন ৷ আর তারপর থেকেই মহিলাকে বারবার কুপ্রস্তাব দেন তিনি ৷ কিন্তু, মহিলা তাতে রাজি না-হওয়ায় সুকদেব নানাভাবে তাঁকে উত্যক্ত করতে শুরু করেন বলে অভিযোগ ৷

বাড়িতে ঢুকে ছেলে-মেয়েকে পেটাল পুলিশ

আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব, অভিযুক্ত প্রধান শিক্ষক

মহিলার দাবি, এরই জেরে কালীপুজোর রাতে দলবদল নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হন 'বড়বাবু' ! মহিলার ছেলে ও মেয়েকে বেধড়ক মারধর করেন তিনি ও তাঁর শাগরেদরা ৷ ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন মহিলার মেয়ে ৷ তাকে খড়্গপুর মহকুমা হাসপাতালে কিছু সময়ের জন্য ভর্তি করা হয় ৷ মহিলার ছেলেরও চিকিৎসা করাতে হয় ৷ অভিযুক্ত পুলিশ আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে এই পরিবার ৷

একই দাবি তুলেছেন স্থানীয় বিজেপি নেতা অরূপ দাস ৷ তাঁর দাবি, এই ঘটনা নতুন কিছু নয় ৷ সুকদেব মাইতির বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন তিনি ৷ বিজেপি-এর পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করেছেন অরূপ ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, এই ঘটনার কথা তাঁর জানা নেই ৷ তবে, মহিলার দাবি সত্যি হলে তা কখনই কাম্য নয় ৷ যদিও সুজয় মনে করেন, পুলিশ নিশ্চয় গোটা ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে ৷

খড়্গপুর, 28 অক্টোবর: বিধবাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ৷ কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) সাদাতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুকদেব মাইতি ৷ সংশ্লিষ্ট মহিলার দাবি, তিনি 'বড়বাবু'র প্রস্তাবে সাড়া না-দেওয়ায় পুলিশ তাঁর বাড়িতে হামলা চালিয়েছে ! বেধড়ক মারধর করা হয়েছে মহিলার নাবালক ছেলে এবং কিশোরী মেয়েকে (Police Beaten Teenage Brother and Sister) ৷ ঘটনার নিন্দায় সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ ঘটনা খতিয়ে দেখে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আর্জি তৃণমূল জেলা সভাপতির ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণীর বয়স প্রায় 40 বছর ৷ স্বামীর অবর্তমানে তিনিই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ৷ সাদাতপুর ফাঁড়ির পাশেই তাঁর একটি ভাতের হোটেল আছে ৷ সেই সুবাদে ফাঁড়ির পুলিশকর্মীদের সঙ্গে তাঁর আলাপ রয়েছে ৷ মহিলার দাবি, অভিযুক্ত সুকদেব মাইতি সম্প্রতি এই ফাঁড়িতে বদলি হয়ে আসেন ৷ আর তারপর থেকেই মহিলাকে বারবার কুপ্রস্তাব দেন তিনি ৷ কিন্তু, মহিলা তাতে রাজি না-হওয়ায় সুকদেব নানাভাবে তাঁকে উত্যক্ত করতে শুরু করেন বলে অভিযোগ ৷

বাড়িতে ঢুকে ছেলে-মেয়েকে পেটাল পুলিশ

আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব, অভিযুক্ত প্রধান শিক্ষক

মহিলার দাবি, এরই জেরে কালীপুজোর রাতে দলবদল নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হন 'বড়বাবু' ! মহিলার ছেলে ও মেয়েকে বেধড়ক মারধর করেন তিনি ও তাঁর শাগরেদরা ৷ ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন মহিলার মেয়ে ৷ তাকে খড়্গপুর মহকুমা হাসপাতালে কিছু সময়ের জন্য ভর্তি করা হয় ৷ মহিলার ছেলেরও চিকিৎসা করাতে হয় ৷ অভিযুক্ত পুলিশ আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে এই পরিবার ৷

একই দাবি তুলেছেন স্থানীয় বিজেপি নেতা অরূপ দাস ৷ তাঁর দাবি, এই ঘটনা নতুন কিছু নয় ৷ সুকদেব মাইতির বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন তিনি ৷ বিজেপি-এর পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করেছেন অরূপ ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, এই ঘটনার কথা তাঁর জানা নেই ৷ তবে, মহিলার দাবি সত্যি হলে তা কখনই কাম্য নয় ৷ যদিও সুজয় মনে করেন, পুলিশ নিশ্চয় গোটা ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.