ETV Bharat / state

মমতার সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত তৃণমূল কর্মী - আমরাকুচি

আমরাকুচির কাছে পিকঅ্যাপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ৷ ভ্যানে থাকা সব যাত্রীই কমবেশি আহত হন । মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর।

মমতার সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা
মমতার সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা
author img

By

Published : Dec 7, 2020, 9:13 PM IST

কেশপুর, 7 ডিসেম্বর : মমতার সভা শেষে বাড়ি ফেরার পথে কেশপুরের পথ দুর্ঘটনায় তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তৃণমূল কর্মীদের নিয়ে একটি পিকআপভ্যান দুর্ঘটনার কবলে পড়ে ৷ ঘটনায় আহত হয়েছে 24 জন তৃণমূল কর্মী । মৃত্যু হয়েছে একজনের ।

আজ কেশপুর থেকে একটি পিক আপ ভ্যানে করে তৃণমূল কর্মীরা মেদিনীপুরে আসেন মমতার সভায়। আর মমতার সভা শেষ করার পর তাঁরা রওনা দেন বাড়ির উদ্দেশে । পথে বহু যানবাহন থাকায় যানজট এড়াতে অন্য রাস্তা ধরেন ৷ আমরাকুচির কাছে পিকঅ্যাপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ৷ ভ্যানে থাকা সব যাত্রীই কমবেশি আহত হন । মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। ইতিমধ্যেই আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

পিকআপ ভ্যান দুর্ঘটনা নিয়ে বিধায়ক শিউলি সাহার বক্তব্য

আরও পড়ুন :-এড়ালেন শুভেন্দু-প্রসঙ্গ, মেদিনীপুরের সভায় ছত্রধরের প্রশংসা মমতার

এই ঘটনার পরে স্থানীয় মানুষ উদ্ধারকাজে হাত লাগান এবং তাঁদের সহযোগিতায় সবাইকে তুলে নিয়ে এসে মেদিনীপুর মেডিকেল কলেজে ভরতি করা হয় । মেদিনীপুর মেডিকেল কলেজে আহতদের দেখতে আসেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা ৷ তিনি বলেন, ‘‘কেশপুরের 12 নম্বর অঞ্চল সর্ষেখোল থেকে এই পিকআপ ভ্যানে করে কর্মীরা আজকের সভায় এসেছিল। বাড়ি ফেরার পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । এ ঘটনায় আহত অনেকেই হয়েছেন ।’’

কেশপুর, 7 ডিসেম্বর : মমতার সভা শেষে বাড়ি ফেরার পথে কেশপুরের পথ দুর্ঘটনায় তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তৃণমূল কর্মীদের নিয়ে একটি পিকআপভ্যান দুর্ঘটনার কবলে পড়ে ৷ ঘটনায় আহত হয়েছে 24 জন তৃণমূল কর্মী । মৃত্যু হয়েছে একজনের ।

আজ কেশপুর থেকে একটি পিক আপ ভ্যানে করে তৃণমূল কর্মীরা মেদিনীপুরে আসেন মমতার সভায়। আর মমতার সভা শেষ করার পর তাঁরা রওনা দেন বাড়ির উদ্দেশে । পথে বহু যানবাহন থাকায় যানজট এড়াতে অন্য রাস্তা ধরেন ৷ আমরাকুচির কাছে পিকঅ্যাপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ৷ ভ্যানে থাকা সব যাত্রীই কমবেশি আহত হন । মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। ইতিমধ্যেই আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

পিকআপ ভ্যান দুর্ঘটনা নিয়ে বিধায়ক শিউলি সাহার বক্তব্য

আরও পড়ুন :-এড়ালেন শুভেন্দু-প্রসঙ্গ, মেদিনীপুরের সভায় ছত্রধরের প্রশংসা মমতার

এই ঘটনার পরে স্থানীয় মানুষ উদ্ধারকাজে হাত লাগান এবং তাঁদের সহযোগিতায় সবাইকে তুলে নিয়ে এসে মেদিনীপুর মেডিকেল কলেজে ভরতি করা হয় । মেদিনীপুর মেডিকেল কলেজে আহতদের দেখতে আসেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা ৷ তিনি বলেন, ‘‘কেশপুরের 12 নম্বর অঞ্চল সর্ষেখোল থেকে এই পিকআপ ভ্যানে করে কর্মীরা আজকের সভায় এসেছিল। বাড়ি ফেরার পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । এ ঘটনায় আহত অনেকেই হয়েছেন ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.