ETV Bharat / state

জল কমছে, এখনও দুর্ভোগ কাটেনি ঘাটালবাসীর

author img

By

Published : Aug 7, 2021, 1:58 PM IST

ঘাটাল পৌরসভার 17 টি ওয়ার্ডের মধ্যে 11 টি ওয়ার্ড এখনও জলমগ্ন । এখন জল ধীরে ধীরে নামতে শুরু করেছে । তবে মানুষের দুর্ভোগ এতটুকুও কমার লক্ষণ নেই এখনও । সবকিছু ঠিকঠাক থাকলে আরও চার পাঁচদিন লাগবে জলবন্দী দশা কাটতে ।

ঘাটালের বন্যা পরিস্থিতি
ঘাটালের বন্যা পরিস্থিতি

ঘাটাল, 7 অগস্ট : বৃষ্টি কমেছে । তবে এখনও দুর্ভোগ কাটেনি । ঘাটালের বেশিরভাগ এলাকা এখনও জলের তলায় । বেশ কিছু এলাকায় জল নামতে শুরু করলেও খাবার জল ও ওষুধের সমস্যা দেখা দিয়েছে । তবে সমস্যা সমাধানে এগিয়ে এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা ।

রোদ ঝলমলে আবহাওয়া ঘাটালে । কিন্তু এখনও জলে ডুবে ঘাটাল ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকা । ঘাটাল পৌরসভার 17 টি ওয়ার্ডের মধ্যে 11 টি ওয়ার্ড এখনও জলমগ্ন । ফলে টানা জলবন্দী অবস্থায় পড়ে দুর্ভোগ আরও বাড়ছে ঘাটালের বানভাসি এলাকার বাসিন্দাদের । ঘাটাল ব্লকের মনসুকা 1, মনসুকা 2, অজবনগর, দেওয়ানচক 1 ও দেওয়ানচক 2 গ্রাম পঞ্চায়েত সহ দাসপুরের নাড়াজোল গ্রাম পঞ্চায়েত সহ এই 6 টি জলবন্দী গ্রাম পঞ্চায়েত এলাকার পরিস্থিতি আরও খারাপ ।

পাশাপাশি ঘাটাল পৌরসভার 17 টি ওয়ার্ডের মধ্যে 11 টি ওয়ার্ড এখনও জলমগ্ন । এখন জল ধীরে ধীরে নামতে শুরু করেছে । তবে মানুষের দুর্ভোগ এতটুকুও কমার লক্ষণ নেই এখনও । সবকিছু ঠিকঠাক থাকলে আরও চার পাঁচদিন লাগবে জলবন্দী দশা কাটতে ।

পানীয় জলের সংকট তো ছিলই । তার সঙ্গে খাবারের সন্ধান করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জলবন্দী এলাকার বাসিন্দাদের । যদিও প্রশাসনের তরফে পানীয় জলের সঙ্গে জল কমতে থাকা এলাকায় বিদ্যুৎ সংযোগ ফেরানোর চেষ্টা করা হচ্ছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহযোগিতায় প্রশাসনের তরফে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ চলছে জোরকদমে । এখনও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে রয়েছে বহু ঘরছাড়া বানভাসি মানুষ । সবে মিলিয়ে একসপ্তাহ পরও ঘাটালের বন্যা পরিস্থিতির এখনও স্বাভাবিক হয়নি । ফলে যতদিন যাচ্ছে জলবন্দি এলাকার বাসিন্দাদের দুর্ভোগ আরও প্রকট হচ্ছে ।

সবকিছু ঠিকঠাক থাকলে আরও চার পাঁচদিন লাগবে জলবন্দী দশা কাটতে

গতকালই ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছেন রাজ্যের চার মন্ত্রী । এছাড়াও জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন আধিকারিকরা বার বার পরিদর্শন করছেন । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 অগস্ট ঘাটাল পরিদর্শনে আসার কথা রয়েছে । তবে আবার যদি বৃষ্টি শুরু হয়, সেক্ষেত্রে ফের নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে ঘাটালে ।

ঘাটাল, 7 অগস্ট : বৃষ্টি কমেছে । তবে এখনও দুর্ভোগ কাটেনি । ঘাটালের বেশিরভাগ এলাকা এখনও জলের তলায় । বেশ কিছু এলাকায় জল নামতে শুরু করলেও খাবার জল ও ওষুধের সমস্যা দেখা দিয়েছে । তবে সমস্যা সমাধানে এগিয়ে এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা ।

রোদ ঝলমলে আবহাওয়া ঘাটালে । কিন্তু এখনও জলে ডুবে ঘাটাল ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকা । ঘাটাল পৌরসভার 17 টি ওয়ার্ডের মধ্যে 11 টি ওয়ার্ড এখনও জলমগ্ন । ফলে টানা জলবন্দী অবস্থায় পড়ে দুর্ভোগ আরও বাড়ছে ঘাটালের বানভাসি এলাকার বাসিন্দাদের । ঘাটাল ব্লকের মনসুকা 1, মনসুকা 2, অজবনগর, দেওয়ানচক 1 ও দেওয়ানচক 2 গ্রাম পঞ্চায়েত সহ দাসপুরের নাড়াজোল গ্রাম পঞ্চায়েত সহ এই 6 টি জলবন্দী গ্রাম পঞ্চায়েত এলাকার পরিস্থিতি আরও খারাপ ।

পাশাপাশি ঘাটাল পৌরসভার 17 টি ওয়ার্ডের মধ্যে 11 টি ওয়ার্ড এখনও জলমগ্ন । এখন জল ধীরে ধীরে নামতে শুরু করেছে । তবে মানুষের দুর্ভোগ এতটুকুও কমার লক্ষণ নেই এখনও । সবকিছু ঠিকঠাক থাকলে আরও চার পাঁচদিন লাগবে জলবন্দী দশা কাটতে ।

পানীয় জলের সংকট তো ছিলই । তার সঙ্গে খাবারের সন্ধান করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জলবন্দী এলাকার বাসিন্দাদের । যদিও প্রশাসনের তরফে পানীয় জলের সঙ্গে জল কমতে থাকা এলাকায় বিদ্যুৎ সংযোগ ফেরানোর চেষ্টা করা হচ্ছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহযোগিতায় প্রশাসনের তরফে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ চলছে জোরকদমে । এখনও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে রয়েছে বহু ঘরছাড়া বানভাসি মানুষ । সবে মিলিয়ে একসপ্তাহ পরও ঘাটালের বন্যা পরিস্থিতির এখনও স্বাভাবিক হয়নি । ফলে যতদিন যাচ্ছে জলবন্দি এলাকার বাসিন্দাদের দুর্ভোগ আরও প্রকট হচ্ছে ।

সবকিছু ঠিকঠাক থাকলে আরও চার পাঁচদিন লাগবে জলবন্দী দশা কাটতে

গতকালই ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছেন রাজ্যের চার মন্ত্রী । এছাড়াও জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন আধিকারিকরা বার বার পরিদর্শন করছেন । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 অগস্ট ঘাটাল পরিদর্শনে আসার কথা রয়েছে । তবে আবার যদি বৃষ্টি শুরু হয়, সেক্ষেত্রে ফের নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে ঘাটালে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.