চন্দ্রকোনা, 21 মে: গরমে নাভিশ্বাস উঠছে রাজ্যবাসীর ৷ তারই মাঝে বৃহস্পতিবার রাত থেকে রবিবার পর্যন্ত চারদিন ধরে বিদ্যুৎ ছাড়া অন্ধকারে দিন কাটাচ্ছে চন্দ্রকোনা ব্লকের বেশ কয়েকটি এলাকা ৷ এর জেরে দেখা দিয়েছে পানীয় জলের সংকটও ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের তিন নম্বর মাংরুল গ্রাম পঞ্চায়েত এলাকায় সামখরী, সাটি তেতুল, বেটাগ্রাম এলাকার । জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে ব্যাপক পরিমাণে ঝড়বৃষ্টি হয় এখানে । সেই ঝড়ের তাণ্ডবে ভেঙে যায় বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি । যার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা । তারপর থেকেই এখন পর্যন্ত এলাকায় বিদ্যুৎ নেই ৷ আর বিদ্যুৎ না থাকায় সজল ধারা প্রকল্পের জলও পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা । এর ফলেই তীব্র হয়েছে পানীয় জলের সংকট ৷ এতদিন ধরে বিদ্যুৎ না থাকায় এলাকার মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ ৷
এলাকাবাসীদের অভিযোগ, একটি মাত্র টিউবওয়েল থেকে লাইন দিয়ে সংগ্রহ করতে হচ্ছে পানীয় জল । এলাকার সজল ধারা প্রকল্পের পাইপলাইন থাকলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে পানীয় জলের সংকটে পড়েছেন তারা । ঘরে যতটুকু জল ছিল তা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে । এই বিষয়ে ঊর্ধ্বতন আধিকারিকবৃন্দকে জানানো হলেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি । শিশু থেকে বয়স্ক সবাই পড়েছে সমস্যায় । অবিলম্বে এলাকার মানুষদের পর্যাপ্ত জল দিয়ে সমস্যা সমাধান করুক প্রশাসন বলে দাবি বাসিন্দাদের ।
যদিও এই বিষয়ে চন্দ্রকোনা-1 ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানান, গত বৃহস্পতিবারের ঝড়ে ইলেকট্রিক দফতরের বহু খুঁটি ভেঙে গিয়েছে । যার জেরে এই সমস্যা হচ্ছে । কাজ চলছে ৷ আজকের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে । সমাধান হয়ে গেলেই পর্যাপ্ত পরিমাণ জল পাবে এলাকার মানুষজন ।
আরও পড়ুন: পানীয় জলের দাবিতে দুর্গাপুরে পথ অবরোধ আদিবাসী সম্প্রদায়ের