ETV Bharat / state

ভেঁপু বাজিয়ে, বোম ফাটিয়ে লোকালয় থেকে হাতিকে জঙ্গলে ফেরাল গ্রামবাসী - দলমা

খাবারের খোঁজে লোকালয়ে এসেও রেহাই পেল না দলছুট হাতি ৷ আতঙ্কিত গ্রামবাসীদের তাড়া খেয়ে বেচারা গজরাজকে ফের ফিরতে হল জঙ্গলে ৷

হাতি
হাতি
author img

By

Published : Aug 5, 2021, 10:32 AM IST

গড়বেতা, 5 অগস্ট : জঙ্গলে দেখা দিয়েছে খাবারের অভাব ৷ বাধ্য হয়ে তাই দলমা পাহাড় থেকে লোকালয়ে চলে আসছে হাতির দল ৷ আর তা নিয়েই বুধবার সকালে আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় । এদিন গড়বেতা-1 নম্বর ব্লকের ধাদিকা 5 নম্বর অঞ্চলের ধবনি নরহরিপুর গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট হাতি ৷ তাকে ধাওয়া করে ফের বনে ফিরিয়ে দিল আতঙ্কিত গ্রামবাসী ।

এদিন সকালে হাতিটি গ্রামে ঢোকার পর তা দেখতে পেয়ে গ্রামের বেশ কিছু যুবক লাঠি-সোটা নিয়ে হাতিটির পিছু ধাওয়া করে ও বোম ফাটিয়ে তাকে জঙ্গলের দিকে নিয়ে যায় । যদিও হাতিটি শান্ত প্রকৃতির হওয়াই কোনও রূপ ক্ষতি না করেই রাস্তা দিয়ে জঙ্গলে চলে যায় ।

দলমার হাতিদের থেকে দলছুট হয়ে গিয়েই হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান ৷ যদিও বনবিভাগের তথ্য অনুযায়ী এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট হাতির মধ্যে, নয়াবসত রেঞ্জ বিরপাথরিতে 10-12 টি হাতি রয়েছে, লালগড় রেঞ্জ ও তালডাঙায় 1টা, চাঁদড়া রেঞ্জ আমাঝর্ণায় 10-12টা, সুকনাখালিতে 1টা ও মুচিবেড়িয়ায় 9 টা হাতি রয়েছে ।

লোকালয় থেকে হাতিকে জঙ্গলে ফেরানোর প্রচেষ্টা গ্রামবাসীর

আরও পড়ুন : Wild Elephant : বাঁকুড়ার গ্রামে বুনো হাতির তাণ্ডবে ভাঙল ঘর-বাড়ি, আতঙ্কে গ্রামবাসী

এর মধ্যে খড়গপুর বন বিভাগের কলাইকুণ্ডা রেঞ্জ ও চুনপড়ায় 1টা, বমিগেরিয়ায় 6টা, চাঁদাবিলা রেঞ্জ ও চুলুমদায় 16টা, নয়াগ্রাম রেঞ্জ ও কলমাপুকুরিয়ায় 2টা ও কেশররেখা রেঞ্জে 8টি হাতি রয়েছে । বারবার জঙ্গলে না যাওয়া ও সতর্ক থাকার সতর্কীকরণ দেওয়া হয় বিভাগীয় বনাধিকারিকদের তরফ থেকে ।

গড়বেতার পাশাপাশি এইদিন গুড়গুড়িপাল এলাকায়ও হাতির দেখা মেলে । যদিও হাতির পালের রাস্তা পারাপার করা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে গ্রামবাসীর মধ্যে । তবে বনবিভাগ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : ক্যামেরায় ধরা পড়ল কাঁঠাল চোর, জানেন সে কে ?

গড়বেতা, 5 অগস্ট : জঙ্গলে দেখা দিয়েছে খাবারের অভাব ৷ বাধ্য হয়ে তাই দলমা পাহাড় থেকে লোকালয়ে চলে আসছে হাতির দল ৷ আর তা নিয়েই বুধবার সকালে আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় । এদিন গড়বেতা-1 নম্বর ব্লকের ধাদিকা 5 নম্বর অঞ্চলের ধবনি নরহরিপুর গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট হাতি ৷ তাকে ধাওয়া করে ফের বনে ফিরিয়ে দিল আতঙ্কিত গ্রামবাসী ।

এদিন সকালে হাতিটি গ্রামে ঢোকার পর তা দেখতে পেয়ে গ্রামের বেশ কিছু যুবক লাঠি-সোটা নিয়ে হাতিটির পিছু ধাওয়া করে ও বোম ফাটিয়ে তাকে জঙ্গলের দিকে নিয়ে যায় । যদিও হাতিটি শান্ত প্রকৃতির হওয়াই কোনও রূপ ক্ষতি না করেই রাস্তা দিয়ে জঙ্গলে চলে যায় ।

দলমার হাতিদের থেকে দলছুট হয়ে গিয়েই হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান ৷ যদিও বনবিভাগের তথ্য অনুযায়ী এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট হাতির মধ্যে, নয়াবসত রেঞ্জ বিরপাথরিতে 10-12 টি হাতি রয়েছে, লালগড় রেঞ্জ ও তালডাঙায় 1টা, চাঁদড়া রেঞ্জ আমাঝর্ণায় 10-12টা, সুকনাখালিতে 1টা ও মুচিবেড়িয়ায় 9 টা হাতি রয়েছে ।

লোকালয় থেকে হাতিকে জঙ্গলে ফেরানোর প্রচেষ্টা গ্রামবাসীর

আরও পড়ুন : Wild Elephant : বাঁকুড়ার গ্রামে বুনো হাতির তাণ্ডবে ভাঙল ঘর-বাড়ি, আতঙ্কে গ্রামবাসী

এর মধ্যে খড়গপুর বন বিভাগের কলাইকুণ্ডা রেঞ্জ ও চুনপড়ায় 1টা, বমিগেরিয়ায় 6টা, চাঁদাবিলা রেঞ্জ ও চুলুমদায় 16টা, নয়াগ্রাম রেঞ্জ ও কলমাপুকুরিয়ায় 2টা ও কেশররেখা রেঞ্জে 8টি হাতি রয়েছে । বারবার জঙ্গলে না যাওয়া ও সতর্ক থাকার সতর্কীকরণ দেওয়া হয় বিভাগীয় বনাধিকারিকদের তরফ থেকে ।

গড়বেতার পাশাপাশি এইদিন গুড়গুড়িপাল এলাকায়ও হাতির দেখা মেলে । যদিও হাতির পালের রাস্তা পারাপার করা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে গ্রামবাসীর মধ্যে । তবে বনবিভাগ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : ক্যামেরায় ধরা পড়ল কাঁঠাল চোর, জানেন সে কে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.