ETV Bharat / state

Fire in Belda: বেলদায় প্যান্ডেলের সরঞ্জামে ভয়াবহ আগুন - Pandal equipment catch fire in Belda

বিধ্বংসী ঘটনার হাত থেকে বাঁচল বেলদা (Fire in Belda) ৷ আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল ডেকরেটরের মালপত্র রাখার সাজসরঞ্জাম ৷

Pandal equipment catch fire in Belda
Pandal equipment catch fire in Belda
author img

By

Published : Oct 11, 2022, 11:07 PM IST

বেলদা, 11 অক্টোবর: হঠাৎই আগুন লেগে ভস্মীভূত হল ডেকরেটরের একটি মালপত্র রাখার সাজসরঞ্জাম (Pandal equipment catch fire in Belda) ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বেলদা এলাকায় । যদিও এই ভয়াবহ আগুন নেভাতে দৌড়ে আসে পুলিশ-প্রশাসন ও দমকল বিভাগের কর্মীরা । তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই ।

স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । তবে অসতর্কতায় বিদ্যুতের তারে আগুন লেগে বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করেছিল এলাকাবাসি । বেলদাতে মা শীতলা ডেকোরেটরের প্যান্ডেলের সামগ্রী রাখার স্থানে লাগল বিধ্বংসী আগুন ।

স্থানীয়রা দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন । ওই আগুন লাগার স্থানের কাছে রয়েছে বেসরকারি কোম্পানির শোরুম । অপরদিকে ওই স্থানের ঠিক ওপরেই ছিল উচ্চ বিদ্যুৎ সম্পন্ন তার । আগুনের তীব্রতায় সেটি ছিঁড়ে পড়ে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের । যদিও ততক্ষণে বিদ্যুত বিচ্ছিন্ন করে দেওয়া হয় ওই তারের ।

বেলদায় প্যান্ডেলের সরঞ্জামে ভয়াবহ আগুন

আরও পড়ুন: আবহাওয়া খারাপ, তড়িঘড়ি দিওয়ালি পুতুল তৈরিতে ব্যস্ত কুমোরপাড়া

অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ (Police) । সেইসঙ্গে উপস্থিত হয় বিদ্যুৎ দফতরের গাড়ি-সহ কর্মীরা । আর এই ঘটনা দেখতে ভিড় জমান এলাকাবাসীরা । হঠাৎ করে দিনেদুপুরে এভাবে আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায় । যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি । স্থানীয়দের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে কীভাবে লাগল এই আগুন এ বিষয়ে কেউ স্পষ্ট করে বলতে পারেন না । এই আগুন লাগার কারণ এবং সমস্ত দিক খতিয়ে দেখছে বেলদা থানার পুলিশ ।

বেলদা, 11 অক্টোবর: হঠাৎই আগুন লেগে ভস্মীভূত হল ডেকরেটরের একটি মালপত্র রাখার সাজসরঞ্জাম (Pandal equipment catch fire in Belda) ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বেলদা এলাকায় । যদিও এই ভয়াবহ আগুন নেভাতে দৌড়ে আসে পুলিশ-প্রশাসন ও দমকল বিভাগের কর্মীরা । তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই ।

স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । তবে অসতর্কতায় বিদ্যুতের তারে আগুন লেগে বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করেছিল এলাকাবাসি । বেলদাতে মা শীতলা ডেকোরেটরের প্যান্ডেলের সামগ্রী রাখার স্থানে লাগল বিধ্বংসী আগুন ।

স্থানীয়রা দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন । ওই আগুন লাগার স্থানের কাছে রয়েছে বেসরকারি কোম্পানির শোরুম । অপরদিকে ওই স্থানের ঠিক ওপরেই ছিল উচ্চ বিদ্যুৎ সম্পন্ন তার । আগুনের তীব্রতায় সেটি ছিঁড়ে পড়ে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের । যদিও ততক্ষণে বিদ্যুত বিচ্ছিন্ন করে দেওয়া হয় ওই তারের ।

বেলদায় প্যান্ডেলের সরঞ্জামে ভয়াবহ আগুন

আরও পড়ুন: আবহাওয়া খারাপ, তড়িঘড়ি দিওয়ালি পুতুল তৈরিতে ব্যস্ত কুমোরপাড়া

অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ (Police) । সেইসঙ্গে উপস্থিত হয় বিদ্যুৎ দফতরের গাড়ি-সহ কর্মীরা । আর এই ঘটনা দেখতে ভিড় জমান এলাকাবাসীরা । হঠাৎ করে দিনেদুপুরে এভাবে আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায় । যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি । স্থানীয়দের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে কীভাবে লাগল এই আগুন এ বিষয়ে কেউ স্পষ্ট করে বলতে পারেন না । এই আগুন লাগার কারণ এবং সমস্ত দিক খতিয়ে দেখছে বেলদা থানার পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.