ETV Bharat / state

একশো দিনের কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পঞ্চায়েত অফিসে ভাঙচুর - west medinipur

চন্দ্রকোণায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে 100 দিনের কাজ নিয়ে গন্ডগোলের জেরে পঞ্চায়েত অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল ৷ ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধেই ৷

Panchayat office vandalized over Trinamool factionalism over 100 day work in chandrakona west medinipur
একশো দিনের কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পঞ্চায়েত অফিসে ভাঙচুর
author img

By

Published : May 18, 2021, 5:42 PM IST

চন্দ্রকোণা, 18 মে : চন্দ্রকোণায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে 100 দিনের কাজ নিয়ে গন্ডগোল ৷ পঞ্চায়েত প্রধানের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই । পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা 1নং ব্লকের তাতালপুর জাড়া 2নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা ৷ সোমবার বিকেলে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সকাল পর্যন্ত পঞ্চায়েত প্রধানের অফিসে ভাঙচুর ও লন্ডভন্ডের ছবি স্পষ্ট । এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি ৷

ওই ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুজয় পাত্র জানান, এটা তাঁদের নিজেদের ব্যাপার, নিজেরা মিটিয়ে নিয়েছেন । যদিও সরকারি সম্পত্তি কেন ভাঙচুর হল এবং তৃণমূলের নেতারা কেন তা করলেন, সে বিষয়ে কেউ মুখ খুলতে চাননি ।

একশো দিনের কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পঞ্চায়েত অফিসে ভাঙচুর

আরও পড়ুন : আসানসোলে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় পরিদর্শন বাবুলের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ভাবে দিনের পর দিন সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে ৷ এটা কোনওভাবেই সমর্থনযোগ্য নয় অথচ যাঁরা ভাঙছেন তাঁরা নিজেদের সমাজসেবী হিসেবে পরিচয় দেন । তবে পঞ্চায়েত অফিসে ভাঙচুরের ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তাই পুলিশের তরফেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

চন্দ্রকোণা, 18 মে : চন্দ্রকোণায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে 100 দিনের কাজ নিয়ে গন্ডগোল ৷ পঞ্চায়েত প্রধানের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই । পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা 1নং ব্লকের তাতালপুর জাড়া 2নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা ৷ সোমবার বিকেলে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সকাল পর্যন্ত পঞ্চায়েত প্রধানের অফিসে ভাঙচুর ও লন্ডভন্ডের ছবি স্পষ্ট । এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি ৷

ওই ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুজয় পাত্র জানান, এটা তাঁদের নিজেদের ব্যাপার, নিজেরা মিটিয়ে নিয়েছেন । যদিও সরকারি সম্পত্তি কেন ভাঙচুর হল এবং তৃণমূলের নেতারা কেন তা করলেন, সে বিষয়ে কেউ মুখ খুলতে চাননি ।

একশো দিনের কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পঞ্চায়েত অফিসে ভাঙচুর

আরও পড়ুন : আসানসোলে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় পরিদর্শন বাবুলের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ভাবে দিনের পর দিন সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে ৷ এটা কোনওভাবেই সমর্থনযোগ্য নয় অথচ যাঁরা ভাঙছেন তাঁরা নিজেদের সমাজসেবী হিসেবে পরিচয় দেন । তবে পঞ্চায়েত অফিসে ভাঙচুরের ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তাই পুলিশের তরফেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.