ETV Bharat / state

মেদিনীপুর মেডিকেল কলেজে অক্সিজেনের আকাল, সমস্যায় কোভিড রোগীরা

অক্সিজেন সংকট দেখা দিল মোদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ মেদিনীপুর মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়া সত্ত্বেও কেন অক্সিজেন নেই সেই প্রশ্ন করছেন এলাকার মানুষ। যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে মেডিকেল কলেজের স্বাস্থ্য আধিকারিক। মেদিনীপুর মেডিকেল কলেজ সুপার তন্ময়কান্তি পাঁজাকে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ৷

মেদিনীপুর মেডিকেল কলেজে অক্সিজেনের আকাল
মেদিনীপুর মেডিকেল কলেজে অক্সিজেনের আকাল
author img

By

Published : May 13, 2021, 2:49 PM IST

মেদিনীপুর 13 মে : যত দিন যাচ্ছে রাজ্যে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি ৷ অক্সিজেন সংকটও ক্রমেই ঘনীভূত হচ্ছে রাজ্যে ৷ এই পরিস্থিতিতে অক্সিজেন সংকট দেখা গেল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এদিন বলা হয়, হাসপাতালে যেসব করোনা রোগীরা ভর্তি রয়েছেন তাঁদের আত্মীয়দের বলা হয়, বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার কিনে দিলে তবেই করোনা রোগীরা অক্সিজেন পাবেন ৷ এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে ৷

সুত্র মারফৎ জানা যায়, মেদিনীপুর মেডিকেল কলেজের নতুন বিল্ডিংয়ের উপর তলায় কোভিড রোগীদের রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ এই ওয়ার্ডে রয়েছে 24 জন করোনা রোগী। এই 24 জনের জন্য বরাদ্দ রয়েছে সাতটি সিলিন্ডার ৷ অভিযোগ, গতকাল রাত একটাটার মধ্যে বাকি ছ’টি সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে যায়। কেবলমাত্র একটি সিলিন্ডারে অক্সিজেন মজুত ছিল ৷ ফলে এতজন রোগীকে একটি সিলিন্ডার থেকে কিভাবে অক্সিজেন দেওয়া হবে সেনিয়ে চিন্তায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীর আত্মীয়স্বজনদের মধ্যে ৷ যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে মেডিকেল কলেজের স্বাস্থ্য আধিকারিক। মেদিনীপুর মেডিকেল কলেজ সুপার তন্ময়কান্তি পাঁজাকে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ৷

মেদিনীপুর মেডিকেল কলেজে অক্সিজেনের আকাল, সমস্যায় কোভিড রোগীরা

এই অবস্থায় করোনা রোগীদের আত্মীয়রা বাইরে থেকে অক্সিজেন কিনতে ছুটোছুটি শুরু করে দেন ৷ মেদিনীপুর মেডিকেল কলেজ সুপার ফোন রিসিভ না করলেও মেডিকেল কলেজের প্রিন্সিপাল পঞ্চানন কুণ্ডু অক্সিজেনের সমস্যার কথা স্বীকার করে নেন ৷ তিনি বলেন, "পাইপলাইন অক্সিজেন পরিষেবা এখনও চালু না হওয়ার জন্য অক্সিজেনের সমস্যা হয়েছে। তবে আমরা গাফিলতির অভিযোগ মেনে নিচ্ছি এবং আমরা বিষয়টা খতিয়ে দেখছি । "

আরও পড়ুন : ফের বিহারে গঙ্গার ঘাটে ভেসে এল 8টি দেহ

এ বিষয়ে মেদিনীপুর জেলাশাসক ডক্টর রেশমি কোমলকে বারংবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি। মেদিনীপুর মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়া সত্ত্বেও কেন অক্সিজেন নেই, সেই প্রশ্ন করছেন এলাকার মানুষ।

মেদিনীপুর 13 মে : যত দিন যাচ্ছে রাজ্যে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি ৷ অক্সিজেন সংকটও ক্রমেই ঘনীভূত হচ্ছে রাজ্যে ৷ এই পরিস্থিতিতে অক্সিজেন সংকট দেখা গেল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এদিন বলা হয়, হাসপাতালে যেসব করোনা রোগীরা ভর্তি রয়েছেন তাঁদের আত্মীয়দের বলা হয়, বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার কিনে দিলে তবেই করোনা রোগীরা অক্সিজেন পাবেন ৷ এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে ৷

সুত্র মারফৎ জানা যায়, মেদিনীপুর মেডিকেল কলেজের নতুন বিল্ডিংয়ের উপর তলায় কোভিড রোগীদের রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ এই ওয়ার্ডে রয়েছে 24 জন করোনা রোগী। এই 24 জনের জন্য বরাদ্দ রয়েছে সাতটি সিলিন্ডার ৷ অভিযোগ, গতকাল রাত একটাটার মধ্যে বাকি ছ’টি সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে যায়। কেবলমাত্র একটি সিলিন্ডারে অক্সিজেন মজুত ছিল ৷ ফলে এতজন রোগীকে একটি সিলিন্ডার থেকে কিভাবে অক্সিজেন দেওয়া হবে সেনিয়ে চিন্তায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীর আত্মীয়স্বজনদের মধ্যে ৷ যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে মেডিকেল কলেজের স্বাস্থ্য আধিকারিক। মেদিনীপুর মেডিকেল কলেজ সুপার তন্ময়কান্তি পাঁজাকে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ৷

মেদিনীপুর মেডিকেল কলেজে অক্সিজেনের আকাল, সমস্যায় কোভিড রোগীরা

এই অবস্থায় করোনা রোগীদের আত্মীয়রা বাইরে থেকে অক্সিজেন কিনতে ছুটোছুটি শুরু করে দেন ৷ মেদিনীপুর মেডিকেল কলেজ সুপার ফোন রিসিভ না করলেও মেডিকেল কলেজের প্রিন্সিপাল পঞ্চানন কুণ্ডু অক্সিজেনের সমস্যার কথা স্বীকার করে নেন ৷ তিনি বলেন, "পাইপলাইন অক্সিজেন পরিষেবা এখনও চালু না হওয়ার জন্য অক্সিজেনের সমস্যা হয়েছে। তবে আমরা গাফিলতির অভিযোগ মেনে নিচ্ছি এবং আমরা বিষয়টা খতিয়ে দেখছি । "

আরও পড়ুন : ফের বিহারে গঙ্গার ঘাটে ভেসে এল 8টি দেহ

এ বিষয়ে মেদিনীপুর জেলাশাসক ডক্টর রেশমি কোমলকে বারংবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি। মেদিনীপুর মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়া সত্ত্বেও কেন অক্সিজেন নেই, সেই প্রশ্ন করছেন এলাকার মানুষ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.