মেদিনীপুর, 13 মার্চ : জাপান থেকে রাজ্যে ফেরার পরই কোরোনা উপসর্গ । হাসপাতালে যেতেই 14 দিন পর্যবেক্ষণে থাকার নির্দেশ । যা জানাজানির হওয়ার পরই শুরু মেদিনীপুরে আতঙ্কের পরিবেশ । যদিও ডাক্তাররা বলছেন, আতঙ্কের কিছু নেই, সুরক্ষিত থাকা দরকার ।
কর্মসূত্রে গিয়েছিলেন জাপানে । সেখান থেকে মেদিনীপুরে নিজের বাড়ি ফেরার পরই সর্দি, কাশি, জ্বরে ভুগছেন । গলায় ব্যাথা ও পেটে ব্যাথাও রয়েছে তাঁর । আজ মেদিনীপুর হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন । ডাক্তাররা তাঁকে দেখার পর 14 দিন পর্যবেক্ষণে থাকার নির্দেশ দিয়েছেন । আর সেই খবর জানাজানি হতেই মেদিনীপুর শহর লাগোয়া সব এলাকায়ই কোরোনা আতঙ্ক ছড়িয়েছে ।
এবিষয়ে মেদিনীপুর হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানান, সতর্কতামূলক সব পদক্ষেপই করা হচ্ছে । সচেতনতা ছড়াতে ব্যানার, পোস্টার লাগানো চলছে । এ রাজ্যে যারা বাইরে থেকে আসছে, তাদের আমরা পর্যবেক্ষণে রাখছি । আজও আমাদের কাছে একজন এসেছিল তাকেও 14 দিন পর্যবেক্ষণে রাখছি । কোরোনা হলে যা হয়, সেই উপসর্গ হলেও কেউ যেন কারও সঙ্গে বেশি কথা বলা বা মেলামেশা না করে । যাতে ভাইরাসটি থাকলেও না ছড়ায় । সতর্ক থাকলে সুস্থ হওয়া সম্ভব । আর পুরো বিষয়টি উপর নজরদারি চালাচ্ছি আমরা ।