ETV Bharat / state

Shootout at Kharagpur: ফের শুটআউট খড়গপুরে, চাঞ্চল্য ছড়াল রেল শহরে - চাঞ্চল্য ছড়াল রেল শহরে

প্রকাশ্য ফাইন্যান্স কর্মীকে (Finance Staff) শুটআউট! পুলিশের দাবি পুরানো শত্রুতার জের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 13, 2023, 10:49 PM IST

খড়গপুর, 13 মার্চ: আসানসোলের মতো ভয়ংকর ঘটনা রেল শহরে। টাকা কালেকশন করে ফেরার সময় এক ফিন্যান্স কোম্পানির কর্মীকে লক্ষ্য করে গুলি (One Injure in Shootout) । আশংকাজনক অবস্থায় ওই ব্যক্তিকে ভরতি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর থানার পুলিশ। পুরনো শত্রুতার জের বলে এই ঘটনা ৷ প্রাথমিক অনুমান পুলিশের।

ঘটনাক্রমে জানা যায় সোমবার দুপুরে খড়গপুর 2 নম্বর ব্লকের সাঙ্গাড় এলাকায় বাইক নিয়ে প্রতিদিনের মতো লোনের টাকা কালেকশন করতে যাচ্ছিলেন অভিজিৎ ভুঁইয়া নামে এক ফিন্যান্স কর্মী। লোনের টাকা নিয়ে রেলশহর খড়গপুরের কয়তা এলাকায় প্রবেশ করলে সেই সময় পিছন দিক থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি গিয়ে লাগে অভিজিতের গায়ে। এরপরই স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে নিয়ে আসে খড়গপুর মহকুমা হাসপাতালে। কিন্তু পরবর্তীকালে অভিজিতের অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

যদিও এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুরের পুলিশ প্রশাসন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। খতিয়ে দেখতে শুরু করে এলাকায় লাগানো সিসিটিভির ফুটেজ। এই ঘটনায় মেদিনীপুরের নতুন পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "ঘটনাটি ঘটেছে খড়গপুরে। আমরা তদন্ত চালাচ্ছি। একজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে তবে আমাদের অনুমান পুরনো শত্রুতা জেরেই এই ঘটনা ঘটেছে। তবে আহত ব্যক্তি এখন খানিকটা সুস্থ রয়েছেন।

আরও পড়ুন: পাণ্ডুয়ায় শুট আউটে মৃত এক ব্যক্তি, আটক এক

উল্লেখ্য, রেল শহর খড়গপুরে গুলি চালানোর কোনও নতুন ঘটনা নয়। মাসখানেক আগেই এই ধরনের ঘটনা ঘটেছিল। তবে সেক্ষেত্রে পুলিশ সক্রিয়তার সঙ্গে গ্রেফতার ও করেছিল। এছাড়াও মেদিনীপুর শহরেও টাকা কালেকশন করে ফেরার পথে এক মুরগি ব্যবসায়ীকে গুলি চালানোর ঘটনায় পুলিশ চার দিনের মাথায় অভিযুক্তদের কলকাতা থেকে গ্রেফতার করে। অন্যদিকে, বেশ কয়েকদিন আগে আসানসোলে শুটআউটের ঘটনা সামনে আসে ৷ হোটেলে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অরবিন্দ ভগত নামে ওই ব্যবসায়ীকে ৷ কিন্তু তার আগেই তিনি রাস্তাতে মারা যান ৷

খড়গপুর, 13 মার্চ: আসানসোলের মতো ভয়ংকর ঘটনা রেল শহরে। টাকা কালেকশন করে ফেরার সময় এক ফিন্যান্স কোম্পানির কর্মীকে লক্ষ্য করে গুলি (One Injure in Shootout) । আশংকাজনক অবস্থায় ওই ব্যক্তিকে ভরতি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর থানার পুলিশ। পুরনো শত্রুতার জের বলে এই ঘটনা ৷ প্রাথমিক অনুমান পুলিশের।

ঘটনাক্রমে জানা যায় সোমবার দুপুরে খড়গপুর 2 নম্বর ব্লকের সাঙ্গাড় এলাকায় বাইক নিয়ে প্রতিদিনের মতো লোনের টাকা কালেকশন করতে যাচ্ছিলেন অভিজিৎ ভুঁইয়া নামে এক ফিন্যান্স কর্মী। লোনের টাকা নিয়ে রেলশহর খড়গপুরের কয়তা এলাকায় প্রবেশ করলে সেই সময় পিছন দিক থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি গিয়ে লাগে অভিজিতের গায়ে। এরপরই স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে নিয়ে আসে খড়গপুর মহকুমা হাসপাতালে। কিন্তু পরবর্তীকালে অভিজিতের অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

যদিও এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুরের পুলিশ প্রশাসন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। খতিয়ে দেখতে শুরু করে এলাকায় লাগানো সিসিটিভির ফুটেজ। এই ঘটনায় মেদিনীপুরের নতুন পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "ঘটনাটি ঘটেছে খড়গপুরে। আমরা তদন্ত চালাচ্ছি। একজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে তবে আমাদের অনুমান পুরনো শত্রুতা জেরেই এই ঘটনা ঘটেছে। তবে আহত ব্যক্তি এখন খানিকটা সুস্থ রয়েছেন।

আরও পড়ুন: পাণ্ডুয়ায় শুট আউটে মৃত এক ব্যক্তি, আটক এক

উল্লেখ্য, রেল শহর খড়গপুরে গুলি চালানোর কোনও নতুন ঘটনা নয়। মাসখানেক আগেই এই ধরনের ঘটনা ঘটেছিল। তবে সেক্ষেত্রে পুলিশ সক্রিয়তার সঙ্গে গ্রেফতার ও করেছিল। এছাড়াও মেদিনীপুর শহরেও টাকা কালেকশন করে ফেরার পথে এক মুরগি ব্যবসায়ীকে গুলি চালানোর ঘটনায় পুলিশ চার দিনের মাথায় অভিযুক্তদের কলকাতা থেকে গ্রেফতার করে। অন্যদিকে, বেশ কয়েকদিন আগে আসানসোলে শুটআউটের ঘটনা সামনে আসে ৷ হোটেলে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অরবিন্দ ভগত নামে ওই ব্যবসায়ীকে ৷ কিন্তু তার আগেই তিনি রাস্তাতে মারা যান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.