ETV Bharat / state

Vidyasagar University Workshop : জঙ্গলমহলে একদিনের কর্মশালা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের - Workshop at Vidyasagar University

জঙ্গলমহলে একদিনের কর্মশালার আয়োজন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Workshop at Vidyasagar University)। এই কর্মশালায় ছাত্রছাত্রীদের পাশাপাশি জেলার সাংবাদিকদেরও সচেতন করা হয় ৷

Vidyasagar University News
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল একদিনের কর্মশালা
author img

By

Published : Apr 20, 2022, 6:46 AM IST

মেদিনীপুর, 19 এপ্রিল : ফেক নিউজ ছড়ানো এবং ফেক নিউজ থেকে বাঁচতে এবার জঙ্গলমহলে একদিনের কর্মশালার আয়োজন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University Workshop)। কর্মশালায় ছাত্রছাত্রীদের পাশাপাশি জেলার সাংবাদিকদেরও সচেতন করা হয় ৷

বর্তমানে ডিজিটাল যুগে সময়ের অভাব আর তাতে পেপার ও টিভির পাশাপাশি এবার ডিজিটাল পত্রপত্রিকারও রমরমা বাজারে । তবে তাতে সমস্যা করেছে ফেক নিউজ । এই একদিনের কর্মশালায় শুধু ছাত্রছাত্রী নয়, সঙ্গে জেলার বিভিন্ন পত্রপত্রিকায় সঙ্গে অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় । এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজিপ্রতিম বসু, রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী, সুনীলকুমার মল্লিক, প্রলয় লাহা, তপনকুমার দে প্রমুখ ।

ভুয়ো খবরের প্রচার রুখতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল একদিনের কর্মশালা

আরও পড়ুন : Malda Farmer wins Lottery : রাতারাতি কোটিপতি, লটারির টিকিট নিয়ে পুলিশের দ্বারস্থ ভাগচাষি

এদিন প্রলয় লাহা এসেছিলেন একটি দৈনিক নিউজ চ্যানেল থেকে। তিনি এসে ভিডিয়োর মাধ্যমে কীভাবে ফেক নিউজ অর্থাৎ ভুয়ো খবর এড়ানো যায়, কীভাবে ফেক নিউজ চেনা যায় এবং তা প্রতিরোধ করতে কী কী ব্যবস্থা নেওয়া যায় সে ক্ষেত্রে বোঝান সবাইকে ।

এই ফেক নিউজ সংক্রান্ত কর্মশালায় উপস্থিত হতে পেরে ছাত্রছাত্রীদের পাশাপাশি জেলার সংবাদ মাধ্যম কর্মীরাও খুশি ।

মেদিনীপুর, 19 এপ্রিল : ফেক নিউজ ছড়ানো এবং ফেক নিউজ থেকে বাঁচতে এবার জঙ্গলমহলে একদিনের কর্মশালার আয়োজন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University Workshop)। কর্মশালায় ছাত্রছাত্রীদের পাশাপাশি জেলার সাংবাদিকদেরও সচেতন করা হয় ৷

বর্তমানে ডিজিটাল যুগে সময়ের অভাব আর তাতে পেপার ও টিভির পাশাপাশি এবার ডিজিটাল পত্রপত্রিকারও রমরমা বাজারে । তবে তাতে সমস্যা করেছে ফেক নিউজ । এই একদিনের কর্মশালায় শুধু ছাত্রছাত্রী নয়, সঙ্গে জেলার বিভিন্ন পত্রপত্রিকায় সঙ্গে অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় । এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজিপ্রতিম বসু, রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী, সুনীলকুমার মল্লিক, প্রলয় লাহা, তপনকুমার দে প্রমুখ ।

ভুয়ো খবরের প্রচার রুখতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল একদিনের কর্মশালা

আরও পড়ুন : Malda Farmer wins Lottery : রাতারাতি কোটিপতি, লটারির টিকিট নিয়ে পুলিশের দ্বারস্থ ভাগচাষি

এদিন প্রলয় লাহা এসেছিলেন একটি দৈনিক নিউজ চ্যানেল থেকে। তিনি এসে ভিডিয়োর মাধ্যমে কীভাবে ফেক নিউজ অর্থাৎ ভুয়ো খবর এড়ানো যায়, কীভাবে ফেক নিউজ চেনা যায় এবং তা প্রতিরোধ করতে কী কী ব্যবস্থা নেওয়া যায় সে ক্ষেত্রে বোঝান সবাইকে ।

এই ফেক নিউজ সংক্রান্ত কর্মশালায় উপস্থিত হতে পেরে ছাত্রছাত্রীদের পাশাপাশি জেলার সংবাদ মাধ্যম কর্মীরাও খুশি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.