ঘাটাল, 5 জুলাই: বিদ্যাসাগরের নিজের হাতে তৈরি বীরসিংহ গ্রামে ভগবতী বিদ্যালয়ের পুরনো মাটির ছাত্রাবাস ভেঙে পড়ল হঠাৎই । যদিও এটিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন অনেক আগেই (old hostel of Bhagabati Vidyalaya collapsed) । পিডব্লুডি দ্বারা তা সংরক্ষণের কাজ চলাকালীন তখনই ভেঙে পড়ে একটি অংশ । স্কুল কর্তৃপক্ষ থেকে শাসকদল ও আধিকারিকরা জানালেন তারা কিছুই জানেন না এই স্কুলের সংস্কার সম্বন্ধে ।
সোমবার বিকেল নাগাদ ভেঙে পড়ে সংস্কাররত বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের পুরনো মাটির ছাত্রাবাস । স্থানীয় বাসিন্দা সুব্রত ঘোষ জানান, 150 বছরেরও বেশি এই প্রাচীন এই ছাত্রাবাস । প্রথমদিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ হিসাবেই ব্যবহার হত । পরবর্তীকালে বর্তমান বিদ্যালয়ের উত্তর-দক্ষিণ দিকে মাটির ঘরে ক্লাস শুরু হলে এখানে অফিসের কাজ শুরু হয় । তারপরে এটি পুরোপুরি ছাত্রাবাস হিসাবেই ব্যবহার হয়ে এসেছে ।
ছাত্রাবাসের নতুন বিল্ডিং নির্মিত হওয়ায় এবং ছাত্রাবাসের ছাত্র কমে যাওয়ার ফলে এই মাটির বাড়ি দুটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল । সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সূচনা করে এই মাটির বাড়ি দুটিকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করেন । সেই ঘোষণা অনুযায়ী দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে সংস্কারের কাজ চলছিল । তারই মধ্যে এই ঘটনা ঘটে ।
আরও পড়ুন : Ghatal Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মিলেছে কেন্দ্রের তরফে 1200 কোটি টাকা
এই নিয়ে ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলই যিনি এই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তিনি জানান, আমরা এই কাজের বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে । আমি ডিএম-কে ফোনে বিষয়টি জানিয়েছি । উনি আগামিকাল এডিএম-কে পাঠাবেন বলেছেন খতিয়ে দেখতে ।
অপরদিকে প্রধান শিক্ষক প্রদীপ পাঠক জানান, আমার বিদ্যালয়ে এই সংক্রান্ত কোনও তথ্য নেই । আমাকে কয়েকদিন আগে মেদিনীপুরে একই প্রশ্ন করা হয়েছিল । আমি কোনও সদুত্তর দিতে পারিনি । ঘাটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় তথা পরিচালন কমিটির সদস্য জানান, আমরা সম্পূর্ণ অন্ধকারে । যতবার জানার চেষ্টা করেছি ততবার এই কাজের কর্মীরা উত্তর দিয়েছেন, আমরা কিছু জানি না । এজেন্সি মারফত কাজ হচ্ছে অথচ কোন এজেন্সি কত টাকার কাজ, প্ল্যান সবই আমাদের অজানা ।
যদিও প্রসঙ্গক্রমে বলা যায় গত কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে এক বৈঠকে এসে এই বিল্ডিং তৈরি করা নিয়ে বকাঝকা করে যান পিডব্লুডি-কে । আর এই নিয়ে তাই বেশি কেউ মাথা ঘামাতে রাজি হননি ।