খড়গপুর, 9 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল পেশ নিয়ে একদিকে যখন উত্তাল লোকসভা, তখনই খড়গপুরের সভামঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) ও NRC-র বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফের জানালেন, বাংলার তিনি কোনওমতেই NRC হতে দেবেন না ৷ তাঁর আরও সংযোজন, "যতদিন আছি বাংলায় NRC হতে দেব না । NRC ও CAB আসলে কয়েনের এপিঠ-ওপিঠ৷"
সকাল থেকেই নাগরিকত্ব সংশোধনী বিল পেশ নিয়ে উত্তাল সংসদ । দেশের নানা প্রান্তে চলছে বিক্ষোভ । বিশেষ করে উত্তর-পূর্বের একাধিক জায়গায় টায়ার জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ । এরই মধ্যে আজ খড়গপুরে জনসভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । খড়গপুর সদর আসনে উপনির্বাচনে জয়লাভের পর আজ মানুষজনকে ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো । তারপরই জাতীয় নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন । বলেন, " এখানে NRC হবে না ৷ যতদিন আছি NRC হতে দেব না । আপনারা অযথা ভয় পাবেন না । মনে রাখবেন জাতীয় নাগরিক পঞ্জি(NRC) ও নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) এক কয়েনের এপিঠ-ওপিঠ । "
রেশন কার্ডের প্রসঙ্গ তুলে মমতা বলেন,"আপনারা ডিজিটাল রেশন কার্ড করবেন ৷ আমরা দু'ধরনের রেশন কার্ড করে দিয়েছি । একটি ঠিকানা ও আর একটি রেশন সামগ্রী নেওয়ার জন্য।"
পাশাপাশি মেদিনীপুরের উন্নয়ন নিয়ে মমতার বক্তব্য, "মেদিনীপুরে আগে শুধু নরকঙ্কাল দেখা যেত, আমরা শান্তি এনেছি । CPI(M)-র 50,000 কোটি টাকার দেনা শোধ করেছি । তারপরও উন্নয়নও করেছি । খড়গপুরে সুপার স্পেশালিটি হাসাপাতাল করব । স্টেডিয়াম ও গ্যালারি করার জন্য 5 কোটি দেওয়া হবে ।"