অশিক্ষক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর । 9টি পদের জন্য মোট আসন রয়েছে 12টি । পদগুলির বেতনসীমা থাকছে 56 হাজার থেকে 2 লাখ পর্যন্ত । আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন ৷ এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল...
আসন সংখ্যা :
মোট শূন্য আসন রয়েছে 12টি।
- ডেপুটি চিফ সিস্টেম ম্যানেজার - 1টি আসন
- সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল) - 1টি আসন
- ডেপুটি রেজিস্ট্রার - 2টি আসন
- সিনিয়র এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল) - 1টি আসন
- সিনিয়র সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার - 2টি আসন
- সিনিয়র টেকনিক্যাল অফিসার - 1টি আসন
- এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার - 1টি আসন
- সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার - 1টি আসন
- কাউন্সেলর - 1টি আসন
শিক্ষাগত যোগ্যতা :
- ডেপুটি চিফ সিস্টেম ম্যানেজার পদের জন্য কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে Ph.d থাকতে হবে । এবং 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
- সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং-এ B.Tech ডিগ্রিতে 1st class থাকতে হবে ।
- ডেপুটি রেজিস্ট্রার পদের জন্য মাস্টার ডিগ্রিতে 55 শতাংশ নম্বর থাকতে হবে ।
- সিনিয়র এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল) পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং-এ B.Tech ডিগ্রিতে 1st class থাকতে হবে ।
- সিনিয়র সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার পদের জন্য কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে B.Tech থাকতে হবে ।
- সিনিয়র টেকনিক্যাল অফিসার পদের জন্য B.Tech-এ 1st class থাকতে হবে
- এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদের জন্য B.Tech-এ 1st class থাকতে হবে ।
- সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার পদের জন্য কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে B.Tech ডিগ্রিতে 1st class থাকতে হবে ।
- কাউন্সেলর পদের জন্য সাইকোলজিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে ।
বিস্তারিত জানতে IIT খড়গপুরের ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) গিয়ে সরকারি বিজ্ঞপ্তিতে নজর রাখুন ৷
আবেদনের প্রক্রিয়া :
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের IIT খড়গপুরের অফিসিয়াল সাইটে (www.iitkgp.ac.in) গিয়ে আবেদন জমা দিতে হবে । অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে 21 সেপ্টেম্বর, 2020 পর্যন্ত । বিস্তারিত জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে ।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদনপত্র জমা দেওয়া যাবে : 21.09.2020
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।