ETV Bharat / state

এখনও অথৈ জলে ঘাটাল মাস্টার প্ল্যান

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের মানুষকে বন্যার হাত থেকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করার জন্য সেচ বিভাগকে নির্দেশ দিয়েছিলেন ৷ ছবিটা এবার বদলাবে ভেবেছিলেন ঘাটালের বাসিন্দারা ৷ করা হয়েছিল অনেক পরিকল্পনা ৷ তৈরি ঘাটাল মাস্টার প্ল্যান ৷ তবে, কিছুই হয়নি ৷

ঘাটাল মাস্টার প্ল্যান
ঘাটাল মাস্টার প্ল্যান
author img

By

Published : Jan 6, 2020, 12:03 AM IST

Updated : Jan 8, 2020, 12:02 AM IST

ঘাটাল, 5 জানুয়ারি : বর্ষাকাল এলেই চিন্তায় থাকেন ঘাটালবাসী ৷ এক ইঞ্চি বাড়লেই শীলাবতী নদীর জলে ডুবে যায় দু'ধারের গ্রামের পর গ্রাম ৷ প্রতি বছর একই ছবি ফুটে ওঠে ঘাটালে ৷ তবে, ছবিটা এবার বদলাবে ভেবেছিলেন ঘাটালের বাসিন্দারা ৷ করা হয়েছিল অনেক পরিকল্পনা ৷ তৈরি ঘাটাল মাস্টার প্ল্যান ৷

ঘাটালের মাস্টার প্ল্যান কী ?

বর্ষাকালে ঘাটালের অঞ্চলগুলি শীলাবতী নদীর জলে ডুবে যাওয়ায় আতঙ্কে থাকে সাধারণ মানুষ ৷ এমনকী, চেতুয়া, দাসপুর 1 ও 2 ব্লকের মতো অঞ্চলগুলিও ক্ষতিগ্রস্ত হয় ৷ এই অবস্থা থেকে গ্রামবাসীদের বাঁচাতেই শীলাবতী নদীর উপর একটি 6 মিটার বাঁধ নির্মাণ এবং ঘাটালে একটি পাম্প (5000 কিউসেক ক্ষমতা সহ) স্থাপন করা হবে বলে ঠিক করা হয় ৷ সঙ্গে দাসপুর দুর্বাচটী নদী ও চন্দ্রেশ্বর-গোমরাই-পায়রাশি খাল সংস্কার, পলাশপাই নদীর উপরেও সেতু নির্মাণ করা হবে ৷ 1238 কোটি টাকার এই মাস্টার প্ল্যানে কেন্দ্র ও রাজ্য 25-75 শতাংশ টাকা দিয়ে তৈরি হবে এই প্ল্যান ৷

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের মানুষকে বন্যার হাত থেকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করার জন্য সেচ বিভাগকে নির্দেশ দিয়েছিলেন ৷ এই 'মাস্টার প্ল্যান' বিভাগটি তৈরি করেছিলেন ৷ 2014 সালে ছাড়পত্রের জন্য কেন্দ্রকে এই পরিকল্পনা জানান ৷ শেষ পর্যন্ত কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানকে অনুমোদন দেয় ৷ তবে, তারা 1238 কোটি টাকার প্রকল্পের জন্য কোনও তহবিল বরাদ্দ করেনি ৷ কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীর মুখ্য সচিব রাজ্য সরকারি কর্মকর্তাদের কাছে একই কথা জানিয়েছেন ৷ কেন্দ্র এই প্রকল্পের ব্যয় বহন করবে না বলে জানিয়ে দেয় ৷ রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তহবিল চেয়ে কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ প্রশাসনিক কর্তাদের মতে, এটি রাজ্যের প্রতি কেন্দ্রের অবহেলার আরও একটি উদাহরণ ৷ অতীতে, সেচ প্রকল্পগুলির জন্য, কেন্দ্র এবং রাজ্য 75-25 অনুপাতের সাথে ব্যয় ভাগ করত ৷ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরে কেন্দ্রের অংশভাগ হ্রাস পেয়ে 50 শতাংশে নামিয়ে আনা হয়েছিল ৷ তবে ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে কেন্দ্র তার 50 শতাংশ অংশের জন্য অর্থ বরাদ্দ দেয়নি ৷

তবে, বর্তমানে ঘাটালের মাস্টার প্ল্যান অথৈ জলে ৷ গত লোকসভা নির্বাচনের আগে সব রাজনৈতিক দলগুলি এই প্ল্যান হবে বলে মানুষকে আশ্বস্ত করেছিলেন ৷ কিন্তু, সেই আশ্বাস আশ্বাসই রয়ে গেছে ৷ কোনও দিক থেকেই কাজ এগোয়নি একটুও ৷ ঘাটালবাসীদের দুর্দশা রয়ে গেছে একই ৷ দ্বিতীয়বার সাংসদ হলে এই মাস্টারপ্ল্যান রূপায়ণ করে দেবেন কথা দিয়েছিলেন দেব (দীপক অধিকারী) ৷ কিন্তু, সে কাজের কিছুই এখনও হয়নি ৷ দেবের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি ৷ তাঁর PA সায়ন জানান, দাদা শুটিংয়ে ব্যস্ত ৷ ঘাটাল গেলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেবেন ৷ পরে, সাংসদকে অনেকবার পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তারও উত্তর পাওয়া যায়নি ৷

তবে, এবিষয়ে শুধু দেবকে দোষ দিতে নারাজ BJP নেত্রী ভারতী ঘোষ ৷ মুখ্যমন্ত্রীরও দোষ আছে বলেই মনে করছেন তিনি ৷ বলেন, "একা দেবকে দোষ দিয়ে লাভ নেই ৷ কারণ দেব যে দল করে, সেই তৃণমূলের নেত্রী ক্ষমতায় আসার আগে আশ্বস্ত করে গিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে ছ'মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবেন ৷ কিন্তু, ক্ষমতায় আসার পর তিনি সব ভুলে গেছেন ৷ স্বাভাবিকভাবেই দেব সেই দলের একজন সাংসদ ৷ তাই একই পথ অনুসরণ করছেন ৷" 2021-এ BJP ক্ষমতায় এলে এই মাস্টার প্ল্যান রূপায়ণ করা হবে বলে জানান তিনি ৷

দেখুন ভিডিয়ো...

এই প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়েছেন বর্তমান রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা ৷ কংগ্রেসে থাকাকালীন সময় থেকে তাঁর এই লড়াই চলছে ৷ তবে তিনি বলেন, BJP সরকার চক্রান্ত করে রাজ্য সরকারকে এই কপালেশ্বরী ও ঘাটাল মাস্টার প্ল্যানকে টাকা দিচ্ছে না ৷ যা একে অন্যজনের সঙ্গে সম্পর্কিত ৷ কপালেশ্বরী প্রোজেক্টের সাড়ে 600 কোটি টাকা ও ঘাটাল মাস্টার প্ল্যানের 1200 কোটি টাকা কেন্দ্রীয় সরকার এক প্রকার বন্ধ করে রেখেছে ৷ বিধায়ক গীতা ভুঁইঞা এই নিয়ে সরব হয়েছেন বিধানসভাতে ৷ আমরা আগামীদিনে এই মাস্টার প্ল্যান নিয়ে আবার বৃহত্তর আন্দোলনে নামব, যতদিন না কেন্দ্র টাকা দেয় ৷

ঘাটাল, 5 জানুয়ারি : বর্ষাকাল এলেই চিন্তায় থাকেন ঘাটালবাসী ৷ এক ইঞ্চি বাড়লেই শীলাবতী নদীর জলে ডুবে যায় দু'ধারের গ্রামের পর গ্রাম ৷ প্রতি বছর একই ছবি ফুটে ওঠে ঘাটালে ৷ তবে, ছবিটা এবার বদলাবে ভেবেছিলেন ঘাটালের বাসিন্দারা ৷ করা হয়েছিল অনেক পরিকল্পনা ৷ তৈরি ঘাটাল মাস্টার প্ল্যান ৷

ঘাটালের মাস্টার প্ল্যান কী ?

বর্ষাকালে ঘাটালের অঞ্চলগুলি শীলাবতী নদীর জলে ডুবে যাওয়ায় আতঙ্কে থাকে সাধারণ মানুষ ৷ এমনকী, চেতুয়া, দাসপুর 1 ও 2 ব্লকের মতো অঞ্চলগুলিও ক্ষতিগ্রস্ত হয় ৷ এই অবস্থা থেকে গ্রামবাসীদের বাঁচাতেই শীলাবতী নদীর উপর একটি 6 মিটার বাঁধ নির্মাণ এবং ঘাটালে একটি পাম্প (5000 কিউসেক ক্ষমতা সহ) স্থাপন করা হবে বলে ঠিক করা হয় ৷ সঙ্গে দাসপুর দুর্বাচটী নদী ও চন্দ্রেশ্বর-গোমরাই-পায়রাশি খাল সংস্কার, পলাশপাই নদীর উপরেও সেতু নির্মাণ করা হবে ৷ 1238 কোটি টাকার এই মাস্টার প্ল্যানে কেন্দ্র ও রাজ্য 25-75 শতাংশ টাকা দিয়ে তৈরি হবে এই প্ল্যান ৷

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের মানুষকে বন্যার হাত থেকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করার জন্য সেচ বিভাগকে নির্দেশ দিয়েছিলেন ৷ এই 'মাস্টার প্ল্যান' বিভাগটি তৈরি করেছিলেন ৷ 2014 সালে ছাড়পত্রের জন্য কেন্দ্রকে এই পরিকল্পনা জানান ৷ শেষ পর্যন্ত কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানকে অনুমোদন দেয় ৷ তবে, তারা 1238 কোটি টাকার প্রকল্পের জন্য কোনও তহবিল বরাদ্দ করেনি ৷ কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীর মুখ্য সচিব রাজ্য সরকারি কর্মকর্তাদের কাছে একই কথা জানিয়েছেন ৷ কেন্দ্র এই প্রকল্পের ব্যয় বহন করবে না বলে জানিয়ে দেয় ৷ রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তহবিল চেয়ে কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ প্রশাসনিক কর্তাদের মতে, এটি রাজ্যের প্রতি কেন্দ্রের অবহেলার আরও একটি উদাহরণ ৷ অতীতে, সেচ প্রকল্পগুলির জন্য, কেন্দ্র এবং রাজ্য 75-25 অনুপাতের সাথে ব্যয় ভাগ করত ৷ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরে কেন্দ্রের অংশভাগ হ্রাস পেয়ে 50 শতাংশে নামিয়ে আনা হয়েছিল ৷ তবে ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে কেন্দ্র তার 50 শতাংশ অংশের জন্য অর্থ বরাদ্দ দেয়নি ৷

তবে, বর্তমানে ঘাটালের মাস্টার প্ল্যান অথৈ জলে ৷ গত লোকসভা নির্বাচনের আগে সব রাজনৈতিক দলগুলি এই প্ল্যান হবে বলে মানুষকে আশ্বস্ত করেছিলেন ৷ কিন্তু, সেই আশ্বাস আশ্বাসই রয়ে গেছে ৷ কোনও দিক থেকেই কাজ এগোয়নি একটুও ৷ ঘাটালবাসীদের দুর্দশা রয়ে গেছে একই ৷ দ্বিতীয়বার সাংসদ হলে এই মাস্টারপ্ল্যান রূপায়ণ করে দেবেন কথা দিয়েছিলেন দেব (দীপক অধিকারী) ৷ কিন্তু, সে কাজের কিছুই এখনও হয়নি ৷ দেবের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি ৷ তাঁর PA সায়ন জানান, দাদা শুটিংয়ে ব্যস্ত ৷ ঘাটাল গেলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেবেন ৷ পরে, সাংসদকে অনেকবার পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তারও উত্তর পাওয়া যায়নি ৷

তবে, এবিষয়ে শুধু দেবকে দোষ দিতে নারাজ BJP নেত্রী ভারতী ঘোষ ৷ মুখ্যমন্ত্রীরও দোষ আছে বলেই মনে করছেন তিনি ৷ বলেন, "একা দেবকে দোষ দিয়ে লাভ নেই ৷ কারণ দেব যে দল করে, সেই তৃণমূলের নেত্রী ক্ষমতায় আসার আগে আশ্বস্ত করে গিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে ছ'মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবেন ৷ কিন্তু, ক্ষমতায় আসার পর তিনি সব ভুলে গেছেন ৷ স্বাভাবিকভাবেই দেব সেই দলের একজন সাংসদ ৷ তাই একই পথ অনুসরণ করছেন ৷" 2021-এ BJP ক্ষমতায় এলে এই মাস্টার প্ল্যান রূপায়ণ করা হবে বলে জানান তিনি ৷

দেখুন ভিডিয়ো...

এই প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়েছেন বর্তমান রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা ৷ কংগ্রেসে থাকাকালীন সময় থেকে তাঁর এই লড়াই চলছে ৷ তবে তিনি বলেন, BJP সরকার চক্রান্ত করে রাজ্য সরকারকে এই কপালেশ্বরী ও ঘাটাল মাস্টার প্ল্যানকে টাকা দিচ্ছে না ৷ যা একে অন্যজনের সঙ্গে সম্পর্কিত ৷ কপালেশ্বরী প্রোজেক্টের সাড়ে 600 কোটি টাকা ও ঘাটাল মাস্টার প্ল্যানের 1200 কোটি টাকা কেন্দ্রীয় সরকার এক প্রকার বন্ধ করে রেখেছে ৷ বিধায়ক গীতা ভুঁইঞা এই নিয়ে সরব হয়েছেন বিধানসভাতে ৷ আমরা আগামীদিনে এই মাস্টার প্ল্যান নিয়ে আবার বৃহত্তর আন্দোলনে নামব, যতদিন না কেন্দ্র টাকা দেয় ৷

Intro:ভোট আসে ভোট যায় কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ প্ল্যান ই রয়ে গেছে ,রুপায়ন হয়নি ! হবেই বা কি করে চিত্রা অভিনেতা দেব কে দোষী না করে দেবের দলের নেত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দুষছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ,তিনি বলেন মানুষকে ঠকিয়ে ভোট নেয় তৃণমূল নেত্রী ,মানুষের ভুল নির্বাচনের জন্য আজ বিশবাঁও জলে ঘাটাল মাস্টার প্ল্যান l দেব তার নিজের দুনিয়ায় মগ্ন রয়েছে , যদিও দেব কে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে 1মাস ধরে যোগাযোগ করার চেষ্টা হলে শুটিং এ ব্যস্ত আছে বলে ফোন কেটে দেয় l Body:ভোট আসে ভোট যায় কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ প্ল্যান ই রয়ে গেছে ,রুপায়ন হয়নি ! হবেই বা কি করে চিত্রা অভিনেতা দেব কে দোষী না করে দেবের দলের নেত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দুষছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ,তিনি বলেন মানুষকে ঠকিয়ে ভোট নেয় তৃণমূল নেত্রী ,মানুষের ভুল নির্বাচনের জন্য আজ বিশবাঁও জলে ঘাটাল মাস্টার প্ল্যান l দেব তার নিজের দুনিয়ায় মগ্ন রয়েছে , যদিও দেব কে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে 1মাস ধরে যোগাযোগ করার চেষ্টা হলে শুটিং এ ব্যস্ত আছে বলে ফোন কেটে দেয় l



ঘাটালের মাস্টারপ্ল্যান এখনো অথৈ জলে ,গত লোকসভা নির্বাচনে সব রাজনৈতিক দলগুলি ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন করার জন্য ভোটারদের আশ্বস্ত করেছিলেন কিন্তু ভোট ফুরোতেই সেই আশ্বাস আশ্বাসে থেকে গেছে l এখনো পর্যন্ত রূপায়ণ হলোনা ঘাটাল মাস্টারপ্ল্যান l ফলে ঘাটাল বাসীদের দুর্দশার অন্ত একি থেকে l দেব এই ঘাটালের সাংসদ হয়েছে দ্বিতীয়বারের জন্য l প্রথমবার দেব সাংসদ হওয়ার প্রাক্কালে ঘাটাল বাসীকে আশ্বস্ত করেছিলেন তিনি সাংসদ হওয়ার পরই ঘাটালে মাস্টারপ্ল্যান রূপায়ন করবেন কিন্তু প্রথম পাঁচ বছর কেটে যাওয়ার পর সেকেন্ড টার্মের দেব আবার সাংসদ হওয়ার জন্য ভোটের প্রচারে আসেন ওই ঘাটালে l এবারও ভোটারদের আশ্বস্ত করে গেছিলেন দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর তিনি মাস্টারপ্ল্যান রূপায়ণ করে ফেলবেন l কিন্তু এখনো তা হয়ে উঠলো না l উল্লেখ করা যায় ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছর ঘাটালের মানুষকে বন্যার হাত থেকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করার জন্য সেচ বিভাগকে নির্দেশ দিয়েছিলেন l এই ‘মাস্টার প্ল্যান’ বিভাগটি তৈরি করেছিল এবং 2014 সালে ছাড়পত্রের জন্য কেন্দ্রকে পাঠিয়েছে l যদিও শেষ পর্যন্ত কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানকে অনুমোদন দিয়েছে, তবে তারা 1238 কোটি টাকার প্রকল্পের জন্য কোনও তহবিল বরাদ্দ দেয়নি l কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীর মুখ্য সচিব রাজ্য সরকারী কর্মকর্তাদের কাছে একই কথা জানিয়েছেন l কেন্দ্র এই প্রকল্পের ব্যয় বহন করতে অস্বীকৃতি জানায় l বেঙ্গল সরকার সুবিদিত কর্মকর্তারা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তহবিল চেয়ে কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন l কর্মকর্তাদের মতে, এটি রাজ্যটির প্রতি কেন্দ্রের অবহেলার আরও একটি উদাহরণ l অতীতে, সেচ প্রকল্পগুলির জন্য, কেন্দ্র এবং রাজ্য 75-25 অনুপাতের সাথে ব্যয় ভাগ করত l নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরে কেন্দ্রের অংশভাগ হ্রাস পেয়ে 50 শতাংশে নামিয়ে আনা হয়েছিল l তবে ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে কেন্দ্র তার 50 শতাংশ অংশের জন্য অর্থ বরাদ্দ দেয়নি l ঘাটাল মাস্টার প্ল্যান কী? সেচ দফতরের আধিকারিকদের মতে, বর্ষাকালে ঘাটালের অঞ্চলগুলি শীলাবতি নদীর জলে ডুবে যায় l এটি অঞ্চলের মানুষকে অনেক ঝামেলার কারণ l এমনকি চেতুয়া, দাসপুর 1 ও 2 ব্লকের মতো অঞ্চলও ক্ষতিগ্রস্থ হয় l জনগণকে ত্রাণ সরবরাহের লক্ষ্যে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল l পরিকল্পনার মধ্যে শীলাবতি নদীর উপর একটি 6 মিটার বাঁধ নির্মাণ এবং ঘাটালে একটি পাম্প (5000 কিউসেক ক্ষমতা সহ) স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে l এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে কোটি কোটি টাকা লাগবে যে টাকা কেন্দ্র ছাড়া রাজ্যের একার পক্ষে সম্ভব নয় l তাই বহুবার এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুধু বিরোধীরাই নয় বহু কমিটি ও সমিতি এই ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন করার জন্য বিভিন্ন সময় অবস্থান বিক্ষোভ করেছিল l তাদের মধ্যে অন্যতম হলো ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন সংগ্রাম কমিটি l ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ মঞ্জুর করে পূর্ণাঙ্গ কাজ শুরু,বর্ষার পূর্বে দাসপুর দুর্বাচটী নদী ও চন্দ্রেশ্বর-গোমরাই-পায়রাশি খাল সংস্কার,পলাসপাই নদীর উপরে ভেঙে যাওয়া কাঠের সেতু নূতন করে নির্মান সহ 8 দফা দাবি ,সাহেবঘাটে কংক্রীটের ব্রীজ নির্মানের দাবীতে বেশ কয়েক বার অবস্থান বিক্ষোভ করে ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন সংগ্রাম কমিটি l কিন্তু সেই দাবি পূরণ হয়নি 2019 এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি নেত্রী ভারতী ঘোষ ঘাটালে বিজেপি প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ান l ঘাটাল বাসি কে আশ্বস্ত করেন যে ঘাটাল থেকে তিনি জিতেএলে ঘাটালে মাস্টারপ্ল্যান রূপায়ণ তিনি করবেন কিন্তু গণনা শেষে তিনি চিত্রা অভিনেতা দেব এর কাছে 1 লক্ষ এর সামান্য কিছু ভোটে হেরে যান বিজেপি নেত্রী ভারতী ঘোষ l ফলে সেকেন্ড টার্ম এ আবার সাংসদ হিসেবে নির্বাচিত হন অভিনেতা দেব l বলাবাহুল্য অভিনেতা দেব ভোটের আগে ঘনঘন ঘাটাল দৌড়ে আসতেন , ফিটফাট জামা ,ছেঁড়া জিন্স পরে তিনি ঘাটাল বাসি কে আশ্বস্ত করেন তিনি সাংসদ হওয়ার পরেই প্ল্যান রূপায়ণ করবেন কিন্তু ভোট ফুরোতেই দেবের টিকির দেখা মিলছে না আর ঘাটালে l ফলে সমস্যা সমস্যা থেকে গেছে l স্থানীয় মানুষরা চাইছে চিত্রা অভিনেতা দেব ঘাটাল মাস্টার প্ল্যান এর দিকে একটু নজর দিক l কেননা বারবার ঘাটাল বাসীকে প্রতারণা করা হয়েছে l

স্থানীয় বাসিন্দা মানস মন্ডল জানান আমরা বহুবার আবেদন-নিবেদন করেছি এবং নেতারা ভোটের সময় বারবার এসে জানিয়েছেন যে তারা এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন করবেন কিন্তু আজ পর্যন্ত হয়ে উঠলো না l আশা রাখবো খুব তাড়াতাড়ি মাস্টারপ্ল্যান রূপায়ন করবেন নেতা-মন্ত্রীরা l কারণ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ হলে ঘাটাল সাব ডিভিশনের হাজার হাজার মানুষ উপকৃত হবে l সুদীপ জানা নামে আরেক বাসিন্দা জানান ঘাটাল মাস্টার প্ল্যান খুব তাড়াতাড়ি প্রয়োজন l ঘাটাল মাস্টার প্ল্যান বলতে আমরা যা বুঝি তা হলো ঘাটালে বন্যার সময় বহু গ্রাম ডুবে যায় ,বাড়ি গুলো ভেসে ওঠে ,মানুষসহ জীবজন্তু সব জলে ভেসে যায় l তাই ঘাটালে মাস্টার প্ল্যান প্রয়োজন l যদি গুলো সব বুজে গেছে না নিকাসি হওয়ার জন্য l ভোটের সময় নেতারা আসে স্লোগান এবং আশস্ত করে যায় ,ভোট ফুরিয়ে গেলে আর দেখা পাওয়া যায় না তাদের l তাই আমাদের দাবি অবিলম্বে এ ঘাটাল রূপায়ণ করতে হবে l

এ বিষয়ে বিজেপি নেত্রী ভারতী ঘোষের বক্তব্য দেবকে একা দোষ দিয়ে লাভ নেই l কারণ দেব যে দল করে সেই তৃণমূল নেত্রী ক্ষমতায় আসার আগে আসস্ত করে গেছিলেন তিনি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন করবেন কিন্তু ক্ষমতায় আসার পর তিনি সবকিছু ভুলে গেছেন l স্বাভাবিকভাবেই দেব সেই দলের একজন সাংসদ l তাই একই পথ অনুসরণ করছে l এরা মানুষ ঠকিয়ে ভোট নেয় ,বহুবার মানুষকে ভুল বুঝিয়ে ভোটের বৈতরণী পার করেছে l আর মানুষের ভুল সিদ্ধান্তর জন্য এই বিশবাঁও জলে ঘাটালের মাস্টারপ্ল্যান l ভোটের দিন তো আপনারা দেখেছেন ঘাটালের অন্যতম বিধানসভা কেশপুরে কিভাবে ভোট লুট হয়েছে l কিভাবে রিগিং হয়েছে l কিভাবে ওরা মারধর করেছে সবাইকে l তাই ভোটে লুট করে যে সাংসদ হয় সেই দেব তার ব্যবসা পত্র নিয়ে ব্যস্ত আছে , সিনেমা করছে ,সিনেমা দেখছে আর এদিকে ঘাটালে হাহাকার করছে l একটা প্রকল্প নিয়ে তিনি কিছু বলেন না, কোথাও দৌড়ান না, তাই একই অবস্থায় পড়ে রয়েছে l ভারতীয় জনতা পার্টি 2021 সালে জিতে এসে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন করব l বিশেষ করে যে সাংসদ তার নিজের টাকা খরচা করতে পারেনা ,যে নিজে এলাকায় গিয়ে জনসংযোগ করতে পারেনা ,সে কি করে প্রকল্প রূপায়ণ করবে l দেব নিজের দুনিয়ায় গতবারও ছিলেন এইবারও মগ্ন আছেন l ভারতী ঘোষ তৃণমূলকে চ্যালেঞ্জ করে বলেন তৃণমূল জীবনেও মাস্টারপ্লান রূপায়ণ করতে পারবে না l

যদিও ঘাটালের তৃণমূল সাংসদ দেবের বক্তব্যের জন্য হয়রানির শিকার হতে হয় আমাদের l কারণ মাসখানেক ধরে দেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে l প্রতিবারই দেবের পিএ সায়ন বাবু ফোন ধরে বলছেন দাদা এখন পার্লামেন্টে আছে l যদিও দেব পার্লামেন্টের না অনুপস্থিত হওয়ার বিষয়ে আমরা জানতে পারি সংবাদমাধ্যম মধ্য দিয়ে l 10 দিন বাদে আবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তখন জানায় দাদা এখন শুটিংয়ে ব্যস্ত l আবার কখনো ফোন করে যোগাযোগ করা হলে সায়ন বাবু বলেন আপনারা যা পারে লিখে ,দিন দাদা শুটিং ছেড়ে বক্তব্য দিতে পারবে না ,আপনার ঘাটালে গেলে আপনি বক্তব্য নেবেন l এই ভাবেই একজন সাংসদের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা হলে সাংসদ কিছুতেই তার জবাব দেয় না , দেবের পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তারও রেসপন্স পাওয়া যায় নি l যদি ও এই বিষয়ে এলাকার তৃনমুল ব্লক সভাপতি দিলীপ মাঝির বক্তব্য অন্য l তিনি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের না হওয়ার কারণ হিসেবে কেন্দ্র সরকার কে দুষেছেন l তিনি বক্তব্যে জানান ঘাটালের মাস্টারপ্ল্যান রুপার না হওয়ার প্রধান কারণ হলো কেন্দ্র সরকারের অসহযোগিতা l পার্লামেন্টে দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে গতবারে বহু প্রশ্ন করেছিলেন কিন্তু তারপর আর কিছু সাফল্য আসেনি l ঘাটালের মাস্টারপ্ল্যান রূপায়ণের জন্য বহু কোটি কোটি টাকা লাগে যা রাজ্যের এবং সাংসদ তহবিলের দিয়ে করা সম্ভব না l বিগত বাম সরকার আমলে শিলান্যাস হয়ে গেছিল ,তারপর কিছুই হয় নি l দিদি আসার পর অনেক চেষ্টা করেছেন l এলাকার পাসস্থ জায়গায় বাঁধ দিয়ে আপৎকালীন জল আটকানোর চেষ্টা চলছে যার জন্য এবারে ঘাটালে খুব একটা বন্যার প্রভাব পড়েনি l তবে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বঞ্চিত করার জন্যই এই দুরবস্থা l তাড়াতাড়ি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ হয়ে যাবে বলে তিনি আশাবাদী l

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছিলেন বর্তমান রাজ্যসভার সাংসদ তথা সবং এর মানুষ মানষ রঞ্জন ভূঁইয়া l তিনি সেসময় কংগ্রেস থাকাকালীন থেকেই লড়াই চালিয়ে গেছেন ও চালাচ্ছেন l দীর্ঘদিন ধরে তিনি বলেছেন বিজেপি সরকার চক্রান্ত করে রাজ্য সরকারকে এই কপালেশ্বরী ও ঘাটাল মাস্টারপ্ল্যানের টাকা দিচ্ছে না, যা একে অন্যজনের সাথে সম্পর্ক যুক্ত l কপালেশ্বরী প্রোজেক্টের সাড়ে 600 কোটি টাকা এবং ঘাটাল মাস্টারপ্ল্যানের বারোশো কোটি টাকা কেন্দ্র সরকার একপ্রকার বন্ধ করে রেখেছে চক্রান্ত করে l আমার স্ত্রী বিধায়ক গীতা ভূঁইয়া এই নিয়ে সরব হয়েছেন বিধানসভাতে l আমরা আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আবার বৃহত্তর আন্দোলনে নামবো, যতদিন না কেন্দ্র সরকার টাকা দেয় l


Conclusion:ভোট আসে ভোট যায় কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ প্ল্যান ই রয়ে গেছে ,রুপায়ন হয়নি ! হবেই বা কি করে চিত্রা অভিনেতা দেব কে দোষী না করে দেবের দলের নেত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দুষছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ,তিনি বলেন মানুষকে ঠকিয়ে ভোট নেয় তৃণমূল নেত্রী ,মানুষের ভুল নির্বাচনের জন্য আজ বিশবাঁও জলে ঘাটাল মাস্টার প্ল্যান l দেব তার নিজের দুনিয়ায় মগ্ন রয়েছে , যদিও দেব কে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে 1মাস ধরে যোগাযোগ করার চেষ্টা হলে শুটিং এ ব্যস্ত আছে বলে ফোন কেটে দেয় l
Last Updated : Jan 8, 2020, 12:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.