মেদিনীপুর, 17 সেপ্টেম্বর : 21টি জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে রদবদল করা হয়েছে ৷ পশ্চিম মেদিনীপুরে দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণেন্দু বিষয়ীকে । দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘‘চিরদিন শিক্ষক-ছাত্রদের সম্পর্কে ভেবেছি ৷ এবার দায়িত্ব আরও বেড়ে গেল ।’’
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা নির্দেশিকায় কৃষ্ণেন্দুর পদপ্রাপ্তির কথাটি জানা গিয়েছে ৷ তাঁর আগে এই জেলায় গত দেড় বছর ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) তরুণ সরকার ৷ কৃষ্ণেন্দু ছিলেন প্রাইমারি বোর্ডের সরকারি প্রতিনিধি । এবার তাঁকেই চেয়ারম্যান করা হল ৷ ফলে দীর্ঘদিন পর স্থায়ী চেয়ারম্যান পেলেন জেলার শিক্ষক-শিক্ষিকারা ।
উল্লেখ্য, যে চন্দ্রকোণা রোড জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণেন্দু রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন । অন্যদিকে গড়বেতা-3 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবেও তিনি কাজ করেছেন ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, বর্ষীয়ান শিক্ষক নেতা তথা জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র এবং শাসকদলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা ।
কৃষ্ণেন্দু বলেন, ‘‘চেয়ারম্যান হওয়ার আগেও শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া ও সমস্যার কথা রাজ্যে তুলে ধরেছি । এবার দায়িত্ব আরও বেড়ে গেল । সকলের সহযোগিতা নিয়ে জেলার প্রাথমিক শিক্ষার প্রসারে কাজ করে যেতে চাই ।’’