ETV Bharat / state

Netai Mass Killing: অর্থ সংকটে জামিনের 17 দিন পর জেল-মুক্তি নেতাইকাণ্ডে অভিযুক্ত 2 বামকর্মীর - অর্থ সংকটে জামিনের 17দিন পর জেল মুক্তি নেতাইকাণ্ডে অভিযুক্ত 2 বামনেতা

জামিনের 17 দিন পর জেল থেকে ছাড়া পেলেন নেতাই কাণ্ডে অভিযুক্ত 2 বাম কর্মী (Netai Mass Killing Two Accused Get Release from Jail) ৷ গত 4 জুলাই তাঁদের কলকাতা হাইকোর্টে জামিন দেওয়া হয় ৷

Netai Mass Killing Two Accused Get Release from Jail
Netai Mass Killing Two Accused Get Release from Jail
author img

By

Published : Jul 20, 2022, 9:40 PM IST

মেদিনীপুর 20 জুলাই: 11 বছর পর জামিনে মুক্তি পেলেন নেতাইকাণ্ডে অভিযুক্ত 2 বাম কর্মী (Netai Mass Killing Two Accused Get Release from Jail) ৷ গত 4 জুলাই জামিন মঞ্জুর হলেও, 17 দিন পর জেল থেকে তাঁরা ছাড়া পেলেন ৷ তবে, কেন 17 দিন সময় লাগল ? তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ যদিও জানা গিয়েছে বামেদের তরফে জামিনের জন্য যে টাকা জমা দেওয়ার কথা ছিল, তা জোগাড় করতে দেরি হয়েছে ৷

2011 সালে নেতাইয়ে সরকারের বিরুদ্ধে বের হওয়া মিছিলে নির্বিচার গুলি চালানো হয়েছে ৷ যে ঘটনায় তৎকালীন শাসকদলের নেতা ও কর্মীদের গ্রেফতার করা হয় ৷ এর পর দীর্ঘদিন শুনানিও চলে ৷ সেই ঘটনার 11 বছর পর জামিন পান গোয়ালতোড়ের দুই বাম কর্মী ৷ পিন্টু রায় এবং গাণ্ডিবন রায়কে হাইকোর্ট জামিন দিলেও, টাকার জমা দিতে না পারায় জেল থেকে বেরত 17 দিন সময় পেরিয়ে গেল তাঁদের ৷ প্রসঙ্গত, 4 জুলাই কলকাতা হাইকোর্ট তাঁদের জামিন মঞ্জুর করে ৷ কিন্তু, জামিনের শর্ত আরোপ করেছিল আদালত ৷ যেখানে দুই অভিযুক্তকে কয়েক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল ৷ সেই টাকা জমা দিতে দেরি হওয়ায়, জেল থেকে ছাড়া পেতে 17 দিন সময় লাগল তাঁদের ৷

আরও পড়ুন: Netai Mass Killing: নেতাই গণহত্যার মূল অভিযুক্ত রথীন দণ্ডপাটের জামিন খারিজ

পরে বামেদের তরফে সেই টাকা জোগাড় করে জমা দেওয়া হয়েছে মেদিনীপুর আদালতে ৷ তার পর আজ সব কাগজপত্র জমা দেওয়ার পর মেদিনীপুর সংশোধনাগার থেকে শর্তসাপেক্ষে ছাড়া পেলেন পিন্টু রায় এবং গাণ্ডিবন রায় ৷

মেদিনীপুর 20 জুলাই: 11 বছর পর জামিনে মুক্তি পেলেন নেতাইকাণ্ডে অভিযুক্ত 2 বাম কর্মী (Netai Mass Killing Two Accused Get Release from Jail) ৷ গত 4 জুলাই জামিন মঞ্জুর হলেও, 17 দিন পর জেল থেকে তাঁরা ছাড়া পেলেন ৷ তবে, কেন 17 দিন সময় লাগল ? তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ যদিও জানা গিয়েছে বামেদের তরফে জামিনের জন্য যে টাকা জমা দেওয়ার কথা ছিল, তা জোগাড় করতে দেরি হয়েছে ৷

2011 সালে নেতাইয়ে সরকারের বিরুদ্ধে বের হওয়া মিছিলে নির্বিচার গুলি চালানো হয়েছে ৷ যে ঘটনায় তৎকালীন শাসকদলের নেতা ও কর্মীদের গ্রেফতার করা হয় ৷ এর পর দীর্ঘদিন শুনানিও চলে ৷ সেই ঘটনার 11 বছর পর জামিন পান গোয়ালতোড়ের দুই বাম কর্মী ৷ পিন্টু রায় এবং গাণ্ডিবন রায়কে হাইকোর্ট জামিন দিলেও, টাকার জমা দিতে না পারায় জেল থেকে বেরত 17 দিন সময় পেরিয়ে গেল তাঁদের ৷ প্রসঙ্গত, 4 জুলাই কলকাতা হাইকোর্ট তাঁদের জামিন মঞ্জুর করে ৷ কিন্তু, জামিনের শর্ত আরোপ করেছিল আদালত ৷ যেখানে দুই অভিযুক্তকে কয়েক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল ৷ সেই টাকা জমা দিতে দেরি হওয়ায়, জেল থেকে ছাড়া পেতে 17 দিন সময় লাগল তাঁদের ৷

আরও পড়ুন: Netai Mass Killing: নেতাই গণহত্যার মূল অভিযুক্ত রথীন দণ্ডপাটের জামিন খারিজ

পরে বামেদের তরফে সেই টাকা জোগাড় করে জমা দেওয়া হয়েছে মেদিনীপুর আদালতে ৷ তার পর আজ সব কাগজপত্র জমা দেওয়ার পর মেদিনীপুর সংশোধনাগার থেকে শর্তসাপেক্ষে ছাড়া পেলেন পিন্টু রায় এবং গাণ্ডিবন রায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.