ETV Bharat / state

অমিত শাহের ভার্চুয়াল সভায় মেদিনীপুরের 10 লাখ মানুষের যোগদান - অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সভা ছিল আজ । মেদিনীপুর থেকে প্রায় 10 লাখ মানুষ এই সভায় যোগ দেন ।

Ami shah Virtual rally
অমিত শাহের ভার্চুয়াল সভা
author img

By

Published : Jun 9, 2020, 7:52 PM IST

মেদিনীপুর, 9 জুন : সমগ্র দেশ, রাজ্য ও জেলার ব্লকে ব্লকে BJP নেতা কর্মীদের একজোট করতে আজ ভার্চুয়াল সভার আয়োজন করা হয় । ডিজিটাল সভার মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এই সভায় ছিলেন BJP রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব । 2194টি বুথের প্রায় 10 লাখ মানুষ এই সভায় অংশগ্রহণ করেন ।

কেন্দ্রীয় সরকারের যাবতীয় সুযোগ-সুবিধা এবং বর্তমানে দেশের এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অমিত শাহ । তিনি আজকের সবার থেকে প্রধানমন্ত্রীর কৃতিত্বের ছবি তুলে ধরেন ।বিশেষ করে 370 ধারা তুলে দেওয়া, তিন তালাক বন্ধ, GST, নোট বন্দী, সার্জিক্যাল স্ট্রাইক এবং কোরোনা ও লকডাউন পরিস্থিতিতে বিনামূল্যে গ্যাস, মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার বিষয় তুলে ধরেন । পাশাপাশি রাজ্যের ক্ষেত্রে BJP-র সমস্যার কথা তুলে ধরেন । বিশেষ করে শাসক দল যেভাবে রাজ‍্যে BJP নেতা, কর্মী ও সাংসদদের ত্রাণ দিতে বাধা দিচ্ছে সেই বিষয়টি তুলে ধরেন তিনি । বলেন, “প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কার্যক্রম করছেন ।”

BJP জেলা সভাপতি সমিত দাস বলেন, “ভার্চুয়াল সভার মাধ্যমে আগামী দিনে BJP নেতা ও কর্মীদের উজ্জীবিত করতে নির্দেশ দিয়েছে আমাদের সভাপতি । অমিত শাহের প্রথম ভার্চুয়াল সভা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে ।” তার মতে, সংক্রমণ রোধ করার জন্য এই ধরনের ভার্চুয়াল সভার প্রয়োজন রয়েছে ।

মেদিনীপুর, 9 জুন : সমগ্র দেশ, রাজ্য ও জেলার ব্লকে ব্লকে BJP নেতা কর্মীদের একজোট করতে আজ ভার্চুয়াল সভার আয়োজন করা হয় । ডিজিটাল সভার মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এই সভায় ছিলেন BJP রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব । 2194টি বুথের প্রায় 10 লাখ মানুষ এই সভায় অংশগ্রহণ করেন ।

কেন্দ্রীয় সরকারের যাবতীয় সুযোগ-সুবিধা এবং বর্তমানে দেশের এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অমিত শাহ । তিনি আজকের সবার থেকে প্রধানমন্ত্রীর কৃতিত্বের ছবি তুলে ধরেন ।বিশেষ করে 370 ধারা তুলে দেওয়া, তিন তালাক বন্ধ, GST, নোট বন্দী, সার্জিক্যাল স্ট্রাইক এবং কোরোনা ও লকডাউন পরিস্থিতিতে বিনামূল্যে গ্যাস, মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার বিষয় তুলে ধরেন । পাশাপাশি রাজ্যের ক্ষেত্রে BJP-র সমস্যার কথা তুলে ধরেন । বিশেষ করে শাসক দল যেভাবে রাজ‍্যে BJP নেতা, কর্মী ও সাংসদদের ত্রাণ দিতে বাধা দিচ্ছে সেই বিষয়টি তুলে ধরেন তিনি । বলেন, “প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কার্যক্রম করছেন ।”

BJP জেলা সভাপতি সমিত দাস বলেন, “ভার্চুয়াল সভার মাধ্যমে আগামী দিনে BJP নেতা ও কর্মীদের উজ্জীবিত করতে নির্দেশ দিয়েছে আমাদের সভাপতি । অমিত শাহের প্রথম ভার্চুয়াল সভা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে ।” তার মতে, সংক্রমণ রোধ করার জন্য এই ধরনের ভার্চুয়াল সভার প্রয়োজন রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.