ETV Bharat / state

Nayagram Primary School : স্কুল না পার্ক ? নয়াগ্রামে নজর কাড়ছে প্রাথমিক বিদ্যালয় - স্কুল

নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় ৷ আর পাঁচটা স্কুলের থেকে অনেকটাই আলাদা ৷ এককথায় বলা যেতে পারে ছবির স্কুল ৷ কী নেই সেখানে ৷ বই পড়তে ইচ্ছে না হলে, ছোট ছোট পড়ুয়ারা খেলতে খেলতেও শিখবে অনেক কিছু ৷ খেলাচ্ছলে কচিকাঁচাদের অনেক কিছু শেখাবে এই বিদ্যালয়ের আঙিনা ৷ শুধু ছোটরা নয়, বড়দেরও মন কাড়বে ছবিতে ভরা এই বিদ্যালয় ৷

নয়াগ্রাম
নয়াগ্রাম
author img

By

Published : Nov 19, 2021, 10:47 PM IST

নয়াগ্রাম, 19 নভেম্বর : বাইরে থেকে দেখলে নজর এড়াতে পারবে না কেউই ৷ দেওয়াল জুড়ে রঙ বাহারি ছবির মেলা ৷ না, এটা কোনও পার্ক নয় ৷ এটা পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় ৷ আর পাঁচটা বিদ্যালয়ের থেকে অনেকটাই আলাদা ৷ এরকম স্কুল পেলে বাচ্চারা নিজে থেকেই বায়না ধরবে স্কুলে যাওয়ার ৷

খেলাচ্ছলে বর্ণমালা শেখা
খেলাচ্ছলে বর্ণমালা শেখা

প্রায় তিন বিঘা জমির এই স্কুলে রয়েছে চিলড্রেন'স পার্ক, এডুকেশন পার্ক ও অনুষ্ঠান মঞ্চ ৷ জঙ্গলমহলের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় এখন নজর কাড়ছে জেলাবাসীর । বই পড়ানোর পাশাপাশি হাতে কলমে শিক্ষিত করার জন্যই এই প্রয়াস বলে দাবি স্কুল কর্তৃপক্ষের ।

দীর্ঘ 11 মাসের প্রচেষ্টায় নতুন করে সাজিয়ে তোলা হয়েছে স্কুলটিকে ৷ প্রতিটি দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে হারিয়ে যাওয়া যাবতীয় শিল্প ও সংস্কৃতি । পরতে পরতে শিক্ষার খুঁটিনাটি বিষয়কে তুলে ধরা হয়েছে যাতে পড়ুয়ারা খেলতে খেলতেও শিখতে পারে, জানতে পারে ৷

মেদিনীপুরের নয়াগ্রামে ছবির স্কুল

আরও পড়ুন : Bridge Collapsed : নেচে নেচে হরিনাম সংকীর্তন, ঝুমি নদীতে সাঁকো ভেঙে আহত 60

এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব আর্য বলেন, "আমাদের শুধু বইয়ের পড়াশোনা করলেই হবে না, হাতে-কলমে শিশুদের শিক্ষিত করতে হবে ৷ তাই এইভাবে স্কুল সাজানোর ভাবনা ৷ পড়ুয়ারা যাতে স্কুলে আসতে আনন্দ পায়, পড়াশোনা করতে উৎসাহী হয় তাই এই উদ্যোগ ৷ গ্রামবাসীদের সহযোগিতায় আমরা এইভাবে স্কুলকে সাজাতে সচেষ্ট হয়েছি ৷ এই কাজে সকলেই খুশি ৷"

প্রায় 11 মাস ধরে যিনি এই কাজ করেছেন সেই শিল্পী দীপঙ্কর মাঝি বলেন, "আমি ও আমার বেশ কয়েকজন সহকর্মী ও সিনিয়রদের নিয়ে এই আর্টিস্টের কাজ শুরু করি । বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ের নানান ছবি থেকে শুরু করে হারিয়ে শিল্প ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ৷ যাতে বাচ্চারা বই পড়ার পাশাপাশি
নিজেদের হারিয়ে যাওয়া সংস্কৃতি সম্পর্কে জানতে পারে ৷"

নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে এভাবেই সাজানো হয়েছে
নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে এভাবেই সাজানো হয়েছে

আরও পড়ুন : Viral Video : আর একটু হলেই চাকার তলায়, আরপিএফের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন রেলযাত্রী

নয়াগ্রাম, 19 নভেম্বর : বাইরে থেকে দেখলে নজর এড়াতে পারবে না কেউই ৷ দেওয়াল জুড়ে রঙ বাহারি ছবির মেলা ৷ না, এটা কোনও পার্ক নয় ৷ এটা পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় ৷ আর পাঁচটা বিদ্যালয়ের থেকে অনেকটাই আলাদা ৷ এরকম স্কুল পেলে বাচ্চারা নিজে থেকেই বায়না ধরবে স্কুলে যাওয়ার ৷

খেলাচ্ছলে বর্ণমালা শেখা
খেলাচ্ছলে বর্ণমালা শেখা

প্রায় তিন বিঘা জমির এই স্কুলে রয়েছে চিলড্রেন'স পার্ক, এডুকেশন পার্ক ও অনুষ্ঠান মঞ্চ ৷ জঙ্গলমহলের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় এখন নজর কাড়ছে জেলাবাসীর । বই পড়ানোর পাশাপাশি হাতে কলমে শিক্ষিত করার জন্যই এই প্রয়াস বলে দাবি স্কুল কর্তৃপক্ষের ।

দীর্ঘ 11 মাসের প্রচেষ্টায় নতুন করে সাজিয়ে তোলা হয়েছে স্কুলটিকে ৷ প্রতিটি দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে হারিয়ে যাওয়া যাবতীয় শিল্প ও সংস্কৃতি । পরতে পরতে শিক্ষার খুঁটিনাটি বিষয়কে তুলে ধরা হয়েছে যাতে পড়ুয়ারা খেলতে খেলতেও শিখতে পারে, জানতে পারে ৷

মেদিনীপুরের নয়াগ্রামে ছবির স্কুল

আরও পড়ুন : Bridge Collapsed : নেচে নেচে হরিনাম সংকীর্তন, ঝুমি নদীতে সাঁকো ভেঙে আহত 60

এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব আর্য বলেন, "আমাদের শুধু বইয়ের পড়াশোনা করলেই হবে না, হাতে-কলমে শিশুদের শিক্ষিত করতে হবে ৷ তাই এইভাবে স্কুল সাজানোর ভাবনা ৷ পড়ুয়ারা যাতে স্কুলে আসতে আনন্দ পায়, পড়াশোনা করতে উৎসাহী হয় তাই এই উদ্যোগ ৷ গ্রামবাসীদের সহযোগিতায় আমরা এইভাবে স্কুলকে সাজাতে সচেষ্ট হয়েছি ৷ এই কাজে সকলেই খুশি ৷"

প্রায় 11 মাস ধরে যিনি এই কাজ করেছেন সেই শিল্পী দীপঙ্কর মাঝি বলেন, "আমি ও আমার বেশ কয়েকজন সহকর্মী ও সিনিয়রদের নিয়ে এই আর্টিস্টের কাজ শুরু করি । বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ের নানান ছবি থেকে শুরু করে হারিয়ে শিল্প ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ৷ যাতে বাচ্চারা বই পড়ার পাশাপাশি
নিজেদের হারিয়ে যাওয়া সংস্কৃতি সম্পর্কে জানতে পারে ৷"

নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে এভাবেই সাজানো হয়েছে
নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে এভাবেই সাজানো হয়েছে

আরও পড়ুন : Viral Video : আর একটু হলেই চাকার তলায়, আরপিএফের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন রেলযাত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.