ETV Bharat / state

Mysterious Animal: গাছে কী ওটা ? কুমির না গাগরোল ! দেখতে ভিড় এলাকাবাসীর - mysterious reptile category animal

দাসপুরে গাছে উঠে পড়ল গাগরোল ৷ বনকর্মীরা এসে গাগরোলটিকে নীচে নামিয়ে আনেন ৷ সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তারা ৷

Etv Bharat
গাছে গাগরোল
author img

By

Published : Apr 25, 2023, 10:55 PM IST

গাছে কুমির ? দেখতে ভিড় এলাকাবাসীর

দাসপুর, 25 এপ্রিল: প্রবাদ আছে জলে কুমির, ডাঙায় বাঘ ৷ তবে পশ্চিম মেদিনীপুরে দাসপুরে উলটো ঘটনা দেখা গেল ৷ গাছে উঠছে কুমিরের মতো একটি সরীসৃপ প্রাণী ৷ তা দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী ৷ তবে বন দফতর এসে প্রাণীটিকে গাছ থেকে নামালে সাধরণ মানুষের ভুল ভাঙে ৷ আসলে কুমিরের মতো দেখতে হলেও এটি আসলে একটি গাগরোল ৷ মঙ্গলবার দাসপুর এক নম্বর ব্লকের বৈকন্ঠপুর গ্রামের হুলস্থূল ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈকন্ঠপুর গ্রামের শীতলা মন্দির প্রাঙ্গণে একটি গাছ বেয়ে কুমিরের মত দেখতে একটি প্রাণীকে উঠতে দেখা যায় । এই খবর এলাকায় চাউর হতেই এলাকাবাসী প্রাণীটিকে দেখতে ভিড় জমায় ৷ দিনে দুপুরে গাছে কুমিরের মতো কিছু উঠতে দেখেই প্রাণীটিকে ঘিরে মানুষের কৌতূহল বাড়ে । স্থানীয় বাসিন্দারা বন দফতরে খবর দেন ৷ বনকর্মীরা এসে গাগরোলটিকে নীচে নামিয়ে আনেন ৷ সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানান ৷

সকলেরই এক রা ৷ বর্ষা হয়নি, বন্যার জল ঢোকেনি তাহলে কুমির এল কোথা থেকে । আর এই নিয়েই এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, গাগরোলটি প্রায় বছর দুই-তিনেক ধরে এলাকায় ঘোরাঘুরি করে । প্রায় সময় জলে দেখা যায় কখনও কখনও ডাঙায় উঠে বসে থাকে । গাগরোলটি আজ গাছে উঠে গিয়েছে । দূর থেকে সেটি দেখেই অনেকেই কুমির কুমির বলে আতঙ্কে চেঁচিয়ে উঠছেন ।

আরও পড়ুন: ফরাক্কায় গঙ্গার ফিডার ক্যানেলে কুমির, আতঙ্কে স্থানীয়রা

এ প্রসঙ্গে স্থানীয় গীতা গুছাইত ও সুরজ গুছাইত বলেন, "এই প্রাণীটিকে মাঝে মাঝেই এলাকায় দেখা যায় । সাধারণত বছর দুই তিনেক ধরে এলাকায় রয়েছে । প্রায় সময়ই ঘোরাঘুরি করতে দেখি । কারোর কোনওদিন ক্ষতি করতে দেখিনি । তবে জলের মধ্যে ঘুরে বেড়ায় । কিন্তু আজকে হঠাৎ চেঁচামেচি শুনে দৌড়ে আসি এবং দেখি গাছে উঠে গিয়েছে । কোনও কারণে কুকুর-শিয়ালের তাড়ার ভয়ে আতঙ্কে নিজেকে বাঁচাতে গাছে আশ্রয় নিয়েছে ।"

গাছে কুমির ? দেখতে ভিড় এলাকাবাসীর

দাসপুর, 25 এপ্রিল: প্রবাদ আছে জলে কুমির, ডাঙায় বাঘ ৷ তবে পশ্চিম মেদিনীপুরে দাসপুরে উলটো ঘটনা দেখা গেল ৷ গাছে উঠছে কুমিরের মতো একটি সরীসৃপ প্রাণী ৷ তা দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী ৷ তবে বন দফতর এসে প্রাণীটিকে গাছ থেকে নামালে সাধরণ মানুষের ভুল ভাঙে ৷ আসলে কুমিরের মতো দেখতে হলেও এটি আসলে একটি গাগরোল ৷ মঙ্গলবার দাসপুর এক নম্বর ব্লকের বৈকন্ঠপুর গ্রামের হুলস্থূল ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈকন্ঠপুর গ্রামের শীতলা মন্দির প্রাঙ্গণে একটি গাছ বেয়ে কুমিরের মত দেখতে একটি প্রাণীকে উঠতে দেখা যায় । এই খবর এলাকায় চাউর হতেই এলাকাবাসী প্রাণীটিকে দেখতে ভিড় জমায় ৷ দিনে দুপুরে গাছে কুমিরের মতো কিছু উঠতে দেখেই প্রাণীটিকে ঘিরে মানুষের কৌতূহল বাড়ে । স্থানীয় বাসিন্দারা বন দফতরে খবর দেন ৷ বনকর্মীরা এসে গাগরোলটিকে নীচে নামিয়ে আনেন ৷ সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানান ৷

সকলেরই এক রা ৷ বর্ষা হয়নি, বন্যার জল ঢোকেনি তাহলে কুমির এল কোথা থেকে । আর এই নিয়েই এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, গাগরোলটি প্রায় বছর দুই-তিনেক ধরে এলাকায় ঘোরাঘুরি করে । প্রায় সময় জলে দেখা যায় কখনও কখনও ডাঙায় উঠে বসে থাকে । গাগরোলটি আজ গাছে উঠে গিয়েছে । দূর থেকে সেটি দেখেই অনেকেই কুমির কুমির বলে আতঙ্কে চেঁচিয়ে উঠছেন ।

আরও পড়ুন: ফরাক্কায় গঙ্গার ফিডার ক্যানেলে কুমির, আতঙ্কে স্থানীয়রা

এ প্রসঙ্গে স্থানীয় গীতা গুছাইত ও সুরজ গুছাইত বলেন, "এই প্রাণীটিকে মাঝে মাঝেই এলাকায় দেখা যায় । সাধারণত বছর দুই তিনেক ধরে এলাকায় রয়েছে । প্রায় সময়ই ঘোরাঘুরি করতে দেখি । কারোর কোনওদিন ক্ষতি করতে দেখিনি । তবে জলের মধ্যে ঘুরে বেড়ায় । কিন্তু আজকে হঠাৎ চেঁচামেচি শুনে দৌড়ে আসি এবং দেখি গাছে উঠে গিয়েছে । কোনও কারণে কুকুর-শিয়ালের তাড়ার ভয়ে আতঙ্কে নিজেকে বাঁচাতে গাছে আশ্রয় নিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.