ETV Bharat / state

যুবতিকে কুপিয়ে খুন, গ্রেপ্তার স্বামী - যুবতিকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী

অভিযোগ, বচসা চলাকালীন কাটারি দিয়ে পিছন দিক থেকে পিয়ালি দে-কে কোপ মারে তাঁর স্বামী দেবব্রত ৷ ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিনি ৷ পরে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণ করা হয় ৷

murder of a teenage girl
ধৃত
author img

By

Published : Feb 6, 2020, 10:58 PM IST

গোপীবল্লভপুর, 6 ফেব্রুয়ারি : যুবতিকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী ৷ গোপীবল্লভপুরের 1 নম্বর ব্লকের সারিয়া গ্রাম পঞ্চায়েতের শুকা আমড়াষোল গ্রামের ঘটনা ৷ আজ অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয় ৷ বিচারক ধৃতের 10 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

মৃতার নাম পিয়ালি দে (29) ৷ ঝাড়খণ্ডের বড়ষোল থানার মহিষামুড়া গ্রামের বাসিন্দা ৷ বিয়ে হয়েছিল শুকা আমড়াষোলের বাসিন্দা দেবব্রত দে-র সঙ্গে ৷ স্থানীয় সূত্রে খবর, দেবব্রত অনেক দিন ধরেই কোনও কাজকর্ম করত না ৷ এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত ৷ গতরাতেও সংসার খরচের টাকা না দেওয়া নিয়ে দু'জনের মধ্যে বচসা শুরু হয় ৷ অভিযোগ, বচসা চলাকালীন কাটারি দিয়ে পিছন দিক থেকে পিয়ালিকে কোপ মারে দেবব্রত ৷ ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন পিয়ালি ৷ বাধা দিতে গেলে জখম হন তাঁর শাশুড়িও ৷ স্থানীয়রা দেবব্রতকে বাড়িতে আটকে রাখে ৷ পিয়ালিকে উদ্ধার করে গোপীবল্লভপুর স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷

খবর পেয়ে আমড়াষোলে পৌঁছান পিয়ালির বাবা বিনয়কুমার ভোল ৷ গোপীবল্লভপুর থানায় দেবব্রতর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ আটক দেবব্রতকে গ্রেপ্তার করে ৷

পুলিশ সূত্রে খবর, জেরায় দেবব্রত পালটা অভিযোগ করে, তার স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক ছিল ৷ এনিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত ৷ গতরাতেও এ কারণেই দু'জনের মধ্যে বচসা হয়েছিল ৷

গোপীবল্লভপুর, 6 ফেব্রুয়ারি : যুবতিকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী ৷ গোপীবল্লভপুরের 1 নম্বর ব্লকের সারিয়া গ্রাম পঞ্চায়েতের শুকা আমড়াষোল গ্রামের ঘটনা ৷ আজ অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয় ৷ বিচারক ধৃতের 10 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

মৃতার নাম পিয়ালি দে (29) ৷ ঝাড়খণ্ডের বড়ষোল থানার মহিষামুড়া গ্রামের বাসিন্দা ৷ বিয়ে হয়েছিল শুকা আমড়াষোলের বাসিন্দা দেবব্রত দে-র সঙ্গে ৷ স্থানীয় সূত্রে খবর, দেবব্রত অনেক দিন ধরেই কোনও কাজকর্ম করত না ৷ এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত ৷ গতরাতেও সংসার খরচের টাকা না দেওয়া নিয়ে দু'জনের মধ্যে বচসা শুরু হয় ৷ অভিযোগ, বচসা চলাকালীন কাটারি দিয়ে পিছন দিক থেকে পিয়ালিকে কোপ মারে দেবব্রত ৷ ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন পিয়ালি ৷ বাধা দিতে গেলে জখম হন তাঁর শাশুড়িও ৷ স্থানীয়রা দেবব্রতকে বাড়িতে আটকে রাখে ৷ পিয়ালিকে উদ্ধার করে গোপীবল্লভপুর স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷

খবর পেয়ে আমড়াষোলে পৌঁছান পিয়ালির বাবা বিনয়কুমার ভোল ৷ গোপীবল্লভপুর থানায় দেবব্রতর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ আটক দেবব্রতকে গ্রেপ্তার করে ৷

পুলিশ সূত্রে খবর, জেরায় দেবব্রত পালটা অভিযোগ করে, তার স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক ছিল ৷ এনিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত ৷ গতরাতেও এ কারণেই দু'জনের মধ্যে বচসা হয়েছিল ৷

Intro:স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী , মৃত মহিলার নাম পিয়ালী দে ( ২৯) , ঘটনাটি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সারিয়া গ্রাম পঞ্চায়েতের শুকা আমড়াষোল গ্রামের ঘটনা l এদিন অভিযুক্ত দেবব্রত দে কে ঝাড়গ্রাম কোর্টে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক l Body:স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী , মৃত মহিলার নাম পিয়ালী দে ( ২৯) , ঘটনাটি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সারিয়া গ্রাম পঞ্চায়েতের শুকা আমড়াষোল গ্রামের ঘটনা l এদিন অভিযুক্ত দেবব্রত দে কে ঝাড়গ্রাম কোর্টে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক l



স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী , মৃত মহিলার নাম পিয়ালী দে ( ২৯) , ঘটনাটি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সারিয়া গ্রাম পঞ্চায়েতের শুকা আমড়াষোল গ্রামের ঘটনা l পিয়ালী কে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীর নাম দেবব্রত দে l পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , অভিযুক্ত দেবব্রত দীর্ঘদিন ধরে কোন কাজ কর্ম করতেন না l ফলে অভাব এর মধ্য দিয়ে সংসার চালাচ্ছিল পিয়ালী তার দশ বছর ও ছয় বছরের দুই ছেলেকে নিয়ে l বুধবার মধ্যরাতে দেবব্রত কাজ না করায় ও সংসারে টাকা না দেওয়ায় সন্ধ্যা থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয় l রাত বারোটা নাগাদ স্বামী স্ত্রীর বচসা চরম আকার ধারণ করে l অভিযোগ , সেই সময় বাড়িতে থাকা একটি কাটারি দিয়ে পিয়ালী কে পিছন থেকে কোপ মারে দেবব্রত l জানা যায় ঘটনায় বাধা দিতে গিয়ে পিয়ালীর শাশুড়ির হাতেও কাটারির আঘাত লাগে l পিয়ালী কে কাটারি দিয়ে মারার ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে পিয়ালী l ঘটনার খবর পেয়ে পিয়ালীর বাবা বিনয় কুমার ভোল পিয়ালীর বাড়ি থেকে ৩০ কিলোমিটার দূর থেকে ঝাড়খণ্ডের বড়ষোল থানার মহিষামুড়া গ্রাম থেকে ছুটে আসেন l পিয়ালীকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে l পিয়ালীর বাবা বিনয় কুমার ভোল পিয়ালির স্বামীর বিরুদ্ধে গোপীবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানায় l অভিযোগ পেয়ে গোপীবল্লভপুর থানার  পুলিশ গিয়ে দেখে গ্রামবাসীরা পিয়ালীর স্বামী দেবব্রত কে বাড়িতে আটকে রেখেছে l সেখান দেবব্রত কে গ্রেফতার করে গোপীবল্লভপুর থানার পুলিশ l অপর দিকে পুলিশ সূত্রে জানা , পিয়ালীর স্বামী এই খুনের ঘটনায় তার স্ত্রীকেই দায় করছেন l দেবব্রত এর কথায় তার স্ত্রীর অন্য কোন ব্যক্তির সাথে অবৈধ সম্পর্ক রয়েছে l এই সন্দেহে তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকত l এদিনও এই কারণেই তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল বলে দাবি দেবব্রতের l তবে এই খুনের ঘটনায় কি রহস্য লুকিয়ে রয়েছে তা এখনো পরিষ্কার হয়নি গোপীবল্লভপুর থানা পুলিশের কাছে l দেবব্রত এর বিরুদ্ধে ৪৯৮ বধূ নির্যাতন,  ৩২৬ ধারালো অস্ত্র দিয়ে আঘাত, ৩৯৭ এটেম টু মার্ডার , ৩০২ মার্ডার এই ধারায় মামলা রুজু করে l তাই এদিন অভিযুক্ত দেবব্রত দে কে কোর্টে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে তা মঞ্জুর করে ঝাড়গ্রাম আদালত l ঝাড়গ্রাম কোর্টের সরকারি আইনজীবি পবিত্র কুমার রানা বলেন , কাটারি দিয়ে স্ত্রীকে খুনের ঘটনায় ধৃত দেবদ্রাত দে কে কোর্টে তোলা হলে , তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে l কি কারনে খুন , তার রহস্য ভেদে  তদন্তে নেমেছে গোপীবল্লভপুর থানার পুলিশ l Conclusion:কি কারনে খুন , তার রহস্য ভেদে  তদন্তে নেমেছে গোপীবল্লভপুর থানার পুলিশ l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.