গোপীবল্লভপুর, 6 ফেব্রুয়ারি : যুবতিকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী ৷ গোপীবল্লভপুরের 1 নম্বর ব্লকের সারিয়া গ্রাম পঞ্চায়েতের শুকা আমড়াষোল গ্রামের ঘটনা ৷ আজ অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয় ৷ বিচারক ধৃতের 10 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷
মৃতার নাম পিয়ালি দে (29) ৷ ঝাড়খণ্ডের বড়ষোল থানার মহিষামুড়া গ্রামের বাসিন্দা ৷ বিয়ে হয়েছিল শুকা আমড়াষোলের বাসিন্দা দেবব্রত দে-র সঙ্গে ৷ স্থানীয় সূত্রে খবর, দেবব্রত অনেক দিন ধরেই কোনও কাজকর্ম করত না ৷ এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত ৷ গতরাতেও সংসার খরচের টাকা না দেওয়া নিয়ে দু'জনের মধ্যে বচসা শুরু হয় ৷ অভিযোগ, বচসা চলাকালীন কাটারি দিয়ে পিছন দিক থেকে পিয়ালিকে কোপ মারে দেবব্রত ৷ ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন পিয়ালি ৷ বাধা দিতে গেলে জখম হন তাঁর শাশুড়িও ৷ স্থানীয়রা দেবব্রতকে বাড়িতে আটকে রাখে ৷ পিয়ালিকে উদ্ধার করে গোপীবল্লভপুর স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷
খবর পেয়ে আমড়াষোলে পৌঁছান পিয়ালির বাবা বিনয়কুমার ভোল ৷ গোপীবল্লভপুর থানায় দেবব্রতর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ আটক দেবব্রতকে গ্রেপ্তার করে ৷
পুলিশ সূত্রে খবর, জেরায় দেবব্রত পালটা অভিযোগ করে, তার স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক ছিল ৷ এনিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত ৷ গতরাতেও এ কারণেই দু'জনের মধ্যে বচসা হয়েছিল ৷