ETV Bharat / state

চালক নেই, শববাহী গাড়ি চালিয়ে মৃতদেহ শ্মশানে পৌঁছালেন পৌর প্রশাসক

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভরতি হন চন্দ্রকোনা পৌরসভার খাজুরডাঙা এলাকার এক মহিলা । সেখানে তাঁর মৃত্যু হয় । কিন্তু মৃতদেহ বহনের জন্য শববাহী গাড়ির চালক ছিলেন না । ওই অবস্থায় শববাহী গাড়ির চালকের আসনে বসেন চন্দ্রকোনা পৌরসভার পৌর প্রশাসক ।

author img

By

Published : Jan 9, 2021, 8:57 PM IST

chandrakona municipal administrator drove the hearse himself
শববাহী গাড়ি চালিয়ে মৃতদেহ শ্মশানে পৌঁছালেন চন্দ্রকোনার পৌর প্রশাসক

চন্দ্রকোনা, 9 জানুয়ারি : মৃতদেহ বহনের কেউ নেই । শববাহী গাড়ি থাকলেও তার চালক নেই । এই অবস্থায় এগিয়ে এলেন পৌর প্রশাসক স্বয়ং । অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন । নিজেই শববাহী গাড়ি চালিয়ে দেহ শ্মশান পর্যন্ত নিয়ে যান । শবদেহ দাহ করার ব্যবস্থাও করেন ।

পদাধিকারে তিনি পৌর প্রশাসক । তবে দুস্থ মানুষের পাশে থাকতে দ্বিধা করেন না । চন্দ্রকোনার পৌর প্রশাসক অরূপ ধাড়া এমনই । গতকাল খাজুরডাঙা এলাকার লক্ষ্মী দোলুই (55) হৃদরোগে আক্রান্ত হন । তাঁকে হাসপাতালে ভরতির ব্যবস্থা করেন পৌর প্রশাসক । এরপর হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয় । বেশ রাত হওয়ায় শববাহী গাড়ির চালককে পাওয়া যায়নি । মৃতের পরিবারের তখন অসহায় অবস্থা । এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অরূপবাবু । হাসপাতাল থেকে দেহ নিয়ে শববাহী গাড়ি নিজে চালিয়ে মৃতের বাড়িতে গেলেন । সেখান থেকে শ্মশানে গিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়ার ব্যবস্থা করে দেন । দুস্থ পরিবারের হাতে দাহকাজের জন্য অর্থও তুলে দেন ।

আরও পড়ুন : কোরোনা আতঙ্কে 20 ঘণ্টা পড়ে মৃতদেহ , পুলিশি হস্তক্ষেপে সম্পন্ন দাহ কাজ

বিপদে পৌর প্রশাসকে পাশে পেয়ে ধন্যবাদ জানাতে ভুলছেন না মৃতের আত্মীয়-পরিজনরা । যদিও এসব নিয়ে বিশেষ ভাবছেন না চন্দ্রকোনার পৌর প্রশাসক অরূপ ধাড়া । তাঁর কথায়, "দরিদ্র পরিবার । তাঁদের পাশে একটু দাঁড়িয়েছি । আর কিছু নয় ।"

দুস্থ পরিবারের পাশে চন্দ্রকোনার পৌর প্রশাসক

চন্দ্রকোনা, 9 জানুয়ারি : মৃতদেহ বহনের কেউ নেই । শববাহী গাড়ি থাকলেও তার চালক নেই । এই অবস্থায় এগিয়ে এলেন পৌর প্রশাসক স্বয়ং । অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন । নিজেই শববাহী গাড়ি চালিয়ে দেহ শ্মশান পর্যন্ত নিয়ে যান । শবদেহ দাহ করার ব্যবস্থাও করেন ।

পদাধিকারে তিনি পৌর প্রশাসক । তবে দুস্থ মানুষের পাশে থাকতে দ্বিধা করেন না । চন্দ্রকোনার পৌর প্রশাসক অরূপ ধাড়া এমনই । গতকাল খাজুরডাঙা এলাকার লক্ষ্মী দোলুই (55) হৃদরোগে আক্রান্ত হন । তাঁকে হাসপাতালে ভরতির ব্যবস্থা করেন পৌর প্রশাসক । এরপর হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয় । বেশ রাত হওয়ায় শববাহী গাড়ির চালককে পাওয়া যায়নি । মৃতের পরিবারের তখন অসহায় অবস্থা । এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অরূপবাবু । হাসপাতাল থেকে দেহ নিয়ে শববাহী গাড়ি নিজে চালিয়ে মৃতের বাড়িতে গেলেন । সেখান থেকে শ্মশানে গিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়ার ব্যবস্থা করে দেন । দুস্থ পরিবারের হাতে দাহকাজের জন্য অর্থও তুলে দেন ।

আরও পড়ুন : কোরোনা আতঙ্কে 20 ঘণ্টা পড়ে মৃতদেহ , পুলিশি হস্তক্ষেপে সম্পন্ন দাহ কাজ

বিপদে পৌর প্রশাসকে পাশে পেয়ে ধন্যবাদ জানাতে ভুলছেন না মৃতের আত্মীয়-পরিজনরা । যদিও এসব নিয়ে বিশেষ ভাবছেন না চন্দ্রকোনার পৌর প্রশাসক অরূপ ধাড়া । তাঁর কথায়, "দরিদ্র পরিবার । তাঁদের পাশে একটু দাঁড়িয়েছি । আর কিছু নয় ।"

দুস্থ পরিবারের পাশে চন্দ্রকোনার পৌর প্রশাসক

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.