ETV Bharat / state

Injured Mother In Law In Daspur: শাশুড়িকে বঁটির কোপ বউমার - Daspur latest news

নাতনিকে মারধরের প্রতিবাদ শাশুড়ির ৷ বৌমা রেগে গিয়ে সবজি কাটার বঁটি দিয়ে আঘাত করে শাশুড়ির মাথায় (Injured Mother In Law In Daspur)। ঘটনাটি ঘটেছে দাসপুর থানা এলাকার কাশীনাথপুর সামন্ত পাড়ায়।

Injured Mother In Law In Daspur
শ্বাশুড়িকে বঁটির কোপ বউমার
author img

By

Published : Dec 13, 2021, 12:01 PM IST

দাসপুর, 13 ডিসেম্বর: নাতনিকে কারণে-অকারণে মারধর করত বৌমা ৷ আর তা দেখতে না পেরে বৌমার মারধরের প্রতিবাদ করেন শাশুড়ি ৷ আর তাতেই বাধে বিপত্তি। বৌমা রেগে গিয়ে সবজি কাটার বঁটি দিয়ে সজোরে আঘাত করে শাশুড়ির মাথায় (Injured Mother In Law In Daspur)। ঘটনাটি ঘটেছে দাসপুর থানা এলাকার কাশীনাথপুর উত্তরপাড়ার সামন্ত পাড়ায়। আহত শাশুড়িকে ভর্তি করা হয় হাসপাতালে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

ঘটনাক্রমে জানা যায়, অন্যান্য দিনের মত এদিনও নাতনি অঙ্কিতা সামন্তকে কোনও কারণ ছাড়াই মারধর ও ভয় দেখাতে থাকে বৌমা ময়না সামন্ত। আর এই ঘটনায় নাতনিকে বকাঝকা এবং মারধরের প্রতিবাদ করেন শাশুড়ি নন্দীবালা সামন্ত ৷ সঙ্গে সঙ্গে তাঁকে বঁটির কোপ বসায় বৌমা। স্বামী অশোক সামন্ত স্ত্রী নন্দীবালা সামন্তকে নিয়ে খুকুড়দহ হাসপাতালে নিয়ে যায়। শাশুড়ির মাথায় 10টি সেলাই পরে। বর্তমানে সুস্থ আছেন নন্দীবালা ৷ তবে বৌমা মারধর করেছেন বলে জানালেও এনিয়ে কোনও অভিযোগ করতে নারাজ তিনি ৷ তাই কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি পুলিশের কাছে।

দাসপুর, 13 ডিসেম্বর: নাতনিকে কারণে-অকারণে মারধর করত বৌমা ৷ আর তা দেখতে না পেরে বৌমার মারধরের প্রতিবাদ করেন শাশুড়ি ৷ আর তাতেই বাধে বিপত্তি। বৌমা রেগে গিয়ে সবজি কাটার বঁটি দিয়ে সজোরে আঘাত করে শাশুড়ির মাথায় (Injured Mother In Law In Daspur)। ঘটনাটি ঘটেছে দাসপুর থানা এলাকার কাশীনাথপুর উত্তরপাড়ার সামন্ত পাড়ায়। আহত শাশুড়িকে ভর্তি করা হয় হাসপাতালে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

ঘটনাক্রমে জানা যায়, অন্যান্য দিনের মত এদিনও নাতনি অঙ্কিতা সামন্তকে কোনও কারণ ছাড়াই মারধর ও ভয় দেখাতে থাকে বৌমা ময়না সামন্ত। আর এই ঘটনায় নাতনিকে বকাঝকা এবং মারধরের প্রতিবাদ করেন শাশুড়ি নন্দীবালা সামন্ত ৷ সঙ্গে সঙ্গে তাঁকে বঁটির কোপ বসায় বৌমা। স্বামী অশোক সামন্ত স্ত্রী নন্দীবালা সামন্তকে নিয়ে খুকুড়দহ হাসপাতালে নিয়ে যায়। শাশুড়ির মাথায় 10টি সেলাই পরে। বর্তমানে সুস্থ আছেন নন্দীবালা ৷ তবে বৌমা মারধর করেছেন বলে জানালেও এনিয়ে কোনও অভিযোগ করতে নারাজ তিনি ৷ তাই কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি পুলিশের কাছে।

আরও পড়ুন: দাসপুরে মা ও দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.