ETV Bharat / state

Diarrhea : ছড়াচ্ছে সংক্রমণ, দাসপুরে আন্ত্রিকে আক্রান্ত 50-এর বেশি

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আন্ত্রিকে আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়ে গেল । উৎসবের খাওয়া-দাওয়া থেকে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান স্থানীয় স্বাস্থ্য বিভাগের । যদিও গ্রামবাসীদের দাবি, বিষাক্ত জল থেকেই একে একে সংক্রমিত হয়েছেন সকলে ।

more-than-50-people-sick-with-diarrhea-in-west-medinipur
পরিস্থিতি পরিদর্শনে ব্লক স্বাস্থ্য দফতর
author img

By

Published : Nov 9, 2021, 8:19 PM IST

দাসপুর, 9 নভেম্বর : করোনা, ডেঙ্গির পাশাপাশি এ বার আন্ত্রিকের প্রকোপও রাজ্যে । পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়ে গেল । উৎসবের খাওয়া-দাওয়া থেকে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান স্থানীয় স্বাস্থ্য বিভাগের । যদিও গ্রামবাসীদের দাবি, বিষাক্ত জল থেকেই একে একে সংক্রমিত হয়েছেন সকলে । মঙ্গলবার একটি মেডিক্যাল টিম সেখানে পরিস্থিতি পরিদর্শন করে ।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলুপাড়ায় বেশি কিছু দিন ধরেই আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে । প্রথমে বমি, জ্বর-সহ আন্ত্রিকের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েক জন । চিকিৎসায় ধরা পড়ে আন্ত্রিকে আক্রান্ত তারা । তার পর যত দিন এগিয়েছে, ততই প্রকোপ বেড়েছে রোগের ।

এর আগে, সোমবারই মেডিক্যাল টিম নিয়ে গ্রামে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ঘোড়ুই । বাড়ি বাড়ি গিয়ে সকলের সঙ্গে কথা বলেন । সংগ্রহ করা হয় পানীয় জলের নমুনা । প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয় একাধিক পরিবারের হাতে । তার পরেও মঙ্গলবার আরও এক শিশু আন্ত্রিকে আক্রান্ত হয়েছে ।

আরও পড়ুন: Kharagpur IIT : মহিলাদের স্বনির্ভরতার প্রশিক্ষণে প্রশংসনীয় উদ্য়োগ খড়গপুর আইআইটি'র

স্থানীয়দের দাবি, পাড়ার সরকারি সজলধারার জল থেকেই আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে । স্বাস্থ্য বিভাগ এ নিয়ে নিশ্চিত ভাবে কিছু না জানালেও, সম্প্রতি কালীপুজো এবং ভাইফোঁটার খাওয়া-দাওয়া থেকে প্রকোপ ছড়িয়ে পড়তে পারে বলে অনুমান স্বাস্থ্য বিভাগের । উৎস খুঁজে বার করার প্রচেষ্টা চলছে বলে জানানো হয়েছে ।

ছড়াচ্ছে সংক্রমণ, দাসপুরে আন্ত্রিকে আক্রান্ত 50-এর বেশি

সোমবার এলাকায় গিয়ে যে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে, মঙ্গলবার রাতের মধ্যে তার রিপোর্ট চলে আসবে । তাতেই রোগের উৎস জানা যাবে বলে আশাবাদী স্বাস্থ্য বিভাগ ।

মঙ্গলবার সকালেও এলাকা পরিদর্শনে যান ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস এবং পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষেদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র । বাড়ি বাড়ি গিয়ে সকলের সঙ্গে কথা বলেন তাঁরা । তাঁরা জানিয়েছেন, বেশ কিছু মানুষ স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে রয়েছেন। আবার বাড়িতেও রয়েছেন অনেকে । তবে জলের রিপোর্ট এলেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে । এই নিয়ে ব্লক মেডিক্যাল স্বাস্থ্য আধিকারিকের সঙ্গেও কথা হয়েছে তাঁদের । আপাতত এলাকায় পরিচ্ছবন্নতা বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে । সজলধারার নলগুলি পরিষ্কার করা হচ্ছে ফের ।

আরও পড়ুন: Primary TET Agitation : গণআত্মহত্যার হুমকি, ঝাঁটা-ঝুড়ি নিয়ে বিক্ষোভে টেট উত্তীর্ণ প্রার্থীরা

তবে শুধু আলুপাড়া নয়, আশপাশের এলাকাতেও সংক্রমণ ছড়িয়েছে । তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে । তাঁদের দাবি, সদ্য পুজো-পার্বণ শেষ হয়েছে । তার জেরেই জলাশয়গুলি আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে । তা থেকেও সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে । এ নিয়ে অবিলম্বে প্রশাসনের পদক্ষেপ করা উচিত বলে মনে করছেন সকলে ।

দাসপুর, 9 নভেম্বর : করোনা, ডেঙ্গির পাশাপাশি এ বার আন্ত্রিকের প্রকোপও রাজ্যে । পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়ে গেল । উৎসবের খাওয়া-দাওয়া থেকে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান স্থানীয় স্বাস্থ্য বিভাগের । যদিও গ্রামবাসীদের দাবি, বিষাক্ত জল থেকেই একে একে সংক্রমিত হয়েছেন সকলে । মঙ্গলবার একটি মেডিক্যাল টিম সেখানে পরিস্থিতি পরিদর্শন করে ।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলুপাড়ায় বেশি কিছু দিন ধরেই আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে । প্রথমে বমি, জ্বর-সহ আন্ত্রিকের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েক জন । চিকিৎসায় ধরা পড়ে আন্ত্রিকে আক্রান্ত তারা । তার পর যত দিন এগিয়েছে, ততই প্রকোপ বেড়েছে রোগের ।

এর আগে, সোমবারই মেডিক্যাল টিম নিয়ে গ্রামে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ঘোড়ুই । বাড়ি বাড়ি গিয়ে সকলের সঙ্গে কথা বলেন । সংগ্রহ করা হয় পানীয় জলের নমুনা । প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয় একাধিক পরিবারের হাতে । তার পরেও মঙ্গলবার আরও এক শিশু আন্ত্রিকে আক্রান্ত হয়েছে ।

আরও পড়ুন: Kharagpur IIT : মহিলাদের স্বনির্ভরতার প্রশিক্ষণে প্রশংসনীয় উদ্য়োগ খড়গপুর আইআইটি'র

স্থানীয়দের দাবি, পাড়ার সরকারি সজলধারার জল থেকেই আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে । স্বাস্থ্য বিভাগ এ নিয়ে নিশ্চিত ভাবে কিছু না জানালেও, সম্প্রতি কালীপুজো এবং ভাইফোঁটার খাওয়া-দাওয়া থেকে প্রকোপ ছড়িয়ে পড়তে পারে বলে অনুমান স্বাস্থ্য বিভাগের । উৎস খুঁজে বার করার প্রচেষ্টা চলছে বলে জানানো হয়েছে ।

ছড়াচ্ছে সংক্রমণ, দাসপুরে আন্ত্রিকে আক্রান্ত 50-এর বেশি

সোমবার এলাকায় গিয়ে যে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে, মঙ্গলবার রাতের মধ্যে তার রিপোর্ট চলে আসবে । তাতেই রোগের উৎস জানা যাবে বলে আশাবাদী স্বাস্থ্য বিভাগ ।

মঙ্গলবার সকালেও এলাকা পরিদর্শনে যান ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস এবং পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষেদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র । বাড়ি বাড়ি গিয়ে সকলের সঙ্গে কথা বলেন তাঁরা । তাঁরা জানিয়েছেন, বেশ কিছু মানুষ স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে রয়েছেন। আবার বাড়িতেও রয়েছেন অনেকে । তবে জলের রিপোর্ট এলেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে । এই নিয়ে ব্লক মেডিক্যাল স্বাস্থ্য আধিকারিকের সঙ্গেও কথা হয়েছে তাঁদের । আপাতত এলাকায় পরিচ্ছবন্নতা বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে । সজলধারার নলগুলি পরিষ্কার করা হচ্ছে ফের ।

আরও পড়ুন: Primary TET Agitation : গণআত্মহত্যার হুমকি, ঝাঁটা-ঝুড়ি নিয়ে বিক্ষোভে টেট উত্তীর্ণ প্রার্থীরা

তবে শুধু আলুপাড়া নয়, আশপাশের এলাকাতেও সংক্রমণ ছড়িয়েছে । তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে । তাঁদের দাবি, সদ্য পুজো-পার্বণ শেষ হয়েছে । তার জেরেই জলাশয়গুলি আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে । তা থেকেও সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে । এ নিয়ে অবিলম্বে প্রশাসনের পদক্ষেপ করা উচিত বলে মনে করছেন সকলে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.