বেলদা, ১৬ মার্চ : "নরেন্দ্র মোদি আসল দেশদ্রোহী।" গতকাল পুলওয়ামা হামলা নিয়ে এভাবেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন সূর্যকান্ত মিশ্র।
লোকসভা নির্বাচনে CPI(M)-এর প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। গতকাল বেলদা থেকে মিছিল করে নির্বাচনের প্রস্তুতি শুরু করে CPI(M)। মিছিল শেষে আয়োজিত হয় কর্মিসভা। এই সভায় বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দিকে একের পর এক তোপ দাগেন। কেন্দ্রকে উদ্দেশ্য করে বলেন, "সামনে লোকসভা নির্বাচন। তাই এখন উরি, পুলওয়ামা, সার্জিকাল স্ট্রাইক, মিগ-২১ এইসব বেশি করে শোনা যাবে। পুলওয়ামায় কেন এত জওয়ান মারা গেলেন? দায় কে নেবে? CRPF কবে থেকে হেলিকপ্টার চাইছে। কিন্তু তাদের জন্য হেলিকপ্টার নেই। অথচ প্রধানমন্ত্রী কোথাও গেলে চার চারটে হেলিকপ্টার চলে আসে। জওয়ানদের মৃত্যুর জন্য মোদি আপনি দায়ি। আর আপনি তাঁদের শবের বিনিময়ে ভোট চাইতে আসছেন। দেশদ্রোহী যদি কেউ হয়, তাহলে সেটা আপনি।"
মঞ্চ থেকে তিনি তৃণমূলকেও আক্রমণ করেন। বলেন, "পার্কস্ট্রিটে ধর্ষণের ঘটনায় দোষীকে যে আশ্রয় দিয়েছিল, তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী বানিয়েছে।" পাশাপাশি মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থানে বসা নিয়ে সূর্যবাবু বলেন, "মুখ্যমন্ত্রীর কাজ না থাকলে অবস্থানে বসবেন।"
BJP-র সব বুথকে স্পর্শকাতর ঘোষণা করার দাবি নিয়ে বলেন, "কে কী দাবি করছে আমি জানি না। আমরা আমাদের দাবি জানিয়ে দিয়েছি। আমরা বলেছি কোন বুথ স্পর্শকাতর আর কোন বুথ স্পর্শকাতর নয় সেবিষয়ে সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে। কমিশনের নিজস্ব রিপোর্ট তৈরি করতে হবে। তারপর সব দলের সঙ্গে আলোচনা করে জানাতে হবে। যে কোনও বুথকে স্পর্শকাতর বলে দিলাম ! আর যে বুথ আসলে স্পর্শকাতর সেটাকে বাদ দিয়ে দিলাম, তা আমরা চাই না।"