ETV Bharat / state

যশে বিপর্যস্ত মানুষের পাশে চন্দ্রকোনার বিধায়ক - Cyclone Yaas

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার দুটি ব্লক - চন্দ্রকোনা-1 ও চন্দ্রকোনা-2 ৷ দু’টি ব্লক মিলিয়ে 12 টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন স্কুলে মোট 255 টি ত্রাণ শিবির করা হয় প্রশাসনের তরফে ৷

যশে বিপর্যস্ত মানুষের পাশে চন্দ্রকোনার বিধায়ক
যশে বিপর্যস্ত মানুষের পাশে চন্দ্রকোনার বিধায়ক
author img

By

Published : May 26, 2021, 7:58 PM IST

চন্দ্রকোনা, 26 মে : ঘূর্ণিঝড় যশের বিপর্যয়ে রাস্তায় বেরিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া । কোথাও ত্রাণ পৌঁছে দিলেন, তো কোথাও খুন্তি হাতে রান্না করে খাবার তুলে দিলেন এলাকার মানুষদের । তিনি জানান, যতক্ষণ না পুরোপুরি বিপর্যয় কাটছে, ততক্ষণ ত্রাণ শিবির ছেড়ে কাউকে যেতে নিষেধ করা হয়েছে ।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার দুটি ব্লক - চন্দ্রকোনা-1 ও চন্দ্রকোনা-2 ৷ দু’টি ব্লক মিলিয়ে 12 টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন স্কুলে মোট 255 টি ত্রাণ শিবির করা হয় প্রশাসনের তরফে ৷ গতকাল বিকেল থেকেই ওই সব ত্রাণ শিবিরগুলিতে সরিয়ে আনা হয় মাটির বাড়ির পরিবারের সদস্যদের । বুধবার সকাল থেকে চন্দ্রকোনা বিধানসভা এলাকার ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক ৷

ত্রাণ শিবিরে রাঁধছেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া
ত্রাণ শিবিরে রাঁধছেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া

চন্দ্রকোনা-2 ব্লকের বসনছোড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের সীতানগরে বিশ্বমাতা হিমঘর, পলাশচাবড়ী হাইস্কুল, বোলঘাটা প্রাথমিক বিদ্যালয়, ভগবন্তপুর-2 গ্রাম পঞ্চায়েতের ভগবন্তপুর হাইস্কুল, মহেশপুর হাইস্কুল, গড়গড়ি প্রাথমিক বিদ্যালয়, ভগবন্তপুর-1 গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকার বেশ কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করেন বিধায়ক ৷ চন্দ্রকোনা-1 এর বিডিও রথীন্দ্রনাথ অধিকারীর সঙ্গেও বৈঠক করেন তিনি ৷

ত্রাণ শিবিরে চন্দ্রকোনার বিধায়ক
ত্রাণ শিবিরে চন্দ্রকোনার বিধায়ক

তিনি বলেন, ‘‘যতক্ষণ না পুরোপুরি বিপর্যয় কাটছে, ততক্ষণ ত্রাণ শিবির ছেড়ে কাউকে যেতে নিষেধ করা হয়েছে । নিজে শিবিরগুলি ঘুরে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেছি । স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন ৷ পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে দলের কর্মীরাও হাতে হাত মিলিয়ে কাজ করছে । আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ শিবিরে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে ৷ কাউকে এখনই না ফেরার আবেদন করেছি ।"

আরও পড়ুন : ঝড় শেষের পর মনে হল, এ যাত্রায় বেঁচে গেলাম

চন্দ্রকোনা-1 এর বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, ‘‘ব্লকে 132 টি শিবির করা হয়েছে এবং করোনা বিধি মাথায় রেখে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে । বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলেই খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ।’’

চন্দ্রকোনা, 26 মে : ঘূর্ণিঝড় যশের বিপর্যয়ে রাস্তায় বেরিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া । কোথাও ত্রাণ পৌঁছে দিলেন, তো কোথাও খুন্তি হাতে রান্না করে খাবার তুলে দিলেন এলাকার মানুষদের । তিনি জানান, যতক্ষণ না পুরোপুরি বিপর্যয় কাটছে, ততক্ষণ ত্রাণ শিবির ছেড়ে কাউকে যেতে নিষেধ করা হয়েছে ।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার দুটি ব্লক - চন্দ্রকোনা-1 ও চন্দ্রকোনা-2 ৷ দু’টি ব্লক মিলিয়ে 12 টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন স্কুলে মোট 255 টি ত্রাণ শিবির করা হয় প্রশাসনের তরফে ৷ গতকাল বিকেল থেকেই ওই সব ত্রাণ শিবিরগুলিতে সরিয়ে আনা হয় মাটির বাড়ির পরিবারের সদস্যদের । বুধবার সকাল থেকে চন্দ্রকোনা বিধানসভা এলাকার ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক ৷

ত্রাণ শিবিরে রাঁধছেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া
ত্রাণ শিবিরে রাঁধছেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া

চন্দ্রকোনা-2 ব্লকের বসনছোড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের সীতানগরে বিশ্বমাতা হিমঘর, পলাশচাবড়ী হাইস্কুল, বোলঘাটা প্রাথমিক বিদ্যালয়, ভগবন্তপুর-2 গ্রাম পঞ্চায়েতের ভগবন্তপুর হাইস্কুল, মহেশপুর হাইস্কুল, গড়গড়ি প্রাথমিক বিদ্যালয়, ভগবন্তপুর-1 গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকার বেশ কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করেন বিধায়ক ৷ চন্দ্রকোনা-1 এর বিডিও রথীন্দ্রনাথ অধিকারীর সঙ্গেও বৈঠক করেন তিনি ৷

ত্রাণ শিবিরে চন্দ্রকোনার বিধায়ক
ত্রাণ শিবিরে চন্দ্রকোনার বিধায়ক

তিনি বলেন, ‘‘যতক্ষণ না পুরোপুরি বিপর্যয় কাটছে, ততক্ষণ ত্রাণ শিবির ছেড়ে কাউকে যেতে নিষেধ করা হয়েছে । নিজে শিবিরগুলি ঘুরে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেছি । স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন ৷ পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে দলের কর্মীরাও হাতে হাত মিলিয়ে কাজ করছে । আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ শিবিরে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে ৷ কাউকে এখনই না ফেরার আবেদন করেছি ।"

আরও পড়ুন : ঝড় শেষের পর মনে হল, এ যাত্রায় বেঁচে গেলাম

চন্দ্রকোনা-1 এর বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, ‘‘ব্লকে 132 টি শিবির করা হয়েছে এবং করোনা বিধি মাথায় রেখে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে । বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলেই খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.