ETV Bharat / state

ডেবরায় 135 শয্যার কোভিড হাসপাতালের উদ্বোধন দেবের - ডেবরা

গত কয়েক দিনে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে আর তারই মাঝে ডেবরাতে 135টি বেড নিয়ে শুরু হল নতুন কোভিড হাসপাতালের পথ চলা । এই কোভিড হাসপাতাল উদ্বোধন করলেন সাংসদ-অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী । তিনি জানান, মানুষের প্রয়োজনে এই হাসপাতালের পথ চলা । সকল মানুষ সুবিধা পান, এটাই এই সরকারের প্রধান উদ্দেশ্য ।

করোনা চিকিৎসায় ডেবরাতে 135 শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল উদ্বোধনে সাংসদ দেব
করোনা চিকিৎসায় ডেবরাতে 135 শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল উদ্বোধনে সাংসদ দেব
author img

By

Published : May 31, 2021, 8:18 PM IST

ডেবরা, 31মে : সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের হাত ধরে চালু হল ডেবরায় 135 শয্যার করোনা হাসপাতাল । এখানে অক্সিজেন ও করোনার যাবতীয় চিকিৎসা ব্যবস্থা রাখা হচ্ছে । থাকছেন অভিজ্ঞ ডাক্তার ও নার্স । প্রসঙ্গত, এর আগে পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি হাসপাতাল ছিল কোভিড হাসপাতাল ৷ একটি ছিল শালবনী সুপার স্পেশালিটি হসপিটাল, একটি মেদিনীপুর মেডিকেল কলেজ ও একটি আয়ুশ হাসপাতাল । এই হাসপাতালগুলিতে মোট বেড সংখ্যা ছিল 600টি। এরপরেও প্রচুর পরিমাণে সংক্রমণ বাড়তে থাকায় রোগী ভর্তির চাপ বাড়ে ৷ তাই ডেবরা সুপার স্পেশিলিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন । সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 135 বেডের হাসপাতাল চালু হল ।

এদিনের অনুষ্ঠানে দেব ছাড়াও ছিলেন জেলার জেলাশাসক ডক্টর রেশমি কমল, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির প্রমুখ। দেব বলেন, ‘‘কারও করোনা হোক এটা চাইব না এবং তিনি হাসপাতালে আসুন এটাও চাইব না । ডেবরার মানুষের কথা ভেবে এই হাসপাতাল চালু হল যা করোনা রোগীদের প্রয়োজনে ব্যবহার করা হবে ।’’ জেলাশাসক ডক্টর রেশমি কমল বলেন, ‘‘গোটা জেলায় আমাদের যে কোভিড হাসপাতাল রয়েছে তাতে ছিল মোট 600টি বেড । আরও 135টি নতুন বেড করে কোভিড হাসপাতাল চালু হল এই ডেবরায় । তাতে আমাদের জেলায় প্রায় সাড়ে সাতশো বেডের ব্যবস্থা করা হয়েছে । আমরা চেষ্টা করছি করোনা মোকাবিলায় মানুষের পাশে থাকার । এই হাসপাতাল চালু হলে জেলার মানুষদের অনেক সুবিধা হবে ।’’

আরও পড়ুন...চলতি বছরের মধ্যেই সমস্ত দেশবাসীকে ভ্যাকসিন, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

করোনা সংক্রমণ এখন নিম্নমুখী ৷ তবে পরে যদি সংক্রমণ বাড়তে থাকে তখন এই হাসপাতাল খুব কাজে লাগবে জেলার মানুষের ।

ডেবরা, 31মে : সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের হাত ধরে চালু হল ডেবরায় 135 শয্যার করোনা হাসপাতাল । এখানে অক্সিজেন ও করোনার যাবতীয় চিকিৎসা ব্যবস্থা রাখা হচ্ছে । থাকছেন অভিজ্ঞ ডাক্তার ও নার্স । প্রসঙ্গত, এর আগে পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি হাসপাতাল ছিল কোভিড হাসপাতাল ৷ একটি ছিল শালবনী সুপার স্পেশালিটি হসপিটাল, একটি মেদিনীপুর মেডিকেল কলেজ ও একটি আয়ুশ হাসপাতাল । এই হাসপাতালগুলিতে মোট বেড সংখ্যা ছিল 600টি। এরপরেও প্রচুর পরিমাণে সংক্রমণ বাড়তে থাকায় রোগী ভর্তির চাপ বাড়ে ৷ তাই ডেবরা সুপার স্পেশিলিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন । সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 135 বেডের হাসপাতাল চালু হল ।

এদিনের অনুষ্ঠানে দেব ছাড়াও ছিলেন জেলার জেলাশাসক ডক্টর রেশমি কমল, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির প্রমুখ। দেব বলেন, ‘‘কারও করোনা হোক এটা চাইব না এবং তিনি হাসপাতালে আসুন এটাও চাইব না । ডেবরার মানুষের কথা ভেবে এই হাসপাতাল চালু হল যা করোনা রোগীদের প্রয়োজনে ব্যবহার করা হবে ।’’ জেলাশাসক ডক্টর রেশমি কমল বলেন, ‘‘গোটা জেলায় আমাদের যে কোভিড হাসপাতাল রয়েছে তাতে ছিল মোট 600টি বেড । আরও 135টি নতুন বেড করে কোভিড হাসপাতাল চালু হল এই ডেবরায় । তাতে আমাদের জেলায় প্রায় সাড়ে সাতশো বেডের ব্যবস্থা করা হয়েছে । আমরা চেষ্টা করছি করোনা মোকাবিলায় মানুষের পাশে থাকার । এই হাসপাতাল চালু হলে জেলার মানুষদের অনেক সুবিধা হবে ।’’

আরও পড়ুন...চলতি বছরের মধ্যেই সমস্ত দেশবাসীকে ভ্যাকসিন, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

করোনা সংক্রমণ এখন নিম্নমুখী ৷ তবে পরে যদি সংক্রমণ বাড়তে থাকে তখন এই হাসপাতাল খুব কাজে লাগবে জেলার মানুষের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.