ETV Bharat / state

রাতে দুষ্কৃতীরাজ মেদিনীপুরে, জেসিবি দিয়ে গুড়িয়ে ফেলা হল একাধিক দোকান - দুষ্কৃতীরাজ

Shops Vandalized: শনিবার গভীর রাতে মেদিনীপুর শহরের ব্যস্তবহুল এলাকায় জেসিবি দিয়ে একাধিক দোকানে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী ৷ সঙ্গে বন্দুক নিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ । অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার ৷

Shops Vandalised
গুড়িয়ে ফেলা হল একাধিক দোকান
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 3:26 PM IST

রাতের অন্ধকারে দুষ্কৃতীরাজ মেদিনীপুরে

মেদিনীপুর, 14 জানুয়ারি: রাতের মেদিনীপুরে বেলাগাম দুষ্কৃতীরাজ। কয়েক ঘণ্টা লোডশেডিং করে জেসিবি মেশিন দিয়ে গুঁড়িয়ে ফেলা হল পরপর তিনটে দোকান ৷ এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে । যদিও পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে সেখানে আসেন খোদ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার ৷ অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে গিয়েছেন তিনি ।

জানা গিয়েছে, শনিবার রাত দুটো থেকে আড়াইটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী মেদিনীপুর শহরের সংলগ্ন সিনেমা হলের পাশে কয়েকটি দোকানে ভাঙচুর চালায় । দুটো জেসিবি মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয় দোকানগুলি । এরপরেই হুড়মুড় করে ভেঙে পড়ে বড় বড় দোকান । শুধু তাই নয়, এই ঘটনার পর বন্দুক নিয়ে রীতিমতো এলাকায় দাপিয়ে বেড়ায় দুষ্কৃতী বলে অভিযোগ স্থানীয়দের ।

রবিবার সকাল হতেই ওই দোকান ভাঙচুর দেখতে হাজির হন জেলার মানুষ থেকে দোকানের মালিকরা ৷ ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন-সহ মেদিনীপুর পৌরসভার প্রশাসনিক আধিকারিকেরা । তাঁরা বিষয়টি খতিয়ে দেখে ৷ যদিও কী কারণে এই দোকানগুলি বড় বড় জেসিবি দিয়ে ভাঙচুর করা হল, তা এখনও স্পষ্ট নয় ৷ সে বিষয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে শহরবাসীর মনে । তবে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান । তিনি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ৷

এ বিষয়ে পুলিশ সুপার কিছু না বললেও এক পুলিশ আধিকারিক জানান, নিজের মধ্যে দ্বন্দ্বের রাতের অন্ধকারে এই ঘটনা ঘটানো হয়েছে । যদিও বাইরের কোন দুষ্কৃতীর কাজ নয়, তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সৌরভ সাউ বলেন, "রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এই ধরনের কাণ্ডকারখানা করেছে । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । আমাদের প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার মতন ক্ষতি হয়েছে । আমরা আমাদের ক্ষতিপূরণের সঙ্গে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি ।"

মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, "রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী দোকানের দখলদারি নেওয়ার জন্য বন্দুক নিয়ে এসে এই কাণ্ডকারখানা চালায় ৷ আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা করছি । এর সঙ্গে দুষ্কৃতীদের গ্রেফতারেরও দাবি জানাচ্ছি । সেই সঙ্গে এই দোকান ভাঙচুর করার জন্য যে জেসিবি মেশিন ব্যবহার করা হয়েছিল সেগুলোকেও যেন বাজেয়াপ্ত করা হয় । তার দাবি জানাচ্ছি ৷ মেদিনীপুরে এই ধরনের দুষ্কৃতীরা আজ চলতে দেওয়া যাবে না । রাতের অন্ধকারে লোডশেডিং করে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে তারা ।"

প্রসঙ্গত, এই জায়গায় একটি সিনেমা হল রয়েছে । দীর্ঘদিন ধরে বন্ধ এই সিনেমা হল । তারই পার্শ্বস্থ জায়গা নিয়েই কয়েকজনের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল । সূত্রের খবর, তাদের মধ্যে কেউই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে । তবে আদতে কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে, তদন্ত করে পুলিশ খুঁজে বের করবে ।

আরও পড়ুন:

  1. লুঠপাটের পর ঘুগনি খেয়ে চম্পট, তদন্তে বেরোল গ্রামের 'ভালো' জামাই ডাকাতদলের সোর্স
  2. ফোন চুরির অভিযোগে 'শাস্তি', রাস্তায় ফেলে তিন যুবককে বিবস্ত্র করে মার স্থানীয়দের
  3. তালা ভেঙে শিক্ষিকার ফ্ল্যাটে হানা, বাঁকুড়া পুলিশের জালে এমএ পাশ চোর

রাতের অন্ধকারে দুষ্কৃতীরাজ মেদিনীপুরে

মেদিনীপুর, 14 জানুয়ারি: রাতের মেদিনীপুরে বেলাগাম দুষ্কৃতীরাজ। কয়েক ঘণ্টা লোডশেডিং করে জেসিবি মেশিন দিয়ে গুঁড়িয়ে ফেলা হল পরপর তিনটে দোকান ৷ এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে । যদিও পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে সেখানে আসেন খোদ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার ৷ অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে গিয়েছেন তিনি ।

জানা গিয়েছে, শনিবার রাত দুটো থেকে আড়াইটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী মেদিনীপুর শহরের সংলগ্ন সিনেমা হলের পাশে কয়েকটি দোকানে ভাঙচুর চালায় । দুটো জেসিবি মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয় দোকানগুলি । এরপরেই হুড়মুড় করে ভেঙে পড়ে বড় বড় দোকান । শুধু তাই নয়, এই ঘটনার পর বন্দুক নিয়ে রীতিমতো এলাকায় দাপিয়ে বেড়ায় দুষ্কৃতী বলে অভিযোগ স্থানীয়দের ।

রবিবার সকাল হতেই ওই দোকান ভাঙচুর দেখতে হাজির হন জেলার মানুষ থেকে দোকানের মালিকরা ৷ ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন-সহ মেদিনীপুর পৌরসভার প্রশাসনিক আধিকারিকেরা । তাঁরা বিষয়টি খতিয়ে দেখে ৷ যদিও কী কারণে এই দোকানগুলি বড় বড় জেসিবি দিয়ে ভাঙচুর করা হল, তা এখনও স্পষ্ট নয় ৷ সে বিষয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে শহরবাসীর মনে । তবে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান । তিনি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ৷

এ বিষয়ে পুলিশ সুপার কিছু না বললেও এক পুলিশ আধিকারিক জানান, নিজের মধ্যে দ্বন্দ্বের রাতের অন্ধকারে এই ঘটনা ঘটানো হয়েছে । যদিও বাইরের কোন দুষ্কৃতীর কাজ নয়, তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সৌরভ সাউ বলেন, "রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এই ধরনের কাণ্ডকারখানা করেছে । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । আমাদের প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার মতন ক্ষতি হয়েছে । আমরা আমাদের ক্ষতিপূরণের সঙ্গে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি ।"

মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, "রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী দোকানের দখলদারি নেওয়ার জন্য বন্দুক নিয়ে এসে এই কাণ্ডকারখানা চালায় ৷ আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা করছি । এর সঙ্গে দুষ্কৃতীদের গ্রেফতারেরও দাবি জানাচ্ছি । সেই সঙ্গে এই দোকান ভাঙচুর করার জন্য যে জেসিবি মেশিন ব্যবহার করা হয়েছিল সেগুলোকেও যেন বাজেয়াপ্ত করা হয় । তার দাবি জানাচ্ছি ৷ মেদিনীপুরে এই ধরনের দুষ্কৃতীরা আজ চলতে দেওয়া যাবে না । রাতের অন্ধকারে লোডশেডিং করে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে তারা ।"

প্রসঙ্গত, এই জায়গায় একটি সিনেমা হল রয়েছে । দীর্ঘদিন ধরে বন্ধ এই সিনেমা হল । তারই পার্শ্বস্থ জায়গা নিয়েই কয়েকজনের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল । সূত্রের খবর, তাদের মধ্যে কেউই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে । তবে আদতে কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে, তদন্ত করে পুলিশ খুঁজে বের করবে ।

আরও পড়ুন:

  1. লুঠপাটের পর ঘুগনি খেয়ে চম্পট, তদন্তে বেরোল গ্রামের 'ভালো' জামাই ডাকাতদলের সোর্স
  2. ফোন চুরির অভিযোগে 'শাস্তি', রাস্তায় ফেলে তিন যুবককে বিবস্ত্র করে মার স্থানীয়দের
  3. তালা ভেঙে শিক্ষিকার ফ্ল্যাটে হানা, বাঁকুড়া পুলিশের জালে এমএ পাশ চোর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.