ঘাটাল , 29 নভেম্বর : প্রতি বছরের মতো এ বছরও শীতের শুরুতে ঘাটালে পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়ে গেছে । নভেম্বর মাসের শেষ থেকেই ঘাটাল শহর সংলগ্ন হরিসিংপুর পার্কের ঝিলে দেশি-বিদেশি বহু রকম পাখির দল হাজির হয়েছে । প্রায় তারা সাধারণত দুই থেকে তিন মাস থাকে । শীতের মরশুমে পরিযায়ী পাখিদের দেখা মেলায় খুশি ঘাটালবাসী ।
প্রায় 15 একর জায়গাজুড়ে রয়েছে এই জলাভূমি । লম্বায় 500 মিটার ও চওড়ায় 300 মিটার এই ঝিলটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে ঘাটাল পৌরসভা । পরিযায়ী পাখিদের যাতে কেউ বিরক্ত না করে সে বিষয়েও নজরদারি চালানো হয় পৌরসভার তরফে । বন দপ্তর সূত্রে জানা গিয়েছে , মূলত ঠান্ডা দেশেই এই পাখির বাস । প্রতি বছর সরাল প্রজাতির এই পাখি সুদূর সাইবেরিয়া থেকে ঘাটালে ভিড় জমায় । ধূসর বাদামি রঙের ছোটো ছোটো হাঁসের মতো দেখতে এই পাখি দেখতে ভিড় জমায় বহু পর্যটক । তবে কোরোনা আবহের কথা মাথায় রেখে চলতি মরশুমে পর্যটকদের আনাগোনায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ।
স্থানীয় বাসিন্দা জিয়াবুল ও দিলীপ মাঝি বলেন ," প্রতি বছরই এই পরিযায়ী পাখিরা ঘাটালের জলাশয়ে চলে আসে এবং একটা নির্দিষ্ট সময় থাকার পর তারা পুনরায় ফিরে যায় নিজের দেশে । আন্দাজমতো প্রায় লক্ষাধিক পাখির সমাগম ঘটে এখানে । বিশেষ করে শামুকখোল পাখির সংখ্যা বেশি । "
লকডাউনে মানুষ প্রায় টানা তিনমাস গৃহবন্দি থেকেছে । এরপর আনলক পর্ব শুরু হলেও কোরোনা আতঙ্ক মানুষকে সবসময় ঘিরে রেখেছে । উৎসবের মরশুমেও মানুষ প্রতিবারের মতো মন খুলে আনন্দ করতে পারেনি । সেখানেও ছিল বাধা-বিপত্তি , কোরোনা আতঙ্ক । ঘাটালবাসীদেরও একই অবস্থা । এই পরিস্থিতিতে ঘাটালে নতুন অতিথিদের দেখে খুশি সেখানকার মানুষজন ।