ETV Bharat / state

শীত পড়তেই এলাকায় আসছে ভিনদেশি পাখি, পর্যটন কেন্দ্র গড়ে তোলার চিন্তাভাবনা - শীত পড়তেই এলাকায় আসছে ভিনদেশি পাখি

Migrant Birds: ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের হরিসিংহপুর জলশয়ে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখির দল ৷ এই সব বিদেশি পাখি দেখতে এলাকার পর্যটকদের যাতায়াত বেড়েছে ৷ এই জলাশয়কে কেন্দ্র করে পর্যটন গড়ে উঠতে পারে ৷

ETV Bharat
শীত পড়তেই এলাকায় আসছে ভিনদেশি পাখি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 7:38 PM IST

শীত পড়তেই এলাকায় আসছে ভিনদেশি পাখি

ঘাটাল, 22 নভেম্বর: বাতাসে হিমেল হাওয়ার পরশ সবেমাত্র অনুভূত হয়েছে ৷ বলা যায় শীতের ছোঁয়া লেগেছে মাত্র ৷ তার মধ্য়েই ভিড় জমাতে শুরু করছে পরিযায়ী পাখিরা ৷ ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের হরিসিংহপুর জলশয়ে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখিরা ৷ ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে ভিন দেশি সারল হাঁস,জল পিপি,ব্রোঞ্জ উইঙ্গেড় সহ নানান প্রজাতির পরিযায়ী পাখি । সেই পাখি দেখতে জলাশয়ে ভিড় করেছেন পাখি প্রেমীরা। তাই এই জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়ছেন স্থানীয় বাসিন্দারা ।

এলাকাবাসীর দাবি, ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের এই জলাশয়কে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দরা ৷ শীতের এই কয়েকমাস ভিনদেশি পাখির আনাগোনা শুরু হয় ৷ এলাকা মুখরিত হয় পাখির কলতানে ৷ এই সময় বিদেশী পাখি দেখতে দূর-দূর থেকে লোকজন ভিড় জমান ৷ তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনও এই জলাশয়টি সংস্কারের জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি ৷ এমনকী এই সমস্ত পরিযায়ী পাখিদের যাতে বিরক্ত করা না হয় তার জন্য গ্রামবাসীরা জেগে পাহারা দেন ৷

এই প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা কমল মণ্ডল জানান, প্রতি বছর শীতে আগমন ঘটে এই পরিয়ায়ীদের ৷ শীত চলে গেলেই চলে যায় ৷ পাখি দেখতে পর্যটকরা আসেন ৷ পাখিদের যাতে বিরক্ত না করা হয় তার জন্য পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে যাতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ কর হয় সে দিকে নজর দেওযার কথাও বলেন ৷ ওই ব্যক্তির বক্তব্যের রেশ টেনেই ঘাটাল পৌরসভা চেয়ারম্যান, তুহিন কান্তি বেরা বলেন, " পৌরসভার পক্ষ থেকে নিয়মিত জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় ৷ তাই ভিনদেশি পাখিরা আসে ৷ তবে পর্যটন কেন্দ্র এখনই গড়ে তোলা যাবে কি না তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পরই জানা যাবে ৷" তবে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তিনি জানান ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রীর সফরের আগে গজলডোবা পর্যটনকে ঢেলে সাজানোর উদ্যোগ
  2. গাজলডোবার মৎস্যজীবীদের রুটি-রুজি বদলে দিয়েছে পরিযায়ী পাখিরা

শীত পড়তেই এলাকায় আসছে ভিনদেশি পাখি

ঘাটাল, 22 নভেম্বর: বাতাসে হিমেল হাওয়ার পরশ সবেমাত্র অনুভূত হয়েছে ৷ বলা যায় শীতের ছোঁয়া লেগেছে মাত্র ৷ তার মধ্য়েই ভিড় জমাতে শুরু করছে পরিযায়ী পাখিরা ৷ ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের হরিসিংহপুর জলশয়ে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখিরা ৷ ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে ভিন দেশি সারল হাঁস,জল পিপি,ব্রোঞ্জ উইঙ্গেড় সহ নানান প্রজাতির পরিযায়ী পাখি । সেই পাখি দেখতে জলাশয়ে ভিড় করেছেন পাখি প্রেমীরা। তাই এই জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়ছেন স্থানীয় বাসিন্দারা ।

এলাকাবাসীর দাবি, ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের এই জলাশয়কে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দরা ৷ শীতের এই কয়েকমাস ভিনদেশি পাখির আনাগোনা শুরু হয় ৷ এলাকা মুখরিত হয় পাখির কলতানে ৷ এই সময় বিদেশী পাখি দেখতে দূর-দূর থেকে লোকজন ভিড় জমান ৷ তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনও এই জলাশয়টি সংস্কারের জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি ৷ এমনকী এই সমস্ত পরিযায়ী পাখিদের যাতে বিরক্ত করা না হয় তার জন্য গ্রামবাসীরা জেগে পাহারা দেন ৷

এই প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা কমল মণ্ডল জানান, প্রতি বছর শীতে আগমন ঘটে এই পরিয়ায়ীদের ৷ শীত চলে গেলেই চলে যায় ৷ পাখি দেখতে পর্যটকরা আসেন ৷ পাখিদের যাতে বিরক্ত না করা হয় তার জন্য পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে যাতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ কর হয় সে দিকে নজর দেওযার কথাও বলেন ৷ ওই ব্যক্তির বক্তব্যের রেশ টেনেই ঘাটাল পৌরসভা চেয়ারম্যান, তুহিন কান্তি বেরা বলেন, " পৌরসভার পক্ষ থেকে নিয়মিত জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় ৷ তাই ভিনদেশি পাখিরা আসে ৷ তবে পর্যটন কেন্দ্র এখনই গড়ে তোলা যাবে কি না তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পরই জানা যাবে ৷" তবে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তিনি জানান ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রীর সফরের আগে গজলডোবা পর্যটনকে ঢেলে সাজানোর উদ্যোগ
  2. গাজলডোবার মৎস্যজীবীদের রুটি-রুজি বদলে দিয়েছে পরিযায়ী পাখিরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.