মেদিনীপুর, 26 অগস্ট: বেশকিছু রোগীকে নিয়ে সমস্যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । দেখা যাচ্ছে, বহু লোক তাঁর বয়স্ক বাবা-মাকে ভর্তি করেন হাসপাতালে ৷ কিন্তু সুস্থ হওয়ার পর তাঁদের বাড়ি নিয়ে যান না ৷ ফলে সমস্যায় পড়েন সেই বৃদ্ধ-বৃদ্ধারা ৷ পাশাপাশি চিকিৎসা দিতে সমস্যায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । এছাড়াও বিভিন্ন সময় অন্য রাজ্য ও বাংলাদেশের রোগীরা হাসপাতালে ভর্তি হন ৷ কিন্তু কেউই তাঁদের নিয়ে যান না। করোনা প্যানডেমিকের সময় থেকে এই এক অদ্ভুত পরিস্থিতিতে ধুঁকছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । যেখানে কোভিডবিধি মেনে রোগী ভর্তি রাখতে হয়, সেখানে উপচে পড়ছে রোগীর সংখ্যা ৷ চিকিৎসা করতে সমস্যায় পড়ছেন হাসপাতালের নার্স এবং চিকিৎসকরা ।
প্রতিদিন হাজার হাজার রোগী গ্রাম থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য আসেন । এরই মধ্যে বেশকিছু রোগীকে নিয়ে সমস্যায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । অনেক রোগীক সুস্থ হওয়ার পরও হাসপাতালের বেডে পড়ে রয়েছেন মাসের পর মাস । কারণ, তাঁদের বাড়ির লোক আর হাসপাতালমুখো হচ্ছেন না ৷ আর তাতেই সমস্যায় পড়েছে হাসপাতাল সহ বাকি রোগীরা । একদিকে যেমন চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে তেমনি, সেই রোগী পড়ে থাকার ফলে কোভিড ছড়িয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে ।
আরও পড়ুন: শালবনীতে টহলদারি গাড়িতে লরির ধাক্কায় আহত 5 পুলিশ কর্মী
শুধু এরাজ্য নয়, অন্য রাজ্য এবং বাংলাদেশ থেকেও রোগীরাও ভর্তি হন মেদিনীপুর মেডিক্যাল কলেজে । কিন্তু সুস্থ হওয়ার পরেও তাঁদের বাড়ি নিয়ে না যাওয়ার জন্য হাসপাতালেই পড়ে থাকছেন তাঁরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আজও পড়ে রয়েছেন বাংলাদেশী রোগী । জানা গিয়েছে, দালালদের মাধ্যমেই তাঁরা চিকিৎসার জন্য মেদিনীপুরে আসেন ৷ এখন দালাল না আসায় তাঁরা ফিরতে পারছেন না নিজেদের দেশে । তাই রোগী সুস্থ হওয়ার পর বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানালেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু । তিনি বলেন, ‘‘আমাদের সবার একদিন বয়স হবে ৷ আমরাও একদিন সবাই বুড়োবুড়ি হব ৷ কিন্তু মানুষ মানুষকে যদি না ভালবাসে তাহলে সবার অবস্থা খারাপ হবে ।’’