ETV Bharat / state

Midnapore Central Correctional Home: সংশোধনাগারের ফলকে লেখা 'কারাগার', বিতর্ক মেদিনীপুরে

শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশ সত্ত্বেও এখনও বদল করা হয়নি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের (Midnapore Central Correctional Home) নাম ৷ সংশোধনাগারের বদলে ফলকে রয়েছে কারাগার (Jail) শব্দটি ৷ বিষয়টি নিয়ে বাড়ছে বিতর্ক ৷

Midnapore Central Correctional Home Name Controversy
Midnapore Central Correctional Home: সংশোধনাগারের ফলকে লেখা 'কারাগার', বিতর্ক মেদিনীপুরে
author img

By

Published : Sep 3, 2022, 3:31 PM IST

Updated : Sep 3, 2022, 8:54 PM IST

মেদিনীপুর, 3 সেপ্টেম্বর: মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের (Midnapore Central Correctional Home) নাম নিয়ে বিতর্ক (Name Controversy) ! আইনজীবী মহলের একাংশের বক্তব্য, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুসারে, এখন আর কারাগার (Jail) শব্দটি ব্যবহার করা হয় না ৷ যেহেতু অপরাধীদের সংশোধন করার জন্য এইসব জায়গায় পাঠানো হয়, তাই এই প্রতিষ্ঠানগুলিকে কারাগার না-বলে সংশোধনাগার বলা উচিত ৷ এই মর্মেই সংশোধনাগার শব্দটি ব্যবহার করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ কিন্তু, মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের মূল ফটকে এখনও 'জেল' শব্দটি বদলানো হয়নি ৷ আর তা নিয়েই আপত্তি তুলেছেন আইনজীবী মহলের একাংশ ৷ এই নামে আপত্তি রয়েছে স্থানীয় বাসিন্দা এবং সমাজসেবীদেরও ৷

এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি অলোককুমার মণ্ডল বলেন, "নতুন কিছু নিয়ম তৈরি হয়েছে, তা নয় ৷ বরং পুরনো নিয়মকেই সর্বোচ্চ আদালত মর্যাদা দিয়েছে এবং তা কঠোরভাবে পালন করতে বলা হয়েছে ৷ নানা অপরাধে দোষীদের সংশোধন করার জন্যই সংশোধনাগারে পাঠানো হয় ৷ কিন্তু, সেখানে ঢোকার মুখে যদি জেল শব্দটি থাকে, তাহলে জনমানসে এবং সাজাপ্রাপ্ত আবাসিকদের প্রতি ভুল বার্তা দেওয়া হয় ৷" এক্ষেত্রে আদালতের নির্দেশ উপেক্ষা করারও অভিযোগ তোলা যায় বলে মনে করেন অলোককুমার ৷ তাঁর মতে, অবিলম্বে এই ফলকের নাম পরিবর্তন করা দরকার ৷

আরও পড়ুন: টাকা ও সোনা নিয়ে অন্য মহিলার সঙ্গে নিখোঁজ স্বামী, 6 মাস ধরে খুঁজছেন স্ত্রী

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরাকেও ৷ তিনি বলেন, "এখন আর জেল কথাটা ব্যবহার করা হয় না ৷ যেহেতু সংশোধন করতেই এখানে পাঠানো হয় কয়েদিদের ৷ তাই সংশোধনাগার লেখা উচিত ছিল ৷ অন্য়ান্য জায়গায় ইতিমধ্যেই কারাগারের বদলে সংশোধনাগার শব্দটি লেখা হয়েছে ৷ মেদিনীপুরে যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ করার আবেদন জানানো হবে ৷"

অন্যদিকে, জেলা বিজেপি-র মুখপাত্র অরূপ দাস এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গ সরকারকেই কাঠগড়ায় তুলেছেন ৷ তিনি জানিয়েছেন, নাম পরিবর্তনের আবেদন জানিয়ে সরকারের দ্বারস্থ হবে গেরুয়া শিবির ৷

মেদিনীপুর, 3 সেপ্টেম্বর: মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের (Midnapore Central Correctional Home) নাম নিয়ে বিতর্ক (Name Controversy) ! আইনজীবী মহলের একাংশের বক্তব্য, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুসারে, এখন আর কারাগার (Jail) শব্দটি ব্যবহার করা হয় না ৷ যেহেতু অপরাধীদের সংশোধন করার জন্য এইসব জায়গায় পাঠানো হয়, তাই এই প্রতিষ্ঠানগুলিকে কারাগার না-বলে সংশোধনাগার বলা উচিত ৷ এই মর্মেই সংশোধনাগার শব্দটি ব্যবহার করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ কিন্তু, মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের মূল ফটকে এখনও 'জেল' শব্দটি বদলানো হয়নি ৷ আর তা নিয়েই আপত্তি তুলেছেন আইনজীবী মহলের একাংশ ৷ এই নামে আপত্তি রয়েছে স্থানীয় বাসিন্দা এবং সমাজসেবীদেরও ৷

এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি অলোককুমার মণ্ডল বলেন, "নতুন কিছু নিয়ম তৈরি হয়েছে, তা নয় ৷ বরং পুরনো নিয়মকেই সর্বোচ্চ আদালত মর্যাদা দিয়েছে এবং তা কঠোরভাবে পালন করতে বলা হয়েছে ৷ নানা অপরাধে দোষীদের সংশোধন করার জন্যই সংশোধনাগারে পাঠানো হয় ৷ কিন্তু, সেখানে ঢোকার মুখে যদি জেল শব্দটি থাকে, তাহলে জনমানসে এবং সাজাপ্রাপ্ত আবাসিকদের প্রতি ভুল বার্তা দেওয়া হয় ৷" এক্ষেত্রে আদালতের নির্দেশ উপেক্ষা করারও অভিযোগ তোলা যায় বলে মনে করেন অলোককুমার ৷ তাঁর মতে, অবিলম্বে এই ফলকের নাম পরিবর্তন করা দরকার ৷

আরও পড়ুন: টাকা ও সোনা নিয়ে অন্য মহিলার সঙ্গে নিখোঁজ স্বামী, 6 মাস ধরে খুঁজছেন স্ত্রী

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরাকেও ৷ তিনি বলেন, "এখন আর জেল কথাটা ব্যবহার করা হয় না ৷ যেহেতু সংশোধন করতেই এখানে পাঠানো হয় কয়েদিদের ৷ তাই সংশোধনাগার লেখা উচিত ছিল ৷ অন্য়ান্য জায়গায় ইতিমধ্যেই কারাগারের বদলে সংশোধনাগার শব্দটি লেখা হয়েছে ৷ মেদিনীপুরে যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ করার আবেদন জানানো হবে ৷"

অন্যদিকে, জেলা বিজেপি-র মুখপাত্র অরূপ দাস এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গ সরকারকেই কাঠগড়ায় তুলেছেন ৷ তিনি জানিয়েছেন, নাম পরিবর্তনের আবেদন জানিয়ে সরকারের দ্বারস্থ হবে গেরুয়া শিবির ৷

Last Updated : Sep 3, 2022, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.