ETV Bharat / state

লকডাউনে সংখ্যালঘুদের চাল ও পিঁয়াজ সরবরাহ মেদিনীপুর টাউন মুসলিম কমিটির - মেদিনীপুরে খাদ্য সরবরাহ মুসলিম কমিটির

লকডাউনে কার্যত অনাহারে দিন কাটাচ্ছে মানুষ । তাই এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াল মেদিনীপুর টাউন মুসলিম কমিটি । তুলে দিল চাল ও পিঁয়াজ ।

Food Supply in Medinipur
মেদিনীপুরে খাদ্য সরবরাহ
author img

By

Published : May 6, 2020, 2:42 PM IST

মেদিনীপুর, 6 মে : লকডাউনে গৃহবন্দীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল মেদিনীপুর টাউন মুসলিম কমিটি । তুলে দিল চাল ও পিঁয়াজ । মেদিনীপুরের 64টি মহল্লায় 60 কুইন্টাল চাল ও 50 কুইন্টাল পিঁয়াজ সরবরাহ করা হয়।

লকডাউনে বন্ধ কাজ । জমানো যা টাকা ছিল তিন পর্যায়ের লকডাউনে তাও প্রায় শেষ । ফলে কার্যত অনাহারে দিন কাটাচ্ছে মানুষ । পাশাপাশি আগামী দিনগুলি কীভাবে কাটবে তা নিয়েও দেখা দিয়েছে সংশয় । এই পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়াল মেদিনীপুর টাউন মুসলিম কমিটি । মেদিনীপুরের মোট 64 টি এলাকার সংখ্যালঘু মহল্লায় 60 কুইন্টাল চাল ও 50 কুইন্টাল পিঁয়াজ সরবরাহ করা হয় ।

এই বিষয়ে কমিটির সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, " লকডাউনে মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ । প্রত্যেকের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে বেশি লোক লাগবে ও এলাকায় সংক্রমণের আশঙ্কা তৈরি হবে । তাই আমরা মহল্লার প্রধানদের ডেকে চাল ও পিঁয়াজ দিয়ে এসেছি । তাঁরা এগুলি বাড়ি বাড়ি পৌঁছে দেবেন ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.