ETV Bharat / state

Campus Market at Medinipur College: পড়ুয়াদের উদ্যোগপতি হওয়ার পাঠ ! কলেজেই বসল ক্যাম্পাস বাজার - মেদিনীপুর

শনিবার মেদিনীপুর কলেজে বসল ক্যাম্পাস বাজার (Campus Market at Medinipur College) ! অভিনব আয়োজন ঘুরে দেখলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷

Medinipur College administration arrange a Campus Market to grow interest of entrepreneurship among students
ক্যাম্পাস বাজার
author img

By

Published : Mar 25, 2023, 7:10 PM IST

মেদিনীপুর কলেজে বসল ক্যাম্পাস বাজার

মেদিনীপুর, 25 মার্চ: পড়াশোনার বাইরেও পড়ুয়াদের অন্য়ান্য বিষয়ে দক্ষতা খুঁজে বের করা এবং সেই দক্ষতা কাজে লাগিয়ে আয়ের পথ খোঁজা ৷ মূলত, এই দু'টি কারণেই শনিবার ক্য়াম্পাস বাজারের আয়োজন করেছিল মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ (Campus Market at Medinipur College) ৷ একদিনের এই আয়োজন ছিল জমজমাট ৷ বিকিকিনি হল ভালোই ৷

এদিন কলেজের মধ্য়েই এই বাজার বসে ৷ সবমিলিয়ে সেই বাজারে মোট 28টি স্টল দেওয়া হয় ৷ প্রত্য়েকটি স্টলে কলেজের পড়ুয়ারাই ছিল বিক্রেতা ৷ ব্য়াগ, পাপোসের মতো রোজের ব্যবহারযোগ্য সামগ্রী হোক, কিংবা মাটির মূর্তি, নানা আকারের পেন্টিং, পুতুল অথবা গ্রিটিং কার্ড ! ক্য়াম্পাস বাজারের পসার ছিল রকমারি ৷ ভিড় করে সেইসব জিনিস কিনলেন কলেজের পড়ুয়া, অধ্যাপক ও কর্মীরা ৷ ভিড় উপচে পড়ল পুষ্টিবিদ্যা বিভাগের ছাত্রীদের স্টলেও ৷

পুষ্টিবিদ্যা বিভাগের ছাত্রী সুস্মিতা মাইতি জানান, দু'ধরনের খাদ্য এবং এক ধরনের পানীয় তৈরি করেছিলেন তাঁরা ৷ প্রত্য়েকটি ক্ষেত্রেই স্বাদের পাশাপাশি পুষ্টিগুণের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এই স্টলের পসারের চাহিদা ছিল সবথেকে বেশি ৷ সুস্মিতারা জানালেন, তাঁদের আয়োজন যে সকলের এত ভালো লাগবে, বুঝতে পারেননি তাঁরা ৷ তাই চাহিদা অনুসারে জোগান দেওয়া সম্ভব হয়নি ৷ তবে, আগামিদিনে ফের এমন আয়োজন হলে আরও বেশি করে পণ্য তৈরি করে বিক্রির বন্দোবস্ত করবেন ৷

আরও পড়ুন: পটচিত্রের সম্ভারে রঙিন বর্ধমানের হস্তশিল্প মেলা

অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা জানান, পড়ুয়াদের শিক্ষাদানের পাশাপাশি স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে তোলাই তাঁদের লক্ষ্য ৷ পড়াশোনা শিখে চাকরি করা একটি সাধারণ ধারণা ৷ তাতে কোনও ভুল বা সমস্যা নেই ৷ কিন্তু যদি এই তরুণ সমাজ নিজেরাই নিজেদের পণ্য উৎপাদন করে তা বাজারজাত করতে পারে এবং সেই পথে স্থায়ী উপার্জনের ব্যবস্থা করতে পারে, তাহলে আরও ভালো হয় ৷ এই কারণেই এদিনের এই ক্যাম্পাস বাজারের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ ৷ আগামিদিনে এমন আরও বাজার বসানো হতে পারে বলে জানিয়েছে অধ্যক্ষ ৷

মেদিনীপুর কলেজে বসল ক্যাম্পাস বাজার

মেদিনীপুর, 25 মার্চ: পড়াশোনার বাইরেও পড়ুয়াদের অন্য়ান্য বিষয়ে দক্ষতা খুঁজে বের করা এবং সেই দক্ষতা কাজে লাগিয়ে আয়ের পথ খোঁজা ৷ মূলত, এই দু'টি কারণেই শনিবার ক্য়াম্পাস বাজারের আয়োজন করেছিল মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ (Campus Market at Medinipur College) ৷ একদিনের এই আয়োজন ছিল জমজমাট ৷ বিকিকিনি হল ভালোই ৷

এদিন কলেজের মধ্য়েই এই বাজার বসে ৷ সবমিলিয়ে সেই বাজারে মোট 28টি স্টল দেওয়া হয় ৷ প্রত্য়েকটি স্টলে কলেজের পড়ুয়ারাই ছিল বিক্রেতা ৷ ব্য়াগ, পাপোসের মতো রোজের ব্যবহারযোগ্য সামগ্রী হোক, কিংবা মাটির মূর্তি, নানা আকারের পেন্টিং, পুতুল অথবা গ্রিটিং কার্ড ! ক্য়াম্পাস বাজারের পসার ছিল রকমারি ৷ ভিড় করে সেইসব জিনিস কিনলেন কলেজের পড়ুয়া, অধ্যাপক ও কর্মীরা ৷ ভিড় উপচে পড়ল পুষ্টিবিদ্যা বিভাগের ছাত্রীদের স্টলেও ৷

পুষ্টিবিদ্যা বিভাগের ছাত্রী সুস্মিতা মাইতি জানান, দু'ধরনের খাদ্য এবং এক ধরনের পানীয় তৈরি করেছিলেন তাঁরা ৷ প্রত্য়েকটি ক্ষেত্রেই স্বাদের পাশাপাশি পুষ্টিগুণের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এই স্টলের পসারের চাহিদা ছিল সবথেকে বেশি ৷ সুস্মিতারা জানালেন, তাঁদের আয়োজন যে সকলের এত ভালো লাগবে, বুঝতে পারেননি তাঁরা ৷ তাই চাহিদা অনুসারে জোগান দেওয়া সম্ভব হয়নি ৷ তবে, আগামিদিনে ফের এমন আয়োজন হলে আরও বেশি করে পণ্য তৈরি করে বিক্রির বন্দোবস্ত করবেন ৷

আরও পড়ুন: পটচিত্রের সম্ভারে রঙিন বর্ধমানের হস্তশিল্প মেলা

অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা জানান, পড়ুয়াদের শিক্ষাদানের পাশাপাশি স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে তোলাই তাঁদের লক্ষ্য ৷ পড়াশোনা শিখে চাকরি করা একটি সাধারণ ধারণা ৷ তাতে কোনও ভুল বা সমস্যা নেই ৷ কিন্তু যদি এই তরুণ সমাজ নিজেরাই নিজেদের পণ্য উৎপাদন করে তা বাজারজাত করতে পারে এবং সেই পথে স্থায়ী উপার্জনের ব্যবস্থা করতে পারে, তাহলে আরও ভালো হয় ৷ এই কারণেই এদিনের এই ক্যাম্পাস বাজারের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ ৷ আগামিদিনে এমন আরও বাজার বসানো হতে পারে বলে জানিয়েছে অধ্যক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.